চার শর্তে সোমবার থেকে নাটকের শুটিং শুরু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গেল দুই মাস সবধরনের শুটিং বন্ধ ছিল। দেশব্যাপী  কার্যত লকডাউনের মেয়াদ আজই শেষ। তাই সোমবার (১ জুন) থেকে শুরু হতে যাচ্ছে নাটকের শুটিং। টিভি নাটকের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃসংগঠন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (৩১ মে) থেকে সরকারি অফিস, আদালত, গণপরিবহন খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তের পর শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে টিভি নাটকে শুটিং শুরু করছে সংগঠনগুলো। এর আগে ১৭ মে ৬ শর্ত মেনে নিজ দায়িত্বে টিভি নাটকের শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনগুলো। যদিও মতের অমিল থাকার কারণে একদিনেই বন্ধ হয়ে যায়।

১লা জুন থেকে শুটিং শুরুর ৪ শর্তগুলো হলো:

১. আন্তঃসংগঠনের দেয়া স্বাস্থ্যবিধি মেনে যদি কেউ শুটিং কার্যক্রমে নিজ দায়িত্বে অংশ নিতে চান তাহলে তা করতে পারবেন।

২. সংশ্লিষ্ট ইউনিট শুটিং শুরু করার আগেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ছাড়াও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শুটিং কার্যক্রম শুরু করবেন। এ ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শুটিং ইউনিটকে তার সম্পূর্ণ দায় বহন করত