শনিবার, ১২ এপ্রিল ২০২৫
মেয়েকে হত্যার দায়ে জামাই কাউসার গাজীকে এক মাত্র আসামী করে মামলা করেন জলিল দুয়ারী। আসামীর সাথে আপোষ করায় পরবর্তীতে তিনি বলেন, তার মেয়ে আত্মহত্যা করেছেন, তাই জামাই আসামী কাউসার গাজীকে মামলা থেকে অব্যাহতি দিলে তার কোনো আপত্তি নেই। এমন ঘটনায় মামলার আসামিকে জামিন দিয়ে বাদী তথা মেয়ের বাবার বিরুদ্ধেই মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মেয়ের বাবার বক্তব্য সম্বলিত এফিডেভিট দেখে জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ আসামি মোহাম্মদ কাউসার গাজীকে জামিন ও বাদীর বিরুদ্ধে মামলার আদেশ দেন। মামলার বাদী জলিল দুয়ারী ঝালকাঠি সদর থানার নেহালপুর সাকিনের মৃত মোকসেদ আলী দুয়ারীর পুত্র। হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে মামলায় বাদী তথা মেয়ের বাবা জলিল দুয়ারীর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় মামলা করতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আদালতে আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট আসাদ মিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। এজাহারসুত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ঝালকাঠির মেয়ে সাথী আক্তারকে তার স্বামী পটুয়াখালীর মোহাম্মদ কাউসার গাজী হত্যা করেছেন বলে মামলা করেন সাথীর বাবা আঃ জলিল দুয়ারী।পুলিশ আসামি কাউসার গাজীকে গ্রেফতার করলে কারাগারে পাঠান আদালত।ভিকটিম সাথীর পাঁচ বছর বয়সী মেয়ে ফারিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে বলে, ‘আম্মুকে আব্বু লাঠি দিয়ে মাথায় এবং দাদা শরীরে আঘাত করে মেরে ছাগলের রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।’ ময়নাতদন্ত রিপোর্টে আঘাতের ফলে সাথীর মৃত্যুর বিষয়টি উঠে আসে। এই ঘটনার একপর্যায়ে মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন করেন আসামি মোহাম্মদ কাউসার গাজী। সেই সঙ্গে জামিন আবেদনে মামলার বাদী তথা সাথীর বাবার বক্তব্য সম্বলিত একটি এফিডেভিট সংযুক্ত করা হয়। সে এফিডেভিটে সাথীর বাবা বলেন, ‘আমার মেয়ে সাথী আক্তারের দুটি সন্তান রয়েছে। আমার মেয়ে তার জামাইকে ভুল বুঝে তার সাথে রাগান্বিত হয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যের দ্বারা প্ররোচিত না হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওই আত্মহত্যায় আমার মেয়ের জামাই ও তার বাবা-মা জড়িত নয়। কিন্তু কিছু কুচক্রি লোকের দ্বারা প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে আমি মামলা করি।’ তিনি আরও বলেন, ‘আমার মেয়ে জামাই দুটি নাবালক সন্তানের পিতা। ওদের ভবিষ্যতের জন্য এই মামলাটি পরিচালনা করার আবিশ্যকতা নেই। তাই এই মামলা থেকে আসামিকে অব্যাহতি দিলে আমার কোনো আপত্তি নেই।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক

আইন-আদালত

শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক

ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা

অপরাধ

শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা

শাহজাদপুর প্রতিনিধি :- শাহজাদপুরে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক বেলা...