সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার রাতে উত্তরাঞ্চলের সর্ববৃহত দেশিয় তাঁতবস্ত্র বিক্রয়ের শাহজাদপুর কাপড়ের হাটে তাঁতীদের মাঝে সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি, নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে গণসংযোগ করেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্কাচনে শাহজাদপুর সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা ও উপজেলা আ.লীগেের নন্দিত নেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু। দলীয় নেতাকর্মীদের নিয়ে এসএ হামিদ লাবলু শাহজাদপুর কাপড়ের হাটের বিভিন্ন দোকানে দোকানে, গলিতে গলিতে (স্থানীয় ভাষায় পট্টি), রং সূতা ব্যবসায়ী ও কাপড়ের আড়তে আড়তে গিয়ে শাহজাদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেশিয় তাঁত কাপড় ব্যবসায়ী, ব্যাপারী, পাইকার ও প্রান্তিিক তাঁতীদের হাতে সরকারের উন্নয়নের প্রচারপত্র তুলে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। নন্দিত আওয়াম লীগ নেতা এসএ হামিদ লাবলু এ সময় তাঁতীদের খোঁজ খবর নেন এবং বর্তমানে ব্যবসায়ের সার্বিক পরিস্থিতি, সুবিধা- অসুবিধার কথা তাঁতীদের মুখ থেকে শোনেন। নন্দিত নেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, "দেশের সর্ববৃহৎ কুঁটিরশিল্প তাঁতশিল্প আধুনিকায়ন ও তাঁতশিল্পে দক্ষ জনবল তৈরি করতে বঙ্গবন্ধু কণ্য, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারিভাবে তাঁতশিল্পে দক্ষ জনবল তৈরি করতে ৬০ কোটি ১৫ লাখ টাকা প্রস্তাবিত প্রকল্প ব্যয়ে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট, নরসিংদী’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ ইন্সটিটিউটটির আধুনিকায়ন, অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ এবং প্রতি বছর ১০০ জন শিক্ষার্থীকে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা সম্ভব হবে। ইতিমধ্যেই প্রস্তাবিত এই প্রকল্পটির প্রক্রিয়াকরণ শেষ করেছে পরিকল্পনা কমিশন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ তাঁত বোর্ড। প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নত ও ঝুঁকিমুক্ত পরিবেশে প্রতি বছর ১'শ জন দক্ষ এবং প্রশিক্ষিত ডিপ্লোমা বস্ত্র ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) সৃষ্টি হবে । আর এটি হলে তাঁতশিল্প সামনের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে ও তাঁতীদের আর্থ- সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।" দেশের সর্ববৃহৎ কুঁটিরশিল্প তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারস্থ শাহজাদপুর কাপড়ের হাটে এ আসনের নৌকা প্রতীকের সাম্ভাব্য প্রার্থী হিসেবে সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি, নৌকায় ভোট চেয়ে গণসংযোগকালে নন্দিত আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, যুবলীগের বলিষ্ঠ কন্ঠস্বর মোঃ রাজীব শেখ, এ্যাড. ওয়াজেদ আলী, সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী

খেলাধুলা

শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী

আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর...

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

সিরাজগঞ্জে নৌকা-ধানের শীষের লড়াই শুরু

রাজনীতি

সিরাজগঞ্জে নৌকা-ধানের শীষের লড়াই শুরু

ডেস্ক নিউজ: আওয়ামী লীগ-বিএনপি দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্তের পরই প্রার্থীর সমর্থক ও দলীয় কর্ম...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...