

নিজস্ব প্রতিনিধিঃ ‘ড্যান্ডি’ নেশা স্কুল পড়ুয়া ও পথশিশুর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং ছিন্নমূল শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ছে এ নেশা। গ্রহণ করছে ড্যান্ডি নেশা। শাহজাদপুর উপজেলায় নতুন মরণঘাতী নেশা ড্যান্ডিতে আসক্ত হয়ে পড়ছে স্কুলগামী ও পথশিশুরা। শিশুদের মাদকে এটি নতুন করে সংযোযিত হয়েছে ড্যান্ডি। জুতা কিংবা ফোমে ব্যবহৃত সলিউশন (আঠা) পলিথিনে ভরে কিছুক্ষন পরপর মুখের সামনে নিয়ে শ্বাস টেনে নেশা করছে তারা। প্রকাশ্যে ফুটপাথে কিংবা রাস্তায় হাঁটতে হাঁটতে তারা পলিথিন মুখে ধরে শ্বাস নেয়। জানা গেছে, জুতা কিংবা ফোমে ব্যবহৃত সলিউশনটি (আঠা) তৈরিতে ব্যবহৃত হয় স্প্রিট। দীর্ঘক্ষণ এটি নাকে-মুখে শ্বাস নিলে মাথা ঝিম ঝিম করতে থাকে। পাশাপাশি আসক্তি তৈরি হয়। খোঁজ নিয়ে জানা যায়, জুতা তৈরি ও ইলেকট্রনিকস যন্ত্রপাতি মেরামতে একধরনের আঠা ব্যবহার করা হয়। স্থানীয়ভাবে এটি ড্যান্ডি আঠা নামে পরিচিত। ইলেকট্রনিকস দোকানগুলোতে এসব আঠা বিক্রি করা হয়। এসব শিশু আঠা পলিথিনে ভরে নিঃশ্বাসের সঙ্গে সেই আঠা গ্রহণ করছে। দামে কম হওয়ায় সবাই এই নেশার দিকে ঝুঁকছে। ড্যান্ডি প্যাকেট এর দাম ৩০ টাকা। এলাকাবাসীর অভিযোগ প্রত্যন্ত গ্রামে যদি এই নেশা বন্ধ করা না যায় তাহলে অনেক সন্তান নষ্ট হয়ে যাবে । শাহজাদপুর পৌর ইলেকট্রনিকস মার্কেটের এক ব্যবসায়ী বলেন, আগে সকলের কাছেই ড্যান্ডি আঠা বিক্রি করা হতো। তবে নেশার কাজেও এই আঠা ব্যবহৃত হয়, তা জানার পর থেকে পরিচিত দোকানদার ছাড়া আঠা বিক্রি করা হয় না। শাহজাদপুর উপজেলা নিবার্হী অফিসার শামীম আহমেদ জানান, যারা ড্যান্ডি বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আগামীতে এ বিষয়ে আমরা সচেতন মুলক সভা করবো এবং সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান । সিনিয়র পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল আবুল হাসনাত জানান, আমরা এই বিষয়ে খেয়াল রাখছি। যারা ড্যান্ডি সেবন করে তাদের বয়স খুব কম তাই প্রতিটা পরিবারকে খেয়াল রাখতে হবে তাদের ছেলে কোথায় যায় কি করে । আমরা মাদক বিষয়ে কঠোর অবস্থানে আসি ।
সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

তথ্য-প্রযুক্তি
ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো
শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুরের ভেকা ও হাটপাচিল গ্রাম বিলীন হওয়ার উপক্রম
স্টাফ রিপোর্টারঃ দ্রুত বন্যার পানি কমতে থাকায় শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে ভয়াবহ ভাঙ্গন...

আইন-আদালত
শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক
ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

আন্তর্জাতিক
সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে
জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...