

শামছুর রহমান শিশির, শাহজাদপুর প্রতিনিধিঃ মাননীয় হাইকোর্টের নির্দেশে বহুতল ভবন নির্মাণ বন্ধ থাকলেও দু’বছর অতিবাহিত হওয়া সত্বেও অপসারিত হয়নি শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ির সৌন্দর্য ঢেকে দেয়া ‘ ইয়ার্ণ মার্সেন্ট এসোসিয়েশন’র বহুতল ভবনটি। এজন্য বহুতল বিশিষ্ট এ সুতা মার্কেটটি অতিদ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জোড় দাবি জানিয়েছেন রবীন্দ্র অনুরাগী, দর্শনার্থী ও এলাকাবাসী। স্থানীয় কাস্টেডিয়ান অফিস সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে জারিকৃত ( ১৯৭৬ সালে সংশোধিত ) পুরাকীর্তি সংরক্ষণ আইনের ১২(৩) সি এবং ১৯ (চ) ও (২) ধারা অনুযায়ী সংরক্ষিত পুরাকীর্তির নিকটে ০.৭৫ কিলোমিটারের ( পৌনে ১ কিলোমিটার) মধ্যে কোন ভবন নির্মাণ, সৌন্দর্যহানী বা কোন প্রকার ক্ষতিসাধন আইনত দন্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। সে মতে, বিশ্বকবির স্মৃতি বিজড়িত কাছারিবাড়ির অতি সন্নিকটে বহুতলবিশিষ্ট মার্কেট নির্মাণ হওয়ায় কাছারিবাড়ির সৌন্দর্য ঢাকা পড়েছে। কারণ ‘ইয়ার্ণ মার্সেন্ট এসোসিয়েশন’ সুতা মার্কেটটি রবীন্দ্র কাছারিবাড়ি সংলগ্ন (মাত্র কয়েক গজ দুরে)। ২০০৭ সালে মার্কেট কর্তৃপক্ষ তাদের বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণকাজ শুরু করলে তাদের কাজ বন্ধ রাখার জন্য জেলা কালেক্টরেট’র সাধারণ শাখার সহকারী কমিশনার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, প্রতœতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও স্থানীয় কাছারিবাড়ির কাস্টেডিয়ান পৃথক পৃথক পত্র পাঠান। অথচ, সকল পত্রকে উপেক্ষা করে মার্কেট নির্মাণের কাজ চলতে থাকে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআর পিবি)-এর পক্ষ থেকে করা এক রিট আবেদনের ওপর শুনানী শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১০ আগস্ট-২০১৪ তারিখে মার্কেট নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি আদালতের নির্দেশনা বাস্তবায়নে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এছাড়া, কাছারিবাড়ির সু-রক্ষার কেনো নির্দেশ দেয়া হবে না এবং নির্মাণাধীন স্থাপনা ভেঙ্গে অপসারণের নির্দেশ দেয়া হবে না ?- তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সংস্কৃতি সচিব, প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়। এইচআরপিবি’র পক্ষে শুনানী করেন এ্যাড. মনজিল মোরসেদ ও এ্যাসোসিয়েশনের পক্ষে শুনানী করেন আইনজীবী শ.ম. রেজাউল করিম। এদিকে, মাননীয় হাইকোর্টের পরও দেখা গেছে মার্কেট কর্তৃপক্ষ কাজ বন্ধ না রেখে দিবা-রাত্রি নির্মাণ কাজ করে রিট আবেদনের সময় মার্কেটের যে অবস্থা ছিলো তার চেয়ে আরও কয়েক তলা বৃদ্ধি করেছে। বর্তমানে বহুতল ওই ভবনের বাহ্যিক সংস্কারসহ কোন কোন তলায় চলছে রং ও সুতার ব্যবসা। যে কারণে, রবীন্দ্র কাছারিবাড়ির দেয়াল ঘেঁষে ভিড়ছে বিশাল বিশাল সুতা বহনকারী ট্রাক। ট্রাক থেকে যখন শ্রমিকেরা বিশাল বিশাল সুতার গাঁইট মাটিতে ফেলছে তখন কেপে উঠছে রবীন্দ্র কাছারিবাড়ির পুরাতন ভবনসহ পুরো এলাকা। প্রতি রোববার ও বুধবার হাটের দিনে ট্রাক ভিড়ে থাকার কারণে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কাছারিবাড়ি পরির্দশনে আসা পর্যটকদের। দেশ-বিদেশ থেকে নিয়মিত আসা দেশি-বিদেশি পর্যটকেরা সর্বদাই এমন অভিযোগ করছেন সংবাদকর্মীদের কাছে। তাছাড়া, ইতমধ্যেই শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ প্রতিষ্ঠার বিলটি মহান জাতীয় সংসদে পাশ হবার পর রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শন ও পর্যটক আগমনের হার ও গুরুত্ব আরো বহুগুণে বেড়েছে। ভারত-বাংলাদেশ যৌথ অর্থায়নে শাহজাদপুরে প্রতিষ্ঠা করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণকে সামনে রেখে দেশি-বিদেশি ছাত্র-ছাত্রী ছাড়াও আন্তর্জাতিক মহলের বিভিন্ন নামি-দামি ও কর্তাব্যক্তিরা শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে আসবেন। আর সুতা সমিতির ওই বহুতল ভবনসহ আশপাশের অবস্থা দেখে তারা কি ভাববেন তা বোধগম্য না হলেও সহজে অনুমেয়। এ ব্যাপারে ইয়ার্ণ মার্সেন্ট এ্যাসোসিয়েশনের বহুতল ভবনের ব্যবসায়ী এনামুল হাসান মোজমাল বলেন,‘মাননীয় হাইকোর্টের দেয়া রুলের আমরা জবাব দিয়েছি। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।’ অপরদিকে, কাছারিবাড়ির কাস্টেডিয়ান জানান,‘আমি অল্পদিন হলো এখানে যোগদান করেছি। বিষয়টি জেনেছি তা মাননীয় হাইকোর্টে বিচারাধীন আছে।’
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

শাহজাদপুর
শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়ন...

জাতীয়
বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস
“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

জাতীয়
কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার (১৬ আগস্ট)...

আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

বেলকুচি
বেলকুচিতে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ
বেলকুচি প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮০ টি পরিবারের মধ্যে চাউল ও শুকনা খাবার...