ছাগলের দাম দেড় লাখ!

4344

রাজধানীর গাবতলী পশুর হাটে একটি ছাগলের দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। শুক্রবার হাটে ওই ছাগলটি আনা হয়। ছাগলটি কিনতে উৎসাহী ক্রেতাদের ভিড় থাকলেও দাম শুনে সবাই চোখ কপালে তুলে সরে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেনো ক্রেতাই ওই ছাগলের উল্লেখযোগ্য কোনো দাম বলেননি।
তবে ছাগলের বিক্রেতা আশা করছেন, দেড় লাখ না হলেও কাছাকাছি দামে তিনি ছাগলটি বিক্রি করতে পারবেন।

রাজধানীর গাবতলী পশুর হাটে একটি ছাগলের দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। শুক্রবার হাটে ওই ছাগলটি আনা হয়। ছাগলটি কিনতে উৎসাহী ক্রেতাদের ভিড় থাকলেও দাম শুনে সবাই চোখ কপালে তুলে সরে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেনো ক্রেতাই ওই ছাগলের উল্লেখযোগ্য কোনো দাম বলেননি। তবে ছাগলের বিক্রেতা আশা করছেন, দেড় লাখ না হলেও কাছাকাছি দামে তিনি ছাগলটি বিক্রি করতে পারবেন।