নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়ার বহুল আলোচিত একটি জুয়ার আসর ভেঙ্গে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। ওই সময় ৬ জুয়ারীকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত সোমবার রাতে শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা ও র্যাব-১২ ওই অভিযান চালায়। জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের বড়াল নদীর উত্তর পাড়ে দীর্ঘদিন ধরে তাস ও ডাব্বু দিয়ে লাখ লাখ টাকার জুয়া চালাতো আউয়াল হোসেন নামে এক ব্যক্তি। অভিযানে জুয়ার আসর থেকে পাবনার ফরিদপুর উপজেলার খবির উদ্দিনের ছেলে জয়নাল বিশ্বাস (৩২), বগুড়া জেলার গাবতলী থানার বিষ্ণপদ চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী (৩৩), উল্লাপাড়া উপজেলার গঞ্জের আলীর ছেলে মিজানুর রহমান (৪৫), জয়পুর হাট জেলার ক্ষেতলাল উপজেলার ফজলুর রহমানের ছেলে জামিউল ইসলাম (৫৫), শাহজাদপুর তালতলা এলাকার বারু হাজী ছেলে নুর আলম (৩২) ও কুমিরগোয়ালিয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) কে আটক করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা এ ৬ জুয়ারির প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।