শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শাহজাদপুর প্রতিনিধি : এলাকার আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জের ধরে আজ শনিবার সকালে শাহজাদপুরের প্রত্যন্ত পল্লী ভাইমারা গ্রামে মিল্কভিটা’র প্রাথমিক দুধ সমিতির সদস্য আমানত গ্রুপ এবং গহের খাঁ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘন্টা ব্যাপি ওই সংঘর্ষ চলাকালে গোটা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় মহিলাসহ উভয় গ্রুপের কমপক্ষে ৪০ ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৮ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে, আমানত গ্রুপের সর্মথক জব্বার (৪৫), আসাদ (২৫), সরোয়ার (৩২), মানিক (৩৫), আনোয়ার (৩৬), সাইদুল (৩৫), হাছান (২২) ও নূর হোসেন (৩০) এবং গহের খাঁ গ্রুপের সর্মথক মনজেল (৩০) গহের খাঁ (৪০), আজাদ (৪৫), আলম (৪০), অহেদ (৫০), কাশেদ (৫৫), হাজী আলী মোল্লা (৭০) ও মনোয়ারা (৩৬) এর জখম গুরুত্বর বলে জানা গেছে। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটাস্থলে পৌঁছে বেধড়ক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে, ভাইমারা গ্রামের দুগ্ধ উৎপাদনকারী সমবায়ী খামারীরা শুরু থেকেই ভাইমারা প্রাথমিক দুধ সমিতির মাধ্যমে মিল্কভিটায় দুধ সরবরাহ করে আসছে। গ্রামের আধিপত্য বিস্তার এবং ওই দুধ সমিতির নেতৃত্বের দ্বন্দ্বের জের ধরে ক’বছর আগে গহের খাঁর নেতৃত্বে বেশ কিছু সদস্য ওই সমিতি থেকে বের হয়ে আসে। পরে তারা মিল্কভিটার আওতাভূক্ত ভাইমারা দক্ষিণপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি নামে অপর একটি সমিতি গঠন করে। এ নিয়ে দুই সমিতির সদস্যদের মাঝে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সম্প্রতি নতুন ওই দুধ সমিতির বেশিরভাগ সদস্য পুরাতন সমিতিতে আবারও দুধ দেয়া শুরু করলে দুই গ্রুপের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে আজ সকালে ভাইমারা দক্ষিণ পাড়া দুধ সমিতির সভাপতি গহের খাঁ এবং ভাইমারা দুধ সমিতির সভাপতি আমানত বিশ্বাসের নেতৃত্বে দুই গ্রুপের সর্মথকরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষই এ ঘটনার জন্য একে অপরকে দায়ী ও দোষারোপ করেছেন। গ্রামের সমবায়ী রতন, মানিক ও কুদ্দুস জানান, ভাইমারা দক্ষিণপাড়া দুধ সমিতির সদস্য ছিলেন তারা। ওই সমিতির সভাপতি গহের খাঁ’র কাছে বারবার দুধের হিসাব নিকাশ চাওয়া হলেও তিনি তা দেননি । এছাড়াও ফ্যাট কারচুপি করে দুধের দাম লিটারে তিন থেকে চার টাকা কম দেয়া হচ্ছিলো তাদের । এ ব্যাপারে মিল্কভিটার উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পরও প্রতিকার না পেয়ে তারাসহ নতুন সমিতির বেশিরভাগ সদস্য পুরাতন সমিতিতে আবারও দুধ দেয়া শুরু করে। এতে গহের খাঁ ও তার লোকজন তাদেরকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো। শনিবার সকালে মজনু সরকার ও ইউনুস সরকার পুরাতন সমিতিতে দুধ দেয়ার জন্য যাবার পথে গহের খাঁ’র লোকজন এদেরকে আটক করে মারধর করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। দক্ষিণপাড়া দুধ সমিতির সভাপতি গহের খাঁ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুরাতন সমিতির সভাপতি আমানত বিশ্বাস ও তার লোকজন পরিকল্পিতভাবে তার এবং তার সর্মথকদের উপর হামলা চালিয়ে ৬ টি বাড়ীতে ভাংচুর ও লুটপাট করেছে। এতে তার পক্ষের প্রায় ২৫ ব্যক্তি আহত হয়েছে।’ দুধের দাম কম দেয়া হচ্ছে এমন সদস্যদের এমন অভিযোগে তিনি বলেন, ‘সমিতি ছোট কিন্তু পরিবহন খরচ সহ অন্যান্য খরচ বড় সমিতির মতোই বহন করতে হয়। এ কারণে দুধের দাম কম দেয়া হচ্ছে।’ অপরদিকে ভাইমারা প্রাথমিক দুধ সমিতির সভাপতি আমানত বিশ্বাস বলেন, ‘গহের খাঁ নিজ অপকর্ম ঢাকতেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।’ তিনি আরও বলেন, ‘ গ্রামে শক্তি না থাকায় গহের খাঁ প¦ার্শবর্তী গ্রাম থেকে লাঠিয়াল ভাড়া করে এনে পরিকল্পিত ভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় তাদের প্রায় ১৫ ব্যক্তি আহত হয়েছে। গহের খাঁ’র লোকজন তাদের দুটি বাড়ীতে লুটপাট চালিয়েছে।’ এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, ‘পুলিশ যাবার পর থেকে ওই গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত মামলা করেনি।’ এদিকে ওই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গ্রামটিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশংকায় নারী ও শিশুরা আতঙ্কে রয়েছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুরে ইসলামী জালসা অনুষ্ঠিত

ধর্ম

শাহজাদপুরে ইসলামী জালসা অনুষ্ঠিত

গতকাল রোববার রাতে উপজেলার শেলাচাপড়ী পশ্চিমপাড় গ্রামের পূর্ব উত্তরপাড়া মহল্লার ‘মাশয়ারিল হারাম’ জামে মসজিদের উন্নতিকল্পে...

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

শাহজাদপুর

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

আওয়ামী লীগ–সমর্থিত সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, না হ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...