শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জের বিভিন্ন গ্রামে গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যবহৃত মিটার ট্রান্সফরমার গ্রাহককে পাহারা দেবার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে গত কয়েকদিন ধরে এলাকা জুড়ে এই মাইকিং করা হচ্ছে। মাইকে ঘোষণা করা হচ্ছে, জেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ লাইনের মিটার, ট্রান্সফরমার চুরি করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি জেলার বেশ কয়টি এলাকায় বিদ্যুতের মিটার চুরি করে বিকাশে টাকা দাবি করছে সঙ্গবদ্ধ একটি চক্র। টাকা দিলে মিটারগুলো আবার ফেরত দিচ্ছে চক্রটি। যে কারণে সকল গ্রাহককে তাদের নিজ নিজ বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার পাহারা দিতে অনুরোধ করা যাচ্ছে। ঘোষণা শুনে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাস গাঁতী গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এই ঘোষণাটি আগে দিলে হয়তো আমাদের মিটারটি চুরি হতো না। আর আমার ২ হাজার টাকা চোরের পকেটে যেত না। স্থানীয় শিয়ালকোল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, আমার ইউনিয়নে কিছুদিন আগেই বেশ কয়টি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। ঝঞ্ঝাট এড়াতে আমরা তাই চোর চক্রের সাথে আপস করেছি। সিরাজগঞ্জ পল্লীবিদুৎ সমিতি -২ এর মহাব্যবস্থাপক কামরুল হাসান কালের কণ্ঠকে জানান, সিরাজগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকদের মিটার চুরির পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠালে সেটি সংঘবদ্ধ চক্রটি ফিরিয়ে দিয়েছে বলে আমি শুনেছি। মিটার চোরের একটি সিন্ডিকেট অভিনব পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি নিয়ে ভুক্ত ভোগীরা আমাকে অভিযোগ করলে এ বিষয়ে থানায় মামলা হয়েছে, পুলিশ তদন্ত করছে। এমন অবস্থায় এই চোর চক্রের হাত থেকে গ্রাহকদের সচেতন করতেই এমন প্রচারনা চালানো হচ্ছে বলে জানান তিনি। সম্প্রতি জেলার সদর উপজেলায় বহুলী ও শিয়ালকোল এলাকায় ১২ জন গ্রাহকের মিটার চুরি হয়। পরে মিটার রাখার স্থানে চোর চক্রের ফেলে যাওয়া চিরকুটে লেখা মুঠোফোন নম্বরে দাবিকৃত টাকা পাঠালে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার গ্রাহকেরা এ বিষয়ে অভিযোগ করেছেন। কামারখন্দের ভদ্রঘাট এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা এলাকা থেকেও বৈদ্যুতিক মিটার চুরি করে একই কায়দায় টাকা আদায় করেছে সঙ্গবদ্ধ এই চক্রটি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...