বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির : জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ‘প্রীতি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২ টায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত প্রীতি সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উদযাপন কমিটির সমন্বয়ক আসাদ উদ্দিন পবলু, সম্মিলন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম হিরা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্কৃতিক সংগঠক কাজী শওকত। আলোচনা সভা শেষে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। এতে ‘ও আমার দেশের মাটি....’ এবং ‘আগুনের পরশমনি....’ দুটি রবীন্দ্র সংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যলোকের শিল্পীবৃন্দ। পরে প্রধান অতিথি সহ অন্যন্য অতিথিবৃন্দ শাহজাদপুর রবীন্দ্র স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রধান অতিথি ড. আতাউর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। প্রীতি সম্মেলনের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পী ও অতিথিবৃন্দ রবীন্দ্র কাচারিবাড়ির উন্মুক্ত চত্বরে পৃথক পৃথক ভাবে আড্ডা, আলোচনা, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম জানান, দেশের ৬৪টি জেলার ৮৪টি শাখার ৬ শতাধিক সংগীত, নৃত্য ও আবৃত্তি শিল্পী, কবি, সাহিত্যিক, গবেষক এবং রবীন্দ্র ভক্ত অনুরাগীরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলনের প্রীতি সম্মেলনকে ঘিরে কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণ রবীন্দ্র ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং পরিণত হয় ভক্ত অনুরাগীদের মিলন মেলায়। উল্লেখ্য, গত শুক্রবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ৩ দিন ব্যাপি জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক কামাল লোহানী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

অপরাধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক যেন প...

শাহজাদপুরে রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি বিলুপ্ত

শাহজাদপুর

শাহজাদপুরে রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি বিলুপ্ত

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রূপপুর পুরাতনপাড়া মহল্লার ঐতিহ্যবাহী রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

শাহজাদপুর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...