বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির আক্তার খান তরু লোদী। শাহজাদপুর পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকালে নৌকার পক্ষে পৌরবাসীর স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল জনসমর্থনই নৌকার বিজয়ের আগাম বার্তার জানান দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) একান্ত এক সাক্ষাতকারে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী ( প্রতীক নৌকা ) আরও বলেন, ‘নৌকা প্রতীকের পক্ষে পৌরবাসী রাজপথে নেমে এসেছেন। আকুন্ঠ সমর্থণ জানাচ্ছেন। নৌকা প্রতীকের নির্বাচনকে ঘিরে শাহজাদপুর পৌর এলাকার সর্বত্র ভোটার ও আমজনতার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পৌর এলাকার উন্নয়নের যে রূপরেখার আমি আশ্বাস দিয়েছি তা পৌরবাসী সাদরে গ্রহণ করেছে। বিজয়ের মাস ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক উজ্জীবিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে শাহজাদপুরের সংখ্যাগরিষ্ঠ আমজনতা ও ভোটারগণ রয়েছেন নৌকার পক্ষে। বিপুল ভোটে আরেকবার নৌকা প্রতীকের বিজয় এনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শাহজাদপুরের গণমানুষের নেতা, সাবেক শিল্প-উপমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনকে পৌরবাসী বিজয়ের মাস ডিসেম্বরে নৌকার আরেকটি বিজয় উপহার দেবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়ে চলেছেন তার জন্য পৌরবাসীর কাছে আমি চিরঋণী। সেইসাথে, কেন্দ্রীয় আওয়ামী লীগ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিজয় নিশ্চিতে যেভাবে দিনরাত নৌকার পক্ষে কাজ করে চলেছেন তার জন্য তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে, আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শাহজাদপুর শহরকে একটি আধুনিক, যুগোপযোগী ও ডিজিটাল শহরে রূপান্তর করতে নৌকা প্রতীকে ভোট দিতে পৌরবাসীর প্রতি আহবান জানাচ্ছি।’ বুধবার (২৩ ডিসেম্বর) পৌর এলাকার বেশ কয়েকজন ভোটারের সাথে আলাপকালে তারা এ প্রতিবেদককে জানান, ‘মনির আক্তার খান তরু লোদীর নৌকা প্রতীকের বিজয়ের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পৌরবাসীর কাছে ভোট চাচ্ছেন। তাছাড়া, স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকার বিজয়ের একই অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করায় নৌকার জয়ের পাল্লা অনেক ভারী হয়েছে। তাছাড়া, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদীর প্রতিদ্বন্দ্বী অপর ৩ মেয়র প্রার্থী বিএনপি’র ধানের শীষ প্রতীকের মাহমুদুল হাসান সজল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ও ইসলামী আন্দোলন,বাংলাদেশ’র হাতপাখা প্রতীকের প্রার্থী ইমরান খন্দকার নির্বাচনী মাঠে সরব ভূমিকা রাখতে ব্যার্থ হওয়ায় নৌকা প্রতীকের পক্ষে এ গণজোয়ারের সৃষ্টি হয়েছে।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন অনুসারীগণ, সাবেক এমপি চয়ন ইসলাম ও তার অনুসারীগণ, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও তার অনুসারীগণ, সাবেক মেয়র নজরুল ইসলাম ও তার অনুসারীগণ এবং মেয়র হালিমুল হক মিরু ও তার অনুসারীগণ ঐকবদ্ধার সাথে নৌকার পক্ষে একাট্টা হয়ে কাজ করে নির্বাচনী মাঠ দখলে রাখায় নৌকার পক্ষে এ গণজোয়ারের সৃষ্টি হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

অপরাধ

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

কামারখন্দ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গল...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...