বেলকুচিতে বিএনপির ঢিলেঢালা হরতালঃ কেউ মাঠে নেই

Sirajgong-sm20130908032251

শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিচারপ্রতিদের অভিসংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে আইন পাশের প্রতিবাদে সোমবার দেশ ব্যাপী হরতালের ডাক দেয় বিএনপি। সেই সাথে সাড়া দেশে ২০ দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান বিএনপির ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবারের এ হরতাল সিরাজগঞ্জের বেলকুচিতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। শনিবার রাত থেকে টানা বৃষ্টির পাশাপাশি নেতা-কর্মীদের কোন পিকেটিং না থাকায় উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবুও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে শহরের মোড়ে-মোড়ে ও উপজেলার গুরুত্বপূর্ন স্থান গুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

উপজেলা শহরের প্রধান সড়কের দোকানপাট, বিপনি

শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিচারপ্রতিদের অভিসংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে আইন পাশের প্রতিবাদে সোমবার দেশ ব্যাপী হরতালের ডাক দেয় বিএনপি। সেই সাথে সাড়া দেশে ২০ দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান বিএনপির ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবারের এ হরতাল সিরাজগঞ্জের বেলকুচিতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। শনিবার রাত থেকে টানা বৃষ্টির পাশাপাশি নেতা-কর্মীদের কোন পিকেটিং না থাকায় উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবুও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে শহরের মোড়ে-মোড়ে ও উপজেলার গুরুত্বপূর্ন স্থান গুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলা শহরের প্রধান সড়কের দোকানপাট, বিপনি বিতান ও বিভিন্ন গলির দোকান খোলা রয়েছে। কাঁচা বাজার খোলা থাকলেও বৃষ্টির জন্য ক্রেতা সমাগম ছিল কম। উপজেলার অভ্যন্তরীন এবং দুরপাল্লার রুটে বাস, ট্রাকসহ ভারি যানবাহন চলাচল করেনি। তবে উপজেলা রুটে অল্প সংখ্যক সিএনজি অটো রিকশাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।