টানা ১০ দিন চলমান আন্দোলনের মুখে নতুন করে অভিযোগপত্র দাখিল করে জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় অভিযুক্ত পুশিল কর্মকর্তা ডেরেক শভিনও ছাড়াও অপর তিন কর্মকর্তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার ফ্লয়েডকে হত্যার সহযোগিতার দায় মাথায় নিয়ে দুপুরের পর আদালতে হাজির হন তিন অভিযুক্ত পু্লশি কর্মকর্তা। পরে আদালত তাদের হেনেপিন কাউন্টি জেলে পাঠায়। এর আগে পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনওকে হত্যার দায়ে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়। সেই সময় ডেরেক শভিনের সঙ্গে থাকা অপর তিন পুলিশ কর্মকর্তা- টমাস লেইন, আলেকজান্ডার কুয়ং ও টু থাওয়ের বিরুদ্ধেও তদন্ত শুরু করা হয়।
কিন্তু প্রতিবাদকারীরা এতে সন্তুষ্ট হয়নি। চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই হত্যার অভিযোগ আনার দাবি তুলে বিক্ষোভ চালিয়ে আসছিলেন তারা।
তদন্ত শেষে বুধবার ওই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই অপরাধের অভিযোগ এনেছেন সরকারি কৌঁসুলিরা। শভিন ছাড়া বাকি তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিরস্ত্র ফ্লয়েডকে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।