শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার রাতে উত্তরাঞ্চলের সর্ববৃহত দেশিয় তাঁতবস্ত্র বিক্রয়ের শাহজাদপুর কাপড়ের হাটে তাঁতীদের মাঝে সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি, নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে গণসংযোগ করেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্কাচনে শাহজাদপুর সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা ও উপজেলা আ.লীগেের নন্দিত নেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু। দলীয় নেতাকর্মীদের নিয়ে এসএ হামিদ লাবলু শাহজাদপুর কাপড়ের হাটের বিভিন্ন দোকানে দোকানে, গলিতে গলিতে (স্থানীয় ভাষায় পট্টি), রং সূতা ব্যবসায়ী ও কাপড়ের আড়তে আড়তে গিয়ে শাহজাদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেশিয় তাঁত কাপড় ব্যবসায়ী, ব্যাপারী, পাইকার ও প্রান্তিিক তাঁতীদের হাতে সরকারের উন্নয়নের প্রচারপত্র তুলে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। নন্দিত আওয়াম লীগ নেতা এসএ হামিদ লাবলু এ সময় তাঁতীদের খোঁজ খবর নেন এবং বর্তমানে ব্যবসায়ের সার্বিক পরিস্থিতি, সুবিধা- অসুবিধার কথা তাঁতীদের মুখ থেকে শোনেন। নন্দিত নেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, "দেশের সর্ববৃহৎ কুঁটিরশিল্প তাঁতশিল্প আধুনিকায়ন ও তাঁতশিল্পে দক্ষ জনবল তৈরি করতে বঙ্গবন্ধু কণ্য, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারিভাবে তাঁতশিল্পে দক্ষ জনবল তৈরি করতে ৬০ কোটি ১৫ লাখ টাকা প্রস্তাবিত প্রকল্প ব্যয়ে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট, নরসিংদী’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ ইন্সটিটিউটটির আধুনিকায়ন, অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ এবং প্রতি বছর ১০০ জন শিক্ষার্থীকে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা সম্ভব হবে। ইতিমধ্যেই প্রস্তাবিত এই প্রকল্পটির প্রক্রিয়াকরণ শেষ করেছে পরিকল্পনা কমিশন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ তাঁত বোর্ড। প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নত ও ঝুঁকিমুক্ত পরিবেশে প্রতি বছর ১'শ জন দক্ষ এবং প্রশিক্ষিত ডিপ্লোমা বস্ত্র ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) সৃষ্টি হবে । আর এটি হলে তাঁতশিল্প সামনের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে ও তাঁতীদের আর্থ- সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।" দেশের সর্ববৃহৎ কুঁটিরশিল্প তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারস্থ শাহজাদপুর কাপড়ের হাটে এ আসনের নৌকা প্রতীকের সাম্ভাব্য প্রার্থী হিসেবে সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি, নৌকায় ভোট চেয়ে গণসংযোগকালে নন্দিত আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, যুবলীগের বলিষ্ঠ কন্ঠস্বর মোঃ রাজীব শেখ, এ্যাড. ওয়াজেদ আলী, সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

ভূমি সংক্রান্ত নাগরিক সেবা আরও জনমুখী, তথ্য প্রযুক্তি নীর্ভর ও গ্রাহক বান্ধব করে তোলার লক্ষে গতকাল শনিবার উপজেলা ভূমি অফ...

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

জাতীয়

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট : বৃহত্তর পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিন এহিয়ার নামে থাকা শাহজাদপুরে স্থাপিত বিভিন্ন শিক্ষা...