রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

Tagore

Jahan 02-05-2015

শাহজাদপুর প্রতিনিধি : শুক্রবার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে লিফলেট বিতরণকালে এলাকাবাসী ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর হল বগুড়া সদর থানার কৈগাড়ি গ্রামের আব্দুল্লাহর ছেলে হারুন অর রশিদ (২৩), খান্দার গ্রামের ইমদাদুল হকের ছেলে খন্দকার মুস্তাকিন (২৮), ঠনঠনিয়া সাহাপাড়া গ্রামের আসলাম বেপারীর ছেলে ওমর ফারুক রিংকু (২৩), ঠনঠনিয়া মুন্সিপাড়া গ্রামের শহীদ হোসেনের ছেলে শরিফ হোসেন ডলার (৩০), রহমান নগর গ্রামের আলী আজগর কাজীর ছেলে মুজাহিদ কাজী (২৮), নাটোরের গুরুদাসপুরের মোজাহার আলী ফকিরের ছেলে মতিউর রহমান (২৫), শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন মৃত সৈয়দ মনজেলার রহমানের ছেলে মাহফুজুর রহমান শামীন (৪৫), উল্লাপাড়া উপজেলার চরসাতবাড়িয়া গ্রামের নুরুল আমিনের ছেলে শাহীন (২৬), উল্লাপাড়া ঝিকড়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (১৭)। শাহজাদপুর থানা পুলিশ এদের থানা হেফাজতে আটক রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে এবং এদের ব্যাপারে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে খোঁজ খবর নিচ্ছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এদিন সকালে উপজেলা চত্বর এলাকায় প্রথমে দু’জন লিফলেট বিতরণের সময় এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এরপর এদের মাধ্যমে আরও ৫ জনকে মোবাইল ফোনে থানায় ডেকে এনে আটক করা হয়। জুম্মার নামায পর রামবাড়ি ও বিসিক এলাকা থেকে এলাকাবাসী আরও দুজনকে লিফলেট বিতরণের সময় আটক করে। এ নিয়ে মোট ৯ জনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানান, তারা সবাই ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের ৩নং গেইট সংলগ্ন আসসাফ্ফাহ পীর সাহেবের অনুসারী। এছাড়া তারা দৈনিক আল ইহসান, মাসিক আল বাইয়্যিনাত পত্রিকা এবং অন-লাইন আল ইহসান ডট নেট, সবুজ বাংলা ডট কম ও সবুজ বাংলা ব্লগ এর সাথে সর্ম্পৃক্ত। এরা শাহজাদপুরের বিভিন্ন এলাকায় ভাগ হয়ে ‘সাবধান ! সিরাজগঞ্জ জেলার উপর আল্লাহর গজব নামার আগেই সতর্ক হন’ শিরোনামে এবং প্রচারে সচেতন ও ধর্মপ্রাণ মুসলিম সমাজ শাহজাদপুর, সিরাজগঞ্জ এর ব্যানারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে চার পৃষ্ঠার এ লিফলেট বিতরণ করতে থাকে। এলাকাবাসী এদেরকে উগ্র মৌলবাদী ধর্মীয় সংগঠনের অনুসারী সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমণের মাত্র এক সপ্তাহ আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ইসলাম ও নবী বিদ্বেষী আখ্যায়িত করে তার নামে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীতা করে এ লিফলেট বিতরণ করা হয়। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা জানান, এদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। এরা কোন উগ্র মৌলবাদী ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে এ লিফলেট বিতরণে শাহজাদপুরবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন এ লিফলেট বিতরণের ঘটনায় প্রধানমন্ত্রীর আগমণে কোন প্রভাব পড়বে না।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...