শুক্রবার, ০৩ মে ২০২৪
শামছুর রহমান শিশির : ‘ সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের আমৃত্যু সাজা নয়- মৃত্যুদন্ড চাই। সমকাল পরিবার নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের পরিবারের পাশে সবসময় থাকবে।’ আজ শনিবার বেলা ৩ টায় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক মরহুম আব্দুল হাকিম শিমুলের কবর জিয়ারত শেষে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ ( পিআইবি) এর চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এ কথা বলেন। এ সময় সমকাল পরিবারের পক্ষ থেকে মরহুম সাংবাদিক শিমুলের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন সমকাল সম্পাদক । স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, 'শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুই সেদিন সংঘর্ষের সময় পুলিশের বাঁধা উপেক্ষা করে শটগান দিয়ে সাংবাদিক শিমুলকে প্রকাশ্যে গুলি করে। তাদের গুলিতেই মারা যান সাংবাদিক শিমুল। এটা পুলিশই বলেছে। আমরা এ হত্যাকান্ডের প্রধান আসামি মেয়র মিরু ও তার ভাই মিন্টুসহ সকল অপরাধীদের ফাঁসি চাই।’ সেইসাথে অবিলম্বে মেয়র মিরুকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কারেরও তিনি দাবি জানান। এ সময় দৈনিক সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) এস. এম শাহাব উদ্দিন, দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, দৈনিক সমকালের ডিজিএম (সার্কুলেশান) অমিত রায়হান, স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশীদ খান হাসান, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজ্রুী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকসহ ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জ ও স্থানীয় গণ্যমাধ্যমকর্মী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পিআইবি চেয়ারম্যান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বের ওই সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজ খবর নেন । শাহজাদপুরে মরহুম সাংবাদিক শিমুলের কবর জিয়ারত শেষে পিআইবি’র চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে রওয়ানা দেন। এদিন বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সন্মেলন কক্ষে সমকাল সাংবাদিক শিমুলের স্মরণ সভা শীর্ষক এক সভায় তারা যোগদান করবেন বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে  আক্রান্ত গরু

শাহজাদপুর

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ...

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

আপাতত গরম কমছে না

জাতীয়

আপাতত গরম কমছে না

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম শারীরিক চিকিৎসা শেষে দেশে ফিরে উপজেলা আওয়ামী...

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

খেলাধুলা

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

মুুহিতের রেকর্ড খরুচে বোলিংয়ের ম্যাচে ৪ উইকেটে ২২৪ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে ৪ রানে হারে...