শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শাহজাদপুর সংবাদঃ সম্পন্ন অনলাইন পত্রিকা “শাহজাদপুর সংবাদ ডটকম” ও “শাহজাদপুর সাময়িকী” নামক একটি স্থানীয় পত্রিকার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে বাটনটিপে এবং ফিতা কেটে এ দু’টি পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।

পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আবুল বাশার এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উদ্ভাধনী ও অলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও স্বন্দীপ কুমার সরকার উপজেলা কমিশনার (ভূমি) শাহজাদপুর। 

স্বাগতিক বক্তা হিসেবে অনললাইন পত্রিকা প্রকাশনার মূল উদ্যোক্তা শাহজাদপুরের কৃতি সন্তান মোঃ শরীফ সরকার পত্রিকা প্রকাশনার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শাহজাদপুরের বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। হীনমন্যতা ও নানা কর্মকান্ডে মূল লক্ষ্যচ্যুৎ হওয়ার কারনে আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ও সংস্কৃতিকে হারাতে বসেছি। অনলাইন প্রত্রিকা প্রকাশনার মাধ্যমে আগামী প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে স্বচেতন করা এবং দেশ-বিদেশের সকল পাঠককে শাহজাদপুরের সাথে পরিচিত করার পাশাপাশি শাহজাদপুর থেকে এক ঝাঁক নতুন এবং বলিষ্ট কলম সৈনিক তৈরী করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যদানকালে জনাব হাসিবুর রহমান স্বপন বলেন, শাহজাদপুর সংবাদ ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশনার জন্য আমি প্রকাশনার সাথে জড়িতদের অভিবাদন জানাই। 

শাহজাদপুর সহ দেশে অনেক লোক বিদেশে থাকে। আমরা নিজেরা যখন বিদেশে কোন কাজে যাই তখন শাহজাদপুরের খবর জানতে পারিনা। এখন থেকে এ অনলাইন পত্রিকার মাধ্যমে আমরা বিদেশে বসেও আমার নিজস্ব সংসদীয় এলাকার খবর জানতে পারবো এটি আমার জন্য অত্যন্ত গর্বের। 

সত্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকার ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমি সাংবাদিকদের অনুরোধ জানাই। সব সাংবাদিকদের ডেকে শাহজাদপুর প্রেসক্লাবকে সাংবাদিকদের প্রকৃত সংগঠন গড়ে তোলার জন্য আমার নিজস্ব উদ্যোগ ও সহযোগিতা থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যদানকাল, আজাদ রহমান বলেন, সাংবাদিকতা মহৎ পেশা হিসেবে স্বীকৃত। এ পেশার মর্যাদা ও সম্মান সাংবাদিকদেরই রক্ষা করতে হবে। কিন্তু যখন সাংবাদিকদের অপসাংবাদিকতার খবর পাই তখন কষ্ট লাগে। 

সঠিক তথ্য ও সত্য সংবাদ সংগ্রহ করে তা সুন্দর ও সাবলীল ভাষায় সংবাদপত্রে প্রেরন করাই মফস্বল সাংবাদিকদের কাজ। এ কাজে তারা পারদর্শিতা অর্জন করবে এটাই আমার প্রত্যাশা। নতুন প্রজন্মকে এ পেশায় এগিয়ে আসতে হবে। 

জাতি সমাজ ও সংস্কৃতি রক্ষায় কলমসৈনিক হিসেবে তারা আগামি দিনে ভূমিকা রাখবে এবং সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস অর্জন করবে এটাই আমাদের কামনা। শাহজাদপুর সংবাদ ডট কম আগামী দিনে এ দায়িত্ব পালনে সচেষ্ট হবে এটাই প্রত্যাশা করি।

বিশেষ অতিথির বক্তব্যদানকালে স্বন্দীপ কুমার সরকার বলেন, শুধু শাহজাদপুর প্রেসক্লাব নয় সাংবাদিকদের অসাংগঠনিক কর্মকান্ডের বাইরে এসে সকল প্রকৃত সাংবাদিকদের সংগঠিত করে এটি শক্তিশালী প্রেসক্লাব গঠন করাই উত্তম। 

ঈদের আগে সমকালে মিল্কভিটার দুধ সম্পর্কে যে সংবাদটি ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন প্রতিটি সংবাদ এডিটিং একটি গ্ররুত্ত্বপূর্ণ বিষয়। অভিজ্ঞ এবং দায়িত্বশীল সম্পাদনা ছাড়া যে কোন খবর অনলাইনে প্রকাশ করাটা ঝুকিপূর্ণ। এ ব্যপারে সাবধানতা অবলম্বন করার পরামর্শ থাকলো।

সভাপতি তাঁর সমাপনী বক্তব্যদানকালে বলেন, অনলাইন পত্রিকা বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার একটি মাধ্যম। সরকারের ডিজিট্যলাইজেশেন কার্যক্রমের সাথে সংহতি রেখে দেশে এবং বিদেশের অবস্থানরত বাংলা ভাষাভাষী পাঠকের কাছে সমগ্রদেশের তৃণমূল পর্যায়ের খবরগুলো পাঠকের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেবে শাহজাদপুর সংবাদ ডট কম। 

তিনি আরো বলেছেন, এই পত্রিকার সুনির্দিষ্ট কিছু বিভাগে পাঠকদের লেখার এবং প্রকাশিত বিভিন্ন পর্যায়ের লেখার সমালোচনামুলক লেখালেখি করারও সুবিধা রাখা হয়েছে। স্থানীয় সকল সাংবাদিকদের লেখার বিষয়ে আরও সক্রিয় অংশ গ্রহনের সুযোগ সৃষ্টি করবে শাহজাদপুর সংবাদ ডট কম। এ ছাড়াও ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য শিক্ষা বিভাগ রয়েছে। সেখানেও তারা লেখার সুযোগ পাবেন। 

পত্রিকার সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের উদ্যেশে তিনি বলেন, সাংবাদিকদের কোন বন্ধু নেই। ব্যক্তিস্বার্থে সত্যবিবর্জিত কোন সংবাদ কোন পক্ষের স্বার্থে প্রকাশ পেলে অন্যপক্ষ শত্রুতে পরিনত হবে। এভাবে দিনে দিনে শত্রুর সংখ্যা বাড়তে থাকবে। সে কারনে সব স্বার্থের উর্ধে থেকে সত্য প্রকাশ করাটাই সাংবাদিকদের জন্য উত্তম। এ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ ও সাংবাদিক, শুধিমন্ডলী, সরকারী কমকর্তা কর্মচারীবৃন্দ, পেশাজীবি সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

শাহজাদপুর

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

আওয়ামী লীগ–সমর্থিত সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, না হ...

শাহজাদপুরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র-কাছারিব...