নায়িকাদের ব্যবসায়ী স্বামী



রনি রিয়াদ রশীদকে বিয়ে করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। রনি আর্মি পরিবারের সন্তান। নুসরাত ফারিয়াও। রনির বাবা সাবেক সেনাপ্রধান বীরপ্রতীক এম হারুন-অর-রশীদ। রনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শক। পাশাপাশি অস্ট্রেলিয়ায় সরকারি চাকরি করছেন। এছাড়া পারিবারিক ব্যবসা আছে।ব্যবসায়ীক পরিচয়টাই এখন তার বড় পরিচয় জানালেন ফারিয়া।

নায়িকাদের ব্যবসায়ী বিয়ে করা এই প্রথম নয়। বলিউডে রেখা, শিল্প শেঠী কিংবা অসীনরাও বিয়ে করেছেন ভারত বিখ্যাত ব্যবসায়ীদের। বলিউড নায়িকাদের কথা বাদ দিয়ে আমাদের শোবিজে অঙ্গনের দিকে তাকালেও দেখা যাবে ব্যবসায়ীদের প্রতি নায়িকাদের প্রেম কেমন। শোবিজ অঙ্গন রেখে বড় ব্যবসায়ী বিয়ে করেছেন বহু জনপ্রিয় নায়িকা। শাবানা বিয়ে করেছিলেন প্রযোজক ওয়াহিদ সাদিককে। সিনেমা প্রযোজনা করলেও তিনি স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন সে সময়। এরপর যুক্তরাষ্ট্রে প্রবাশ জীবন শুরু করেন। সেখানেও নানা ব্যবসায় তিনি জড়িত।

ববিতার ছেলে অনিকের বয়স যখন মাত্র তিন বছর, তখন স্বামী ব্যবসায়ী ইফতেখারুল আলম মারা যান। একদিকে অভিনয়, অন্যদিকে সংসার-সন্তান সামলানো—সবই তিনি করেছেন। ইফতেখারুল আল