সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাইয়ের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নাটোর জেলায় বদলির আদেশ হওয়ার কারনে গতকাল মঙ্গলবার রাতে শাহজাদপুর থানা চত্তরে তার বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ রেজাউল হকের সভাপতিত্বে এ,এস,আই মতিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল ) আবুল হাসনাত, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সিনিয়র সহকারী জজ আসিফ ইকবাল , চিফ জুঠিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষন অফিসার মাহফুজুর রহমান, এছাড়াও থানার এস,আই ও এ,এস আইবৃন্দসহ সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফারুক,সহ-সাধারন সম্পাদক শামছুর রহমান শিশির,সাংগঠনিক সম্পাদক মামুন বিশ্বাস, সাংবাদিক ফরিদ আহমেদ চঞ্চল, আজিজুল হক নিজামসহ বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ওসি (তদন্ত) আব্দুল হাইকে থানার পক্ষ থেকে বিশেষ সন্মাননা দেয়া হয়।বদলি জনিত কারনে একই সাথে থানার এসআই মিজানুর রহমান, এ,এসআই কামরুজ্জামান ও এ,এসআই ছমির উদ্দিনকেও বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্য দিতে গিয়ে আবেগপ্লুত হয়ে পরেন।
এদিকে বিদায় অনুষ্ঠানের পরেরদিন বুধবার সকালে ও,সি (তদন্ত) আব্দুল হাই এর বদলীর আদেশ প্রত্যাহারের দ্বাবি জানিয়ে শাহজাদপুরের সর্বস্তরের জনগণ র্যা লী ও মানব বন্ধন করেছে। মানব বন্ধনকারীরা জানায় আমরা আমাদের বয়সে তার মতো একজন সৎ পুলিশ অফিসার দেখিনি। তিনি শাহজাদপুর থানায় যোগদানের পর থেকে চাকরীর শেস দিন পর্ন্ত শাহজাদপুর বাসীর অনেক সমস্যা সঠিকভাবে সমাধারন করেছেন। বিনিময়ে কখনও কারো কাছ থেকে কোন প্রকার টাকা পয়সো এবং ঘুষ নেননি। মানববন্ধনকারীরা তার মতো সৎ পুলিশ অফিসারকে শাহজাদপুর থানায় রাখার দাবী জানিয়েছেন।, ওসি (তদ্ন্ত) আব্দুল হাই শাহজাদপুর খানায় প্রায় দুই বছর তিনমাস দ্বায়িত্ব পালনকালে তিনি তার কাছে আসা সকল মানুষের কাছ থেকে তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনে সমস্যার ব্যাপারে আন্তুরিক ভাবে সহোযোগীতা করতেন এবং সবাইকে সৎ পরামর্ দিতেন। তিনি কখনই কারো কাছ থেকে টাকা বা কোন বিনিময় নিতেন না। তিনি শাহজাদপুরের বিভিন্ন সভা সমাবেশে মাদকের বিরুদ্ধে কথা বলতেন।শাহজাদপুরে মাদক বন্ধ ও মাদক নির্মুলে সক্রীয় ভুমিকা রেখেছেন। অল্প সময়ের চাকরী জীবনে তিনি শাহজাদপুর বাসীর মনের মধ্যে স্থান করে নিয়েছেন একজন সৎ দক্ষ পুলিশ অফিসার হিসেবে। গত মঙ্গলবার রাতে তার বিদায় অনুষ্ঠানে অনেকেই আবেগপ্লাবুত হয়ে চোখের পানি ফেলেছেন। শাহজাদপুরের আপামর জনতার দ্বাবি তার বদলী আদেশ প্রত্যাহার করা হোক।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী
আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর...
মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর
আব্দুল মতিন ১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ধুবুলিয়া গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।... পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ... ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...জাতীয়
সিরাজগঞ্জের ভাষা সৈনিক আবদুল মতিন স্মরণে
নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প
সম্পাদকীয়
এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি
লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...
শাহজাদপুর
শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের