মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

‘শাহজাদপুর সংবাদ ডটকম’ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এবং

‘শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম’র পক্ষ থেকে

মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন সাহেবকে-

স্মারকপত্র প্রদান

মাননীয় সাংসদ-

‘শাহজাদপুর সংবাদ ডটকম’ ও ‘শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফেরাম’র পক্ষ থেকে আপনাকে জানাই ফুলেল শুভেচ্ছা। আপনি জানেন, বর্তমান সভ্যতাকে বলা হয় ইন্টারনেট সভ্যতা। ইন্টারনেট মানেই অনলাইন। এই সভ্যতায় আমাদের যাত্রাকে ডিজিটাল বাংলাদেশ বলে চিহ্নিত করা হয়েছে। আমাদের স্বপ্ন, আমরা ‘২০২১ সালের মাঝে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো। আমরা এই সময়ে হতে চাই একটি সমৃদ্ধ উন্নত মধ্যআয়ের দেশ, যাতে থাকবে না দারিদ্র, থাকবে না অশিক্ষা বা বৈষম্য। আমরা সেই স্বপ্নকে পূরণ করতে চাই ডিজিটাল প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকার এরই মাঝে আমাদের চারপাশের সবকিছুকে ডিজিটাল রূপান্তরের দিকে নিয়ে যাচ্ছে। সেই লক্ষ্য অর্জন এবং সার্বিকভাবে সারা দুনিয়ার মত জাতিগতভাবে আমাদের ইন্টারনেট নির্ভরতাও প্রশ্নাতীত। মাননীয় সাংসদ- আপনি জানেন, ‘২০০৮ সালের ১২ ডিসেম্বরের পর থেকেই আমাদের দেশটিতে টিজিটাল রূপান্তরের বিষয়টি জাতীয়ভাবে অনুভূত হতে থাকে। এরপর ‘২০১৬ সাল অবধি সাত বছরের সরকার পরিচালনায় সরকার ও জীবনধারা ব্যপকভাবে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত হয়েছে। এক্ষেত্রে, দেশের পত্র-পত্রিকাগুলোও পিছিয়ে নেই। তারাও প্রিন্টিং এর পাশাপাশি অনলাইন ভার্সন প্রকাশ করছে। এর ফলে পাঠকের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে গুরুত্বপূর্ণ সংবাদগুলো। ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন ঘটায় পাঠকের সুবিধা হয়েছে অনেক। প্রাণ প্রিয় সাংসদ- আপনি জেনে আরও খুশি হবেন যে, সারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শাহজাদপুরবাসীও পিছিয়ে নেই। আমরা গড়ে তুলেছি ‘শাহজাদপুর সংবাদ ডটকম’ নামক একটি অনলাইন পত্রিকা বা অনলাইন প্রচার মাধ্যম, যা গত ‘২০১৪ সালের ৩১ জুলাই আপনি সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তারপর থেকে এখনও সংবাদপত্রের জগতে শাহজাদপুরের প্রথম ও একমাত্র ডিজিটাল সংবাদপত্র হিসেবে ‘শাহজাদপুর সংবাদ ডটকম’ চলমান রয়েছে। মাননীয় সাংসদ- আপনি আরো জানেন যে, ‘শাহজাদপুর সংবাদ ডটকম’ নামক অনলাইন পত্রিকাটি জন্মলগ্ন থেকে এবং ‘শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম’ শাহজাদপুরের গণমানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রক্ষার জন্য তৎপর ছিল ও আছে। সংবাদপত্র হিসেবে ‘শাহজাদপুর সংবাদ ডটকম’ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে লেখালেখির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। কুষ্টিয়ার শিলাইদহে এবং নওগার পতিসরে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন যুক্তিযুক্ত হবে না ? এ বিষয়ে তথ্যবহুল গবেষণাধর্মী লেখা ছাপিয়ে ভিন্ন মতালম্বীদের যুক্তি খন্ডনে ভূমিকা রেখেছে এবং রেখে যাচ্ছে। কবিগুরু রবীন্দ্র নাথের ১৫৩ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আগে সমগ্র শাহজাদপুরের দেয়ালে দেয়ালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে পোষ্টার সেটে দেয় শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সাংবাদিকেরা। ঐ সকল গবেষণাধর্মী লেখা ও নানা তথ্য উপাত্ত শাহজাদপুর সংবাদ ডটকমের কাছে বিদ্যমান। