শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শাহজাদপুর প্রতিনিধি : গত সোমবার শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী দুর্গম ভূলবায়রা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে জাহাঙ্গীর আলী (২৭) নামের এক যুবককে ফালাবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এ সময় ৪/৫ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার গালা ইউনিয়নের ভূলবায়রা গ্রামের আনছার আলী ওরফে আনছু’র ছেলে জাহাঙ্গীর শাহজাদপুর থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মৃত আবু বক্কারের ছেলে জিন্নাহ’ (৪২) ও নাইমুদ্দির ছেলে কালাচাঁদ (৪৮) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এ সময় জিন্নাহসহ সন্ত্রাসীরা জাহাঙ্গীরকে মাটির ওপর ফেলে বুকের বাম পার্শ্বে ও মাথায় ফালা ঢুকিয়ে দেয় ও বেধড়ক মারপিট করে বলে নিহতের বোন প্রত্যক্ষদর্শী রাশিদা জানান। পরে জাহাঙ্গীরের স্বজনেরা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের মধ্যে ফের আরেকদফা সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নিহতের পিতা আনছু জানান, ‘গত শনিবার কাশিপুর বাজারস্থ তার চায়ের দোকানে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে জিন্নাহ গং।’ তিনি অভিযোগ করেন, ‘বাড়ির ৩ শতক জমির মালিকানা দাবী নিয়ে জিন্নাহ গং তার ওপর হামলা চালিয়েছিলো এবং তার ছেলে জাহাঙ্গীরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ দিন রাত ১১ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের সহোদর জুয়েল রানা বাদী হয়ে ১৮ জন নামীয়সহ আরও অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, ‘ জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

শাহজাদপুর

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাঙ্গন

কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর উপজেলায় ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদ...

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

বিনোদন

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে...

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

তৃতীয় প্রজন্মের ভাবনা

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই...