বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
এক ম্যাচে তিন সেঞ্চুরি। তিন সেঞ্চুরিয়ানই আইরিশ। একজন করেছেন মাতৃভুমির বিপক্ষে,অন্যদু'জন পক্ষে ! মাতৃভুমির বিপক্ষে মরগানের সেঞ্চুরি (১০৬) ম্লান করে দিয়েছেন দুই আইরিশ যোদ্ধা পল স্ট্রিলিং (১৪২), এন্ডি বালব্রিন (১১৩)। দ্বিতীয় উইকেট জুটিতে আয়ারল্যান্ডের রেকর্ড ২১৪ রানে ৯ বছর আগে বেঙ্গালুরুর জয়ের স্মৃতিই ফিরিয়ে এনেছে আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে ভারতের বেঙ্গালুরুতে ৩২৮ চেজ করে ৫ বল হাতে রেখে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে দেয়ার ছবিটাই ফিরিয়ে এনেছে আয়ারল্যান্ড। বেঙ্গালুরুর সেই ম্যাচের নায়ক অধিনায়ক কে'ও ব্রেইন (১১৩) ৯ বছর পর সাউদাম্পটনে ৭ উইকেটে জয়েও রেখেছেন অবদান।ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে তার সিঙ্গলেই ৩২৯ চেজ করে ইংল্যান্ডের মাটিতে উৎসব করেছে আয়ারল্যান্ড। প্রথম ২ ম্যাচে বড় ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশের চোখ রাঙানি দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে মরগানের ৮৪ বলে ১০৬,ব্যাটনের ৫১ বলে ৫৮, ডেভিড উইলির ৪২ বলে ৫১ রানে পাহাড়সম স্কোরে (৩২৮/১০) আয়ারল্যান্ডকে চাপা দিয়ে সেই চোখ রাঙানিই দিয়েছিল ইংল্যান্ড। তবে আইসিসি ওয়ানডে সুপার লিগের শুরুতে শুন্য হাতে থাকতে চায়নি আয়ারল্যান্ড। ৩২৮ চেজ করে ইংল্যান্ডের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে জয়ের অতীত আছে, সেই অতীত থেকেই প্রেরনা নিয়ে নিজেদেরকে মেলে ধরেছে আইরিশ ক্রিকেটাররা। সংগ্রহ করেছে ইংল্যান্ডের বিপক্ষে মূল্যবান ১০ পয়েন্ট। ইংল্যান্ডের ৩২৮/১০ স্কোর দেখে ম্যাচটি একপেশে ধরে নিয়ে যারা ঘুমিয়ে পড়েছেন, তারা আফসোস করবেন এখন। মঙ্গলবার সাউদাম্পটনে ইংল্যান্ডকে জবাব দিতে এসে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রনটা হাতে নিয়েছে আয়ারল্যান্ড। ব্যাটিং পাওয়ার প্লেতে ইংল্যান্ডের ৫৯/৩ এর জবাবে আয়ারল্যান্ড ৫০/১, পাওয়ার প্লে 'টু' তে ইংল্যান্ডের ২০০/৪ এর জবাবে আয়ারল্যান্ডের ১৯৮/০ ! শ্লগের ৬০ বলে ইংল্যান্ড যেখানে ৬৯ রানে হারিয়েছে ৩ ব্যাটসম্যান, সেখানে আয়ারল্যান্ড শেষ ৬০ বলে জয়ের জন্য ৭৬ রানের টার্গেট পাড়ি দিয়েছে ২ সেঞ্চুরিয়ানকে হারিয়ে ! অধিনায়ক এন্ডি বালব্রিনকে হারিয়ে শেষ ৩৩ বলে ৫০ রানের টার্গেট কঠিন হতে দেননি কে ও ব্রেইন (২১),টেক্টর (২৯)। তবে ইংল্যান্ডের গর্ব বোলিং অ্যাটাককে পাড়া-মহল্লা মানে নামিয়ে এনেছেন পল স্ট্রিলিং,এন্ডি বালব্রিন জুটি। ১৯৬ বলে ২১৪ রানের এই পার্টনারশিপই ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছে। শুরু থেকেই হিসেব করে ব্যাট করেছেন এই জুটির দুই ব্যাটসম্যান। সিরিজের প্রথম ২ ম্যাচে আয়াল্যান্ডের এই দুই ব্যাটসম্যান করেছেন হতাশ।পল স্ট্রিলিংয়ের সেই হতাশ ২টি ইনিংস ছিল ২ ও ১২, বালব্রিনের সেখানে ৩ ও ১৫। দেশে ফেরার আগে তাই দারুন কিছুর জন্য সংকল্পবদ্ধ ছিলেন এই দুই টপ অর্ডার। ওপেনার পল স্ট্রিলিং ৫২ বলে ফিফটি,৯৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি করেছেন পূর্ন।ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কাট করে সিঙ্গল নিতে যেয়ে থেমেছেন তিনি ১৪২ রানে। তবে ১২৮ বলে ৯ চার ৬ ছক্কায় শোভিত এই ইনিংসটিই এখন ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের সেরা ব্যক্তিগত। ২০১১ বিশ্বকাপ দলে ছিলেন না এন্ডি বালব্রিন। টেলিভিশনে দেখেছেন সে সময়ের অধিনায়ক কে ও ব্রেইনের ম্যাচ উইনিং ১১৩। সেই ইনিংস থেকে টনিক নিয়ে মঙ্গলবার দিয়েছেন ক্যাপ্টেনস নক ইনিংস। ৪৩ বলে ৫০,১০০ বলে ওয়ানডে ক্যারিয়ারে ৭ম সেঞ্চুরি উদযাপন করেছেন। আদিল রশিদকে লং অফে খেলতে যেয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন যখন ( ১১২ বলে ১২ চার-এ ১১৩), তখন জয়ের খুব কাছে দাঁড়িয়ে আয়ারল্যান্ড। বাকি কাজটা করেছেন দুই অভিজ্ঞ মিডল অর্ডার টেক্টর,ও ব্রেইন। আগের দুই ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান কার্টিস ক্যাম্পারের এই ম্যাচে ব্যাট নিয়ে নামতে হয়নি।শেষ ৬ বলে ৮ রানের লক্ষ্যে পৌছুঁতে লেগেছে ৫টি বল। ১ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতে করোনাকালে দেশকে দিয়েছে জয় উপহার আয়ারল্যান্ড। ইংল্যান্ড : ৩২৮/১০(৪৯.৫), মরগান ১০৬,ব্যান্টন ৫৮,ডেভিড উইলি ৫১,টম কুরান ৩৮*, ক্যাম্পার ২/৬৮,লিটল ২/৬২,ইয়ং ৩/৫৩। আয়ারল্যান্ড : ৩২৯/৩ (৪৯.৫), পল স্ট্রিলিং ১৪২, বালব্রিন ১১৩, টেক্টর ২৯,কে'ও ব্রেইন ২১ফল : আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : পল স্ট্রিলিং (আয়ারল্যান্ড)।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

অপরাধ

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

কামারখন্দ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গল...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...