সাভারের রানা প্লাজা ধস নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র এবারের খ্যাতনামা আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অর্জন করেছে। কানাডার সিবিসি নিউজ টেলিভিশনে ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়।
ফিফথ স্টেট নামের ওই অনুষ্ঠানের ‘মেড ইন বাংলাদেশ’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয় ২০১৩ সারের ১১ অক্টোবর। এতে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বিপদজ্জনক কর্মপরিবেশের চিত্র তুলে ধরা হয়।
২০১৩ সালের ২৪ এপ্রিল নয় তলা বিশিষ্ট রানা প্লাজা ধসে ১১ শতাধিক গার্মেন্ট শ্রমিক নিহত হয়। এটাকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা ওই ভবনটির মালিক, যেটি অবৈধভাবে এবং অবৈধ অর্থে গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
মেড ইন বাংলাদেশ অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সফর করেন অনুষ্ঠানটির উপস্থাপক মার্ক কেলি।
কানাডা বাংলাদেশের অন্যতম পোশাক আমদানিকারক। খ্যাতনামা র