আগের বছরের চেয়ে অন্তত ১৫ দিন দেরিতে এ বছর রাজশাহীতে আমের হাট বসেছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার বাণেশ্বরে বসছে এ হাট। এটিই রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট। এবার আম পরিপক্ব হতে সময় বেশি লাগার কারণে হাট বসতে দেরি হলো। তবে দেরিতে হলেও জমতে শুরু করেছে হাট। পাইকাররাও আসছেন বাইরের জেলা থেকে। তবে গত বছরের তুলনায় কম। এদিকে বাজারে উঠতে শুরু করেছে লিচু। দামও পাচ্ছেন কৃষক। হাটে গিয়ে দেখা গেছে, ভ্যানের ওপর ঝুড়ি আর ক্যারেটে সাজিয়ে রাখা হয়েছে গুটি, রানীপছন্দ আর গোপালভোগ জাতের আম। তবে পুরো হাট এখনো ভরেনি। স্বল্পসংখ্যক ব্যবসায়ী হাটে আম তুলেছেন। হাটে যেমন বিক্রেতার সংখ্যা কম, তেমনি কম ক্রেতার সংখ্যা। তাই তুলনামূলক কম আমের দাম।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গুটি জাতের আম ৮০০ থেকে ৯০০ টাকা মণ দরে বিক্রি করা হচ্ছে। আর গোপালভোগ বিক্রি করা হচ্ছে এক হাজার ৭০০ টাকা মণ দরে। তবে আকারে একটু বড় গোপালভোগের দাম ব্যবসায়ীরা দুই হাজার টাকা পর্যন্ত চাইছেন। এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে সেসব আম। তবে হাটে হিমসাগর বা খিরসাপাত দেখা যায়নি। পুঠিয়ার শিবপুর এলাকার আম ব্যবসায়ী আনিসুর রহমান জানালেন, চার-পাঁচ দিন আগে থেকে হা