শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে শাহজাদপুর পৌর এলকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জের হাটবাজার, চায়ের দোকানসহ সর্বত্র চলছে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ও চুলচেরা বিশ্লেষণ। কে ধরছেন নৌকার হাল, বা কাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে- তা নিয়ে চলছে নানা বিতর্ক। স্থানীয় ভোটারগণ নিজস্ব বিশ্লেষণের মাধ্যমে পছন্দের প্রাথীর পক্ষে যুক্তি তুলে ধরছেন। দু’একদিন পরেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাহজাদপুর সংসদীয় আসনের নির্বাচনী মাঠ আরও সরব হবে নৌকা, ধানের শীষ বা অন্যান্য মার্কার প্রার্থীদের ব্যস্তমূখর ভোট প্রার্থনার মধ্যে দিয়ে। নিজ দলের দলীয় মনোনয়ন প্রার্থনা করে বুক ভরা আশা আর আকাঙ্খা নিয়ে মনোনয়ন ফরম কিনেছেন অনেকেই। এলাকার উন্নয়ন, জনসেবাসহ নানা স্বপ্ন ও প্রতিশ্রুতি এখন তাদের চোখেমুখে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের দিন তারিখ মোতাবেক মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ নতুন করে নির্ধারন হওয়ায় দলীয় মনোনয়নের আবেদনের তারিখও বাড়ানো হয়। এতে করে দলের ভক্ত অনুরাগীদের মধ্যে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করে ফরম কেনার হিরিক পড়ে যায়। শাহজাদপুর সংসদীয় আসনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী। তারা হলেন,  আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি, সাবেক এমপি চয়ন ইসলাম,  কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা ড. সাজ্জাদ হায়দার লিটন, মিল্কভিটার ভাইস চেয়াম্যান, বিশেষ পিপি (নারী ও শিশু), উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আলম রেজা। অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন চেয়ে ফরম উত্তোলন করেছেন ১৪ জন প্রার্থী। তারা হলেন, সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সারোয়ার, ড. এমএ মুহিত, খান মোহাম্মদ ইব্রাহিম, কে.এম তারিকুল ইসলাম আরিফ, গোলাম সরোয়ার, হোসাইন শহীদ মাহমুদ গ্যাদন, ইকবাল হোসেন হিরু, নজরুল ইসলাম, এ্যাড. হুমায়ুন কবীর, মুস্তাফিজুর রহমান মনির, হাফিজুর রহমান মিন্টু, আরিফুজ্জামান আরিফ, জাহাঙ্গীর হোসেন শামীম, আব্দুস সালাম। ১৪ দলীয় ঐক্যজোটের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট সাংবাদিক শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি, বাম গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষে এ্যাড. আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আলহাজ্ব মিজবাহ উদ্দিন, হুসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল প্রতীকের প্রত্যাশা করে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাহান চৌধুরী।   মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিভিন্ন দলের সাম্ভাব্য প্রার্থীদের কর্মী সমর্থকদের বর্তমানে ব্যস্ত সময় কাটছে নিজ পছন্দীয় নেতার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...