গতকাল বৃহস্পতিবার থেকে মোহাম্মদ নাসিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিছু কিছু ব্যাপারে তিনি ‘রেসপন্স’ করছেন। আজ শুক্রবার সকালেও তিনি সাড়া দিয়েছেন। তার শ্বাস প্রশ্বাস হচ্ছে বলে স্পেশালাইজড হসপিটাল সূত্রে জানা গেছে।
আজ চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে আবারও পরীক্ষা করবেন। তবে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র। মোহাম্মদ নাসিমের যে শারীরিক অবস্থা, তাতে করে তাকে সিঙ্গাপুরের হাসপাতালগুলো নিতে অনীহা প্রকাশ করেছে। এই বাস্তবতায় দেশেই তার চিকিৎসা হচ্ছে।
মোহাম্মদ নাসিমের অবস্থা খারাপ হলেও গত রাত থেকে তার ‘খুব সামান্য’ হলেও অগ্রগতি হচ্ছে। তিনি কিছু কিছু ‘রেসপন্স’ করছেন।
প্রসঙ্গত যে, গত ১ জুন মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি ঘটলে ৫ জুন তাকে কেবিনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন ভোরেই তার ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আইসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।