শনিবার, ০৪ মে ২০২৪
15033266927_41ef4389ff_b এবারে কোরবানির ঈদে গরুর দাম ভালো পেলেও অনেক গরু অবিক্রীত থাকায় বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে শাহজাদপুরের গরু ব্যবসায়ীদের। বাজারে তোলা প্রায় ২২ হাজার হাইব্রিড জাতের গরু অবিক্রীত থাকায় তাদের ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া এ গরুগুলোর লালন-পালন নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে অর্ধেক দামে কিংবা আরো কমে গরু বিক্রি করে দিচ্ছেন। জানা গেছে, শাহজাদপুর উপজেলার গোখামারি ও চাষীরা শঙ্করায়ণ (ক্রস), অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ব্রিড, ইন্ডিয়ান হরিয়ানা ব্রিড, পাকিস্তানি সাহিয়াল ব্রিড ও দেশী জাতের গরু পালন করেন। সারা দেশে এখানকার গরুর ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু এবারের কোরবানির ঈদে ক্রস হাইব্রিড জাতের গরুর দাম ও চাহিদা না থাকায় এখানকার শতাধিক গরু ব্যবসায়ী মূলধন হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌসুমি গরু ব্যবসায়ীরা। সূত্র জানায়, ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন ধরে শাহজাদপুর এলাকা থেকে ব্যবসায়ীরা হাজার হাজার গরু কিনে বিক্রির জন্য ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার পশুর হাটে নিয়ে যান। উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের লোকদের কাছে এ হাইব্রিড জাতের গরুর বড় চাহিদা রয়েছে। কিন্তু এবার বাজারে উল্টো দৃশ্য দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, নানা ধরনের ক্ষতিকারক ট্যাবলেট ও ইনজেকশন দিয়ে গরু মোটাতাজাকরণ করা হয়। এসব গরুর মাংস খেয়ে মানুষ লিভার, কিডনি, ক্যান্সার, হৃদযন্ত্রসহ মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে— স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতসহ এমন খবর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হওয়ায় এর প্রভাব পড়ে পশুর হাটে। ফলে এবার হাইব্রিড ও বড় জাতের গরু বিক্রি কম হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বড় অঙ্কের লোকসানে পড়েন। শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘কোরবানি উপলক্ষে ঢাকার গাবতলী পশুর হাটে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯৫টি ষাঁড় নিয়েছিলাম। বিক্রি না হওয়ায় ১৯টি গরু ফেরত এনেছি। কয়েকদিন রাখার পর অর্ধেক দামে বিক্রি করেছি। এতে প্রায় ২০ লাখ টাকা লোকসান হয়েছে।’ একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামের আবু হাসান বেপারি জানান, ঢাকার ফতুল্লা পশুর হাটে ১৮ লাখ টাকা মূল্যের গরু নিয়ে মাত্র ১৩ লাখ টাকায় বিক্রি করেছি। ৫ লাখ টাকা লোকসান হয়েছে। একই উপজেলার রেশমবাড়ী গ্রামের বেপারি মো. আবদুস সালাম বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও আমি ঢাকার গাবতলী পশুর হাটে ৫০টি গরু নিয়ে গিয়েছিলাম। এর মধ্যে মাত্র ২৫টি গরু বিক্রি করেছি। বাকি গরু ফেরত এনেছি।’ গাড়াদহ গ্রামের শাহাদ বেপারি জানান, তিনি এবার ৬০টি গরু বিক্রির জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে ২০টি গরু বাকিতে কিনেছেন। গরু বিক্রি করেছেন মাত্র ৪৫টি। তিনি বলেন, ‘আমার মতো অনেকেই মহাজনদের কাছ থেকে ঋণ করে গরু কিনে বড় ধরনের লোকসানের কবলে পড়েছেন।

সম্পর্কিত সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুর ইব্রাহিম মাডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর ইব্রাহিম মাডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর ইব্রাহিম মাডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী...

শাহজাদপুরের জামিরতা ডিগ্রি কলেজে অসুস্থ্য হলেই চাকুরী হারানো ভয় শিক্ষক-কর্মচারীদের!

অপরাধ

শাহজাদপুরের জামিরতা ডিগ্রি কলেজে অসুস্থ্য হলেই চাকুরী হারানো ভয় শিক্ষক-কর্মচারীদের!

শামছুর রহমান শিশির : যে কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের অভিভাব...

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ শুক্রবার শাহজাদপুর পৌরসভা ও ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন অগ্নিবীণা সংসদের উদ্যোগে ইফত...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...

মিল্কভিটা'র চেয়ারম্যানের শাহজাদপুর বাথান পরিদর্শণ; কোর্ডায়াল রিসিপশান

ফটোগ্যালারী

মিল্কভিটা'র চেয়ারম্যানের শাহজাদপুর বাথান পরিদর্শণ; কোর্ডায়াল রিসিপশান

শামছুর রহমান শিশির,বিশেষ প্রদিবেদক, শাহজাদপুর : আজ (সোমবার) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এ...