শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নরিনা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ৩-১২-২০১৬ ইং তারিখে ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল) প্রশ্নপত্রে শিক্ষকের তৈরি করা প্রশ্নে ভুল পাওয়া গেছে। এতে ৮৮ জন শিক্ষার্থীরা বিপাকে পড়েছে পরীক্ষা হলে। পরীক্ষা শেষে অভিভাবকরা ভুল দেখে লালকালি দিয়ে চিহ্নিত করে এ প্রতিবেদককে অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষা জীবনে এরকম ভুল পরীক্ষা দিলে কীভাবে ভবিষ্যতে শিক্ষিত নাগরিক সৃষ্টি হবে এমন প্রশ্ন অবিভাবকদের মনে। সম্প্রতি চলমান পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নপত্রের ৬ নং প্রশ্নে লেখা :
চরটেপরী গ্রামের যুবক ছেলে রাস্তার ধারে বসে প্রায়ই স্কুলগামী ছাএীদের রুচিহীন কথাবার্তা বলে। ঐ গ্রামের সচেতন মানুষেরা দেখেও না দেখার ভান করে রাস্তা দিয়ে চলে যায়। এই অবস্থায় অনেক মেয়েরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। এতে ঐ এলাকার নারী শিক্ষার উন্নতি হচ্ছে না।
চর নরিনার পাশের গ্রাম চরটেপরী।চরটেপরীর অনেক ছাত্র-ছাত্রী এই স্কুলে লেখাপড়া করে তাদের ও অভিবাকদের মধ্য এখন মৌন ক্ষোভ প্রকাশ করে চলেছে।কথা হয় ৭ম শ্রেণির ফার্ষ্টবয় সজিব হোসেন এর সাথে ইসলাম শিক্ষার এই প্রশ্ন দেখালে ৬ নং প্রশের কি উওর লিখেছেন কিছুই বলতে পারে নাই চুপ করে দাঁড়িয়ে ছিল।শিক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক হতাশা ব্যক্ত করে বলেন, পরীক্ষার প্রশ্নে যদি এমন ভুল লেখা হয়, তাহলে শত শত শিক্ষার্থী এসব শিক্ষকের কাছে কি শিখছে ? এসব স্বশিক্ষিত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।সরেজমিন কথা হয় প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলামের সাথে, তিনি জানান প্রশ্ন আমি করি নাই। আমার শিক্ষক করেছে আর পাশের গ্রাম ও নারী শিক্ষা উন্নতি হচ্ছে না এটা লেখা ঠিক হয় নাই। ওই গ্রামের অনেক ছাত্র-ছাত্রী আমার স্কুলে লেখাপড়া করে। এই প্রশ্ন নিয়ে আমরা একটা মিটিং করবো।প্রশ্ন তৈরিকারী শিক্ষক আব্দুল সামাদের সাথে কথা বলতেই বলেন, ভাই আমার ভুল হয়ে গেছে ‘আপনি সংবাদটি দয়া করে পরিবেশন করবেন না, আমরা সমাধা করে নেব’।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদেরের সাথে মুঠোফোনে কথা হয়, প্রশ্নের ভুলের বিষয়টি আমি আজ আপনার কাছে জানলাম,যে প্রশ্নটা করা হয়েছে এটা কোন ভাবেই ঠিক হয় নাই।আমি দ্রুত প্রশ্নপত্রে হাতে নিয়ে শিক্ষকের রিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিব’।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...
শাহজাদপুর
শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন...
নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প
পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...
সম্পাদকীয়
এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি
লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...
শাহজাদপুর
শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের
ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...
অর্থ-বাণিজ্য
বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর, বিন্দু সিরাজগঞ্জের ত...