মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না নিজেদের তৈরিকৃত করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় চমকপ্রদ ফল পাওয়ায় দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরুর প্রস্তুতি নিচ্ছে। এক বিবৃতিতে করোনা ভ্যাকসিন এমআরএনএ-১২৭৩ এর ব্যাপারে এই আশার খবর দিয়েছে মডার্না।করোনাভাইরাসের লড়াইয়ে বিশ্বের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ও শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা নিরলস কাজ করে চলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, থমকে যাওয়া বিশ্বে করোনার সংক্রমণ ঠেকিয়ে মানুষের কর্মক্ষেত্রে এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার জন্য একটি ভ্যাকসিনই হতে পারে মোক্ষম হাতিয়ার।
করোনার সম্ভাব্য একটি ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে আছে মার্কিন কোম্পানি মডার্না। মানবদেহে প্রথম ধাপের পরীক্ষায় চমৎকার ফল পাওয়ার ঘোষণা দেয়ার পর মে মাসে কোম্পানিটির শেয়ারের দাম ব্যাপক বৃদ্ধি পায়।
যদিও মডার্নার এই ভ্যাকসিনের ফল নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, ভ্যাকসিনের ফল অতিরঞ্জিতভাবে ঘোষণা দিয়েছে মডার্না। যে কারণে কয়েক ঘণ্টার মধ্যে কোম্পানিটির ১৭ দশমিক ৬ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি হয়ে যায়।
সমালোচকরা বলছেন, প্রথম ধাপের পরীক্ষার উদ্দেশ্য ছিল ভ্যাকসিনটি নিরাপ