শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির : জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ‘প্রীতি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২ টায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত প্রীতি সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উদযাপন কমিটির সমন্বয়ক আসাদ উদ্দিন পবলু, সম্মিলন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম হিরা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্কৃতিক সংগঠক কাজী শওকত। আলোচনা সভা শেষে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। এতে ‘ও আমার দেশের মাটি....’ এবং ‘আগুনের পরশমনি....’ দুটি রবীন্দ্র সংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যলোকের শিল্পীবৃন্দ। পরে প্রধান অতিথি সহ অন্যন্য অতিথিবৃন্দ শাহজাদপুর রবীন্দ্র স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রধান অতিথি ড. আতাউর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। প্রীতি সম্মেলনের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পী ও অতিথিবৃন্দ রবীন্দ্র কাচারিবাড়ির উন্মুক্ত চত্বরে পৃথক পৃথক ভাবে আড্ডা, আলোচনা, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম জানান, দেশের ৬৪টি জেলার ৮৪টি শাখার ৬ শতাধিক সংগীত, নৃত্য ও আবৃত্তি শিল্পী, কবি, সাহিত্যিক, গবেষক এবং রবীন্দ্র ভক্ত অনুরাগীরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলনের প্রীতি সম্মেলনকে ঘিরে কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণ রবীন্দ্র ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং পরিণত হয় ভক্ত অনুরাগীদের মিলন মেলায়। উল্লেখ্য, গত শুক্রবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ৩ দিন ব্যাপি জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক কামাল লোহানী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...

শাহজাদপুরে বিশাল আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ/স্থিরচিত্র, (ভিডিও সহ)

জাতীয়

শাহজাদপুরে বিশাল আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ/স্থিরচিত্র, (ভিডিও সহ)

সভাপতি বিমল কুন্ডু সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ

শাহজাদপুর

সভাপতি বিমল কুন্ডু সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ

সোমবার (৯মে) দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিমল কুন্ডুর সভাপতিত্বে ও শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত।

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক

অপরাধ

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক

পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, হারুনুর রশিদ (৪৫), মোহাম্মদ মোতাহারুল মাস্টার (৭০), আল আম...