শাহজাদপুর সংবাদ ডটকম: মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের প্রতিবাদে জামায়াতের ডাকে দ্বিতীয় দফায় ২৪ ঘণ্টার হরতাল চলছে। আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে সকাল থেকে রাজধানীতে হরতালের পক্ষে কোনো তৎপরতা চোখে পড়েনি। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। তবে রাজধানীর দয়াগঞ্জ, ডেমরা, যাত্রাবাড়ী খিলগাঁও চকবাজার এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবির।
হরতাল শুরুর পর সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় কয়েকজন শিবিরকর্মী ঝটিকা মিছিলের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ দুই যুবককে আটক করে বলে মিরপুরের ওসি মো. সালাউদ্দিন জানান।এ ছাড়া নগরীর কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যক্তিগত গাড়ি চলছে সীমিত আকারে চলছে। তবে গাবতলী
শাহজাদপুর সংবাদ ডটকম: মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের প্রতিবাদে জামায়াতের ডাকে দ্বিতীয় দফায় ২৪ ঘণ্টার হরতাল চলছে। আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে সকাল থেকে রাজধানীতে হরতালের পক্ষে কোনো তৎপরতা চোখে পড়েনি। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। তবে রাজধানীর দয়াগঞ্জ, ডেমরা, যাত্রাবাড়ী খিলগাঁও চকবাজার এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবির।
হরতাল শুরুর পর সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় কয়েকজন শিবিরকর্মী ঝটিকা মিছিলের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ দুই যুবককে আটক করে বলে মিরপুরের ওসি মো. সালাউদ্দিন জানান।এ ছাড়া নগরীর কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যক্তিগত গাড়ি চলছে সীমিত আকারে চলছে। তবে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সদরঘাট থেকে লঞ্চ এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনগুলোও নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বলে কর্তৃপক্ষ জানায়।