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আপনার উদ্যোগে গত বছর ৮ই মে ২০১৫ ইং, ২৫শে বৈশাখ ১৪২২ বঙ্গাব্দে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে এসে আয়োজিত বিশাল জনসভায় এলাকাবাসীর প্রাণের দাবির প্রতি সম্মান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনতার মাঝে শাহজাদপুরেই স্থাপন করা হবে ‘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’ ঘোষণা বিষয়ক ওই অনুষ্ঠানটিসহ আয়োজিত তিনদিন ব্যাপি জন্মজয়ন্তী অনুষ্ঠানটি আপনার বিজ্ঞ পরামর্শ ও সহযোগিতায় শাজাদপুর সংবাদ ডটকম অনলাইনে সরাসরি লাইভ প্রোগ্রাম সারা বিশ্বব্যাপি সম্প্রচার করেছিল। বাংলাদেশে অনলাইনে সেটাই ছিল প্রথম সারা বিশ্বব্যাপী লাইভ সম্প্রচার। এবার একটি লজ্জার কথা বলি- শাহজাদপুরের একটি বিশেষ গোত্র সম্প্রতিকালে পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়ে দিয়ে কয়েকজনের নাম ছাপিয়ে দাবি করছেন, রবীন্দ্র বিশ্বদ্যিালয় স্থাপনে,কেবলমাত্র তাদেরই নাকি ভূমিকা ছিল। শাহজাদপুরের আমজনতার কোন ভূমিকাই নেই। ছিঃ কি নির্লজ্জ মিথ্যাচার! আমরা সাংবাদিকেরা এর নিন্দা জানাই- মাননীয় সাংসদ- ২০১৩ সালের জুন মাসের হিসাব অনুসারে দুনিয়ার ২৪০ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৩৭৬ জন ইন্টারনেট ব্যবহার করতো, যার শতকরা ৪৪ ভাগই এশিয়ার। বাংলাদেশের অবস্থা দুনিয়া থেকে বিচ্ছিন্ন কিছু নয়। এ দেশে ২০১৩ সালের জুন মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৫৯ লাখ। প্রযুক্তিগত দিক থেকেও ইন্টারনেট এখন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখন মানুষের জীবন যাপন, তথ্য আদান-প্রদান, শিক্ষা-স্বাস্থ্য, সরকার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম ইন্টারনেট। লেখা, চিত্র , শব্দ ও ইন্টার এ্যাকটিভিটি সহযোগে ইন্টারনেট তথ্য ও উপাত্তকে এমনভাবে উপস্থাপন করা সম্ভব যা আর কোন মাধ্যমেই তেমনটা সম্ভব নয়। এটি একদিকে হতে পারে খবরের কাগজ, ব্যক্তিগত ডাইরি বা সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। অন্যদিকে ইন্টার এ্যাকটিভিটিসহ রেডিও, টিভি সম্প্রচারও এই প্রযুক্তিতে সম্ভব। এখনই বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল, নিউজবক্স, আইপি টিভি, ইন্টারনেট রেডিও ইত্যাদি নানা ধরনের অনলাইন গণমাধ্যমের আবির্ভাব ঘটেছে। দেশের বিদ্যমান কাগজ ও সম্প্রচার নির্ভর জাতীয় গণমাধ্যমগুলোও এখন ইন্টারনেটকে নির্ভর করছে এবং তাদের তথ্য উপাত্ত সম্প্রচার ইন্টারনেটেও প্রকাশ করছে। ফলে ইতিমধ্যে বিরাজমান সকল গণমাধ্যমের চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনলাইন গণমাধ্যম। বস্তুত দেশে অনলাইন গণমাধ্যমের সংখ্যা বেড়েই চলেছে। এটি দিনে দিনে আরও বাড়তেই থাকবে। সেই প্রেক্ষিতটার প্রতি লক্ষ রেখে এখনই একথা বলা যায় যে, অনলাইনে প্রকাশিত গণমাধ্যমের বিষয়টিকে আর আবহেলা করা যায় না। বিদ্যমান অবস্থায় এইসব গণমাধ্যম একদিকে কোন স্বীকৃতি বা সুযোগ সুবিধা পায় না, অন্যদিকে গণমাধ্যমের জাতীয় মান রক্ষা করাও সম্ভব হচ্ছে না। মাননীয় সাংসদ ও প্রাণপ্রিয় নেতা- শাহজাদপুর সংবাদ ডটকম আপনার উদ্বোধনকৃত প্রথম ও একমাত্র অনলাইন পত্রিকা। এই পত্রিকাটি গণমানুষের পক্ষে ও স্বাধীনতা স্বপক্ষের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে সহযোগী হিসাবে ভূমিকা রাখছে। আধুনিক রাষ্ট্রে একটি অপরিহার্য স্তম্ভ সংবাদপত্র। আর সাংবাদিকেরা দেশের ৪র্থ স্তম্ভ বলে বিবেচিত। শাহজাদপুরের সাংবাদিকদের বর্তমান অবস্থান, তাদের কর্মকান্ড এবং সংগঠনগুলোর বিচ্ছিন্নতা সম্পর্কে আপনি অবগত। শাহজাদপুর সংবাদ ডটকম ও সাংবাদিকদের সংগঠন ‘শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম’ সকল বিতর্কের উর্ধে থেকে গণমানুষের পক্ষে কাজ করছে, ভবিষ্যতেও করবে। প্রাণপ্রিয় সাংসদ ও নেতা- আপনার বিজ্ঞ পরামর্শে ও আর্থিক আনুকূল্য পেলে শাহজাদপুর সংবাদ ডটকম ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম সংবাদপত্রের জগতে বিশেষ অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। এ বিষয়ে আপনার একান্ত সহযোগীতা আমাদের কাম্য-     (বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার) প্রধান সম্পাদক শাহজাদপুর সংবাদ ডটকম ও সভাপতি শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম শাহজাদপুর,সিরাজগঞ্জ। তারিখঃ ০২/০৮/২০১৬ইং

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

অর্থ-বাণিজ্য

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর, বিন্দু সিরাজগঞ্জের ত...