মুখের যত্নে কিছু ঘরোয়া টিপস

শাহজাদপুর সংবাদ ডটকমঃ মুখমণ্ডলের ত্বক অতি সংবেদনশীল। এই সংবেদনশীল তকে সাবান ব্যাবহার করলে ত্বকের অনেক ক্ষতি হয়। তাই মুখে সাবানের পরিবর্তে ফেসওয়াশ ব্যবহার করুন।
এ ছাড়া মুখে ব্রণ হলে ময়েশ্চারাইজারের বদলে ব্যবহার করুন অ্যাসট্রিজেন্ট। ঘরোয়া অ্যাসট্রিজেন্ট হলো গোলাপ জল ও শসার রসের মিশ্রণ। এ মিশ্রণটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। সাথে পুদিনা পাতার রস মিশালে আরো ভালো হয়। এই তিনের মিশ্রণ রাতে ঘুমানোর আগে মুখে লাগান। সকালে ধুয়ে ফেলুন। ব্রণ সেরে যাবে কয়েক সপ্তাহ ব্যবহারেই। এতে যদি ব্রণ না সারে তবে প্রতিদিন একবার করে ব্রণের ওপন রসুনের কোয়া ঘষে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ব্রণ মুখে রাতে ক্রিম লাগাবেন না।



চোখের ডার্ক সার্কেল কমাতে ঘুমের আগে শসা, আলুকুচি বা টিব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখের ওপর ১০-১৫ মিনিট রেখে দিন। মুখে মেকআপ দিয়ে কখনই রাতে ঘুমাবেন না। নিয়মিত বেশি বেশি পানি পান করুন। এতে শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে। ঘুমানোর আগে অবশ্যই এক গ্লাস পানি খেয়ে নেবেন।

শাহজাদপুর সংবাদ ডটকমঃ মুখমণ্ডলের ত্বক অতি সংবেদনশীল। এই সংবেদনশীল তকে সাবান ব্যাবহার করলে ত্বকের অনেক ক্ষতি হয়। তাই মুখে সাবানের পরিবর্তে ফেসওয়াশ ব্যবহার করুন। এ ছাড়া মুখে ব্রণ হলে ময়েশ্চারাইজারের বদলে ব্যবহার করুন অ্যাসট্রিজেন্ট। ঘরোয়া অ্যাসট্রিজেন্ট হলো গোলাপ জল ও শসার রসের মিশ্রণ। এ মিশ্রণটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। সাথে পুদিনা পাতার রস মিশালে আরো ভালো হয়। এই তিনের মিশ্রণ রাতে ঘুমানোর আগে মুখে লাগান। সকালে ধুয়ে ফেলুন। ব্রণ সেরে যাবে কয়েক সপ্তাহ ব্যবহারেই। এতে যদি ব্রণ না সারে তবে প্রতিদিন একবার করে ব্রণের ওপন রসুনের কোয়া ঘষে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ব্রণ মুখে রাতে ক্রিম লাগাবেন না। চোখের ডার্ক সার্কেল কমাতে ঘুমের আগে শসা, আলুকুচি বা টিব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখের ওপর ১০-১৫ মিনিট রেখে দিন। মুখে মেকআপ দিয়ে কখনই রাতে ঘুমাবেন না। নিয়মিত বেশি বেশি পানি পান করুন। এতে শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে। ঘুমানোর আগে অবশ্যই এক গ্লাস পানি খেয়ে নেবেন।       শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/27.09.2014