মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
44573_Ishaque+Hossain+Talukder শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি চয়ন ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি গাজী শফিকুল ইসলাম শফি দলের রোষানলে পড়েছেন। এদের মধ্যে চয়ন ইসলাম দলের বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে অসহযোগিতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সম্প্রতি সাধারণ সম্পাদক পদ ত্যাগ করলেও দলের প্রভাবশালী এক নেতা বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন। আর দলে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে উপজেলা কমিটির দুই-তৃতীয়াংশ নেতা শফি’র অব্যাহতি চেয়ে দলের হাইকমান্ডে প্রস্তাবনা পাঠিয়েছেন। এদিকে, ১০ বছর পর আগামী ৬ই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির সম্মেলনের আগে প্রতিটি উপজেলায় সম্মেলন করার নিয়ম থাকলেও জেলার ১১টি ইউনিটের মধ্যে ইতিমধ্যে আটটির সম্মেলন হলেও বাকি রয়েছে ৩টির সম্মেলন। সূত্র জানায়, প্রায় ২ বছর আগে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। কিন্তু কমিটির সভাপতি বর্তমান সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ও সাবেক এমপি সাধারণ সম্পাদক চয়ন ইসলামের মধ্যে দ্বন্দ্বের কারণে এখনও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। এ অবস্থায় ১৭ই অক্টোবর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সংসদ সদস্য স্বপনের বিরুদ্ধে অসহযোগিতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সাধারণ সম্পাদকের পদ ত্যাগের লিখিত পত্র জমা দেন। বিষয়টি সমাধানের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উদ্যোগ নিলেও তা এখনও নিষ্পন্ন হয়নি। চয়ন ইসলাম বলেন, শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পর পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করা হলেও উপজেলা কমিটি এখনও পূর্ণাঙ্গ হয়নি। সভাপতির অসহযোগিতা ও স্বেচ্ছাচারিতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে আমি দলের পদ থেকে পদত্যাগ করেছি। বিষয়টি সমাধানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উদ্যোগ নিলেও তা এখনও স্বাভাবিক হয়নি। সভাপতি স্বপন এখনও মনগড়াভাবে উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করার পাঁয়তারা করছেন। এমপি হাসিবুর রহমান স্বপন বলেন, গত সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় চয়ন ইসলাম এলাকায় আসা বন্ধ করে দেন। এমনকি জাতীয় ও উপজেলা নির্বাচনের সময়ও তিনি এলাকার বাইরে ছিলেন। উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও সাধারণ সম্পাদক স্বাক্ষর না করায় জেলা কমিটির কাছে তা জমা দেয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় প্রয়োজনে তার স্বাক্ষর ছাড়াই কমিটি জমা দেয়া হবে। সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়। এ অবস্থায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম মনোনয়ন পান। পরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। এ অবস্থায় সাবেক ও বর্তমান এমপি’র মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকে। এক পর্যায়ে  ২৮শে আগস্ট উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের এক সভায় সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বিরুদ্ধে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার প্রস্তাব গৃহীত হয়। এ অবস্থায় ১৪ই নভেম্বর এ উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে শফিকুল ইসলাম শফি বলেন, উল্লাপাড়ার তৃণমূল  নেতাকর্মীরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে পড়েছে। সবাই এখন হতাশাগ্রস্ত। নিয়মবহির্ভূতভাবে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জোর করে নেতাদের কাছ থেকে স্বাক্ষর নেয়া হয়েছে। এমপি তানভীর ইমাম বলেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উল্লাপাড়ার দলীয় কর্মকাণ্ড লণ্ডভণ্ড করে  ফেলেছেন। রাজনৈতিকভাবে তিনি নিষ্ক্রিয়। নেতাকর্মীদের দূরে ঠেলে দিয়েছেন। ৫ই জানুয়ারি নির্বাচনের পর নিজের  চেষ্টায় সমস্যা সমাধান করে দল গুছিয়েছি। এ সব অভিযোগের কারণে উপজেলা আওয়ামী লীগ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করার প্রস্তাব জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। আগামী ১৪ই নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। ইতিমধ্যেই এর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপরদিকে, ১০ বছর পর আগামী ৬ই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ  ঘোষণা করা হয়েছে। এর আগে ২০০৫ সালের ২৭শে নভেম্বর  জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এর কিছুদিন পর ওই কমিটির সভাপতি সাবেক এমপি আবদুল লতিফ মির্জা মারা যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে কমিটি পরিচালিত হচ্ছে। জেলা কমিটির সম্মেলনের আগে প্রতিটি উপজেলায় সম্মেলন করার নিয়ম থাকলেও জেলার নয়টি উপজেলা ও দু’টি থানা আওয়ামী লীগের মধ্যে ইতিমধ্যেই আটটির সম্মেলন হলেও বাকি রয়েছে ৩টির সম্মেলন। এর মধ্যে ২৪শে নভেম্বর সিরাজগঞ্জ সদর ও ১৪ই নভেম্বর উল্লাপাড়া উপজেলা এবং এনায়েতপুর থানা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত না হলেও চলতি মাসের ২২-২৩ তারিখে এ থানার সম্মেলনের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কেএম হোসেন আলী হাসান জানান, ১৭ই অক্টোবর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা কমিটির সম্মেলনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক সভায় গৃহীত কিছু প্রস্তাবনা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। জেলার ১১টি ইউনিটের মধ্যে ইতিমধ্যেই ৮টির সম্মেলন শেষ হয়েছে। বাকি ৩টির মধ্যে ২৪শে নভেম্বর সিরাজগঞ্জ সদর ও ১৪ই নভেম্বর উল্লাপাড়া উপজেলা এবং এনায়েতপুর থানা আওয়ামী লীগের সম্মেলন চূড়ান্ত না হলেও চলতি মাসের ২২-২৩ তারিখে এ থানার সম্মেলনের সম্ভাবনা রয়েছে।         সুত্রঃ মানবজমিন http://mzamin.com/details.php?mzamin=NDk5NjE=&s=Ng==

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

আসন্ন শাহজাদপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সন্মেলনের সাম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. এসএ হামিদ লাবলু

রাজনীতি

আসন্ন শাহজাদপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সন্মেলনের সাম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : স্বৈরাচার বিরোধী আন্দোলন ও বিএনপি-জামায়াত জোট সরকারের ২য় মেয়াদী ১০ বছরের শাষণামলে...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

অপরাধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক যেন প...

শাহজাদপুরে রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি বিলুপ্ত

শাহজাদপুর

শাহজাদপুরে রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি বিলুপ্ত

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রূপপুর পুরাতনপাড়া মহল্লার ঐতিহ্যবাহী রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...