শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
শামছুর রহমান শিশির : গত ২৪ দিন ধরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারার প্রায় অর্ধশত মহল্লাবাসী বৃট্রিশ শাষণামলে চালুকৃত চড়াচিথুলিয়া খেয়াঘাটের (ক্ষেরদাসের ঘাট) পারাপার বন্ধ করে দেয়ায় ২০ সহস্রাধিক সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ- দুর্গতি পোহাতে হচ্ছে। ২৪ দিন ধরে অতীব জনগুরুত্বপূর্ণ ওই খেয়াঘাটের খেয়া পারাপার বন্ধ করে দেয়ায় একই ইউনিয়নের চরাচিথুলিয়া মহল্লাসহ আশপাশের প্রায় ২০ সহস্রাধিক এলাকাবাসীকে একদিকে যেমন বড়াল নদী পারাপারে দ্বিগুণ তিনগুণ অর্থ মাশুল হিসেবে গুণতে হচ্ছে। অন্যদিকে, ২ মিনিটের নৌপথ পাড়ি দিতে প্রায় ১ ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে। ওই ঘাটের পারাপারের নৌকা চলতে না দেয়ায় আবাল-বৃদ্ধ- বণিতাসহ গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগী, মাছ, দুধ, কৃষিপণ্য, কৃষি যন্ত্রপাতিসহ ফসল উৎপাদনের সকল উপকরণ ও উৎপাদিত ফসল পরিবহনে মারাত্বকভাবে বিঘ্ন ঘটছে। এ জনদুর্ভোগ লাঘবে চড়াচিথুলিয়া মহল্লাবাসী বার বার সমাজপতিদের দ্বারস্থ হলেও আজও কোন প্রতিকার মেলেনি। বিরাজিত ওই জনদুর্ভোগ লাঘবে নিরীহ মহল্লাবাসী প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিন পরিদর্শণকালে চড়াচিথুলিয়া মহল্লার প্রবীণ মোজাম্মেল মন্ডল (৭৫), সালাম মন্ডল (৭০), আউয়াল মন্ডল (৬৫), হারুন মন্ডল (৫০), মোক্তার হোসেন (৪৮), মোয়াজ্জেম (৪৫) সহ অসংখ্য মহল্লাবাসী চরম হতাশা আর আক্ষেপ প্রকাশ করে অভিযোগে জানান, " চড়াচিথুলিয়া মহল্লাসহ আশপাশের সাধারণ জনগণের আবাদি জমির সিংহভাগই বড়াল নদীর উত্তর পার্শ্বে (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর নির্ধারিত স্থান সংলগ্ন) হওয়ায় প্রতিদিনই চড়াচিথুলিয়া খেয়াঘাট ব্যবহার করে তাদের পারাপার হতে হতো।  কিন্তু গত ২ অক্টোবর রাউতারার প্রায় অর্ধশত মহল্লাবাসী দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রাউতারা স্লুইস সংলগ্ন ঘাটে ভেড়ানো নৌকায় থাকা (ঘাটের মাঝি আউয়াল মন্ডলের কর্মচারী) আকাশ (১৯) নামের মাঝির ওপর বিনা দোষে হামলা চালিয়ে বেধড়ক মারটিপ করে আহত ও পারাপারের নৌকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে গত ২৫ বছর ধরে চড়াচিথুলিয়া ঘাটে পারাপারের কাজে নিয়োজিত বয়োবৃদ্ধ মাঝি আউয়াল রাউতারা মহল্লাবাসীর বাধার কারণে গত ২৪ দিন ধরে এলাকাবাসী, কৃষিপণ্যসহ কোন মালামাল ও পণ্য পারাপার করতে পারেন নি। ২৪ দিন আয় বন্ধ থাকায় আউয়াল মাঝির ২০ সদস্যের বৃহৎ পরিবারের সবাইকে খেয়ে না খেয়ে মানবেতর দিনযাপন করতে হচ্ছে । প্রায় সময়ই প্রবীণ মাঝি আউয়ালকে চরম হতাশাগ্রস্থ অবস্থায় ওই ঘাটে মাথায় হাত দিয়ে নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। এলাকাবাসী আরও অভিযোগ, 'বিনা কারণে রাউতারা মহল্লার কতিপয় লোকজন চড়াচিথুলিয়া খেয়াঘাটের পারাপারের খেয়া বন্ধ করে দেয়ায় পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সেবা প্রত্যাশী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী সব ধরনের জরুরী, মুমূর্ষূ অসুস্থ্য রোগীসহ হাজার হাজার এলাকাবাসীকে বাধ্য হয়ে বাঘাবাড়ী বড়াল সেতু, দিলরুবা, মাদলা, পোতাজিয়া রূট ব্যবহার করে নিয়মিত চলাচল ও পণ্য পরিবহনে প্রতিনিয়ত নানা বিড়ম্বনা আর অবর্ণনীয় দুর্ভোগ- দুর্গতি পোহাতে হচ্ছে। খেয়ার নৌকা পুনরায় চালু না করতে নানা ভয়ভীতিও তাদের দেয়া হচ্ছে।' বিজ্ঞমহলের মতে, '  প্রায় ২০ সহস্রাধিক নিরীহ মানুষের নিত্যদিনের নৌ-চলাচল ও সব ধরনের মালামাল, পণ্য পরিবহন গত ২৪ দিন ধরে যে কারণেই বন্ধ  রয়েছে, সেটি চরম অমানবিক! অবিলম্বে জনদুর্ভোগ লাঘবে ওই ঘাটের পারাপারের খেয়ার স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ও পারাপারের নৌকা বন্ধকারী ও নৌকার ক্ষতিসাধণের সাথে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনসহ সংশ্লিষ্টদের জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ অতি দরকারী হয়ে পড়েছে। এর ব্যাত্যয় ঘটলে এভাবেই জনভোগান্তী দিন দিন বাড়তেই থাকবে ।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

শাহজাদপুর

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়ন...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

জাতীয়

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার (১৬ আগস্ট)...

ম্যাসেঞ্জারে যোগ হলো নতুন প্রাইভেসি ফিচার

তথ্য-প্রযুক্তি

ম্যাসেঞ্জারে যোগ হলো নতুন প্রাইভেসি ফিচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে দুটি নতুন প্রাইভেসি ফিচার চালু করা হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে...