শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির আক্তার খান তরু লোদী। শাহজাদপুর পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকালে নৌকার পক্ষে পৌরবাসীর স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল জনসমর্থনই নৌকার বিজয়ের আগাম বার্তার জানান দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) একান্ত এক সাক্ষাতকারে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী ( প্রতীক নৌকা ) আরও বলেন, ‘নৌকা প্রতীকের পক্ষে পৌরবাসী রাজপথে নেমে এসেছেন। আকুন্ঠ সমর্থণ জানাচ্ছেন। নৌকা প্রতীকের নির্বাচনকে ঘিরে শাহজাদপুর পৌর এলাকার সর্বত্র ভোটার ও আমজনতার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পৌর এলাকার উন্নয়নের যে রূপরেখার আমি আশ্বাস দিয়েছি তা পৌরবাসী সাদরে গ্রহণ করেছে। বিজয়ের মাস ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক উজ্জীবিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে শাহজাদপুরের সংখ্যাগরিষ্ঠ আমজনতা ও ভোটারগণ রয়েছেন নৌকার পক্ষে। বিপুল ভোটে আরেকবার নৌকা প্রতীকের বিজয় এনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শাহজাদপুরের গণমানুষের নেতা, সাবেক শিল্প-উপমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনকে পৌরবাসী বিজয়ের মাস ডিসেম্বরে নৌকার আরেকটি বিজয় উপহার দেবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়ে চলেছেন তার জন্য পৌরবাসীর কাছে আমি চিরঋণী। সেইসাথে, কেন্দ্রীয় আওয়ামী লীগ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিজয় নিশ্চিতে যেভাবে দিনরাত নৌকার পক্ষে কাজ করে চলেছেন তার জন্য তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে, আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শাহজাদপুর শহরকে একটি আধুনিক, যুগোপযোগী ও ডিজিটাল শহরে রূপান্তর করতে নৌকা প্রতীকে ভোট দিতে পৌরবাসীর প্রতি আহবান জানাচ্ছি।’ বুধবার (২৩ ডিসেম্বর) পৌর এলাকার বেশ কয়েকজন ভোটারের সাথে আলাপকালে তারা এ প্রতিবেদককে জানান, ‘মনির আক্তার খান তরু লোদীর নৌকা প্রতীকের বিজয়ের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পৌরবাসীর কাছে ভোট চাচ্ছেন। তাছাড়া, স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকার বিজয়ের একই অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করায় নৌকার জয়ের পাল্লা অনেক ভারী হয়েছে। তাছাড়া, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদীর প্রতিদ্বন্দ্বী অপর ৩ মেয়র প্রার্থী বিএনপি’র ধানের শীষ প্রতীকের মাহমুদুল হাসান সজল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ও ইসলামী আন্দোলন,বাংলাদেশ’র হাতপাখা প্রতীকের প্রার্থী ইমরান খন্দকার নির্বাচনী মাঠে সরব ভূমিকা রাখতে ব্যার্থ হওয়ায় নৌকা প্রতীকের পক্ষে এ গণজোয়ারের সৃষ্টি হয়েছে।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন অনুসারীগণ, সাবেক এমপি চয়ন ইসলাম ও তার অনুসারীগণ, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও তার অনুসারীগণ, সাবেক মেয়র নজরুল ইসলাম ও তার অনুসারীগণ এবং মেয়র হালিমুল হক মিরু ও তার অনুসারীগণ ঐকবদ্ধার সাথে নৌকার পক্ষে একাট্টা হয়ে কাজ করে নির্বাচনী মাঠ দখলে রাখায় নৌকার পক্ষে এ গণজোয়ারের সৃষ্টি হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ শুক্রবার শাহজাদপুর পৌরসভা ও ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন অগ্নিবীণা সংসদের উদ্যোগে ইফত...

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

উল্লাপাড়া

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে ইয়াম ইসলাম( ৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে...

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খেলাধুলা

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তানিম তূর্যঃ সোমবার উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ স্কুল মাঠে অনুষ্ঠিত হ...

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

অর্থ-বাণিজ্য

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

নিজস্ব প্রতিনিধি : মিল্কভিটা কর্তৃপক্ষ খামারী পর্যায়ে দুধের দাম কমিয়ে এবং কোঠা পদ্ধতি চালু করে দুধ সংগ্রহ করছে। খামারী...

উপজেলা কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

অর্থ-বাণিজ্য

উপজেলা কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির নব-নির্বাচিত ক...