রবিবার, ০৫ মে ২০২৪
VORER PATA মোঃ মামুন বিশ্বাস,শাহজাদপুর :- শাহজাদপুর রোববার সকাল ১১ টায় দৈনিক ভোরের পাতার পত্রিকার ১ দশক পূতি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা এবং দিবস বরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শাহজাদপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্রের মনিরামপুর বাজারের অবস্থিত “ সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ণ ফোরাম” কার্যালয়ে উপস্থিত অতিথী ও সাংবাদিকবৃন্দরা কেক কেটে “ভোরের পাতা” পত্রিকার ১০ম বছর পূর্তি অনুষ্ঠানের উদ্ভোধন ও বরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে  শাহজাদপুরসংবাদ ডটকমের প্রধান সম্পাদক ও ফোরামের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কলামিষ্ট ও গবেষক আবুল বাশারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উদ্ভোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথী ও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার ও’সি (তদন্ত) আব্দুল হাই এবং ইলেট্রনিক মিডিয়া চ্যানেল ৭১ ও ভোরের পাতার জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ। বক্তব্য রাখেন, ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ভোরের পাতার শাহজাদপুর প্রতিনিধি মোঃ মামুন বিশ্বাস ও ভোরের পাতার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রেজাউল করিম, ইনকিলাব প্রতিনিধি শামছুর রহমান শিশির, দিনকাল প্রতিনিধি আল আমিন হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল নাইনের সুজিত সরকার, খবরবাংলার ফরিদ আহমেদ চঞ্চল, দৈনিক কলম সৈনিক এর নিজাম উদ্দিন, ফোরামের সদস্য আলাউদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী ছানোয়ার হোসেন সহ অন্যান্য সুধীবৃন্দ। অলোচনায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথী বলেন, সব শ্রেনী পেশার মানুষকে নিয়েই এ বাংলাদেশ। মানুষের কল্যাণ সাধনই মানুষের কাজ । এবিষয়ে মানুষকে স্বচেতন করে গড়া তোলা এবং মানবসভ্যতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে দেশের প্রকাশিত পত্র পত্রিকাগুলো। এক্ষেত্রে বিগত ১০ বছর ধরে ভোরের ভাতা নানা আঙ্গিকে ভূমিকা রাখছে। ভবিষ্যতেও পত্রিকাটি এ ধারা অব্যাহত রাখবে এটাই আমাদের বিশ্বাস ও প্রত্যাশা। ভোরের পাতার সাবির্ক সাফল্য কামনা করছি। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, প্রকাশনার ক্ষেত্রে ‘ভোরের পাতার’ গণমুখী একটি নিজস্ব ধারা ও দর্শন রয়েছে। ধাপে ধাপে তাদের নিজস্ব দর্শনের প্রতিফলনে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সম্পাদনা পরিষদ কাজ করছেন। আমি ‘ভোরের পাতার’ উত্তর উত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি। ভোরের পাতার ১১ বছরে পদার্পণের এ সাফল্য সময়য়োপযোগী ও তাৎপর্যপূর্ন।

সম্পর্কিত সংবাদ

তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা

অর্থ-বাণিজ্য

তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা

শামছুর রহমান শিশির : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ দেশের তাঁতসমৃদ্ধ এলাকার তাঁত...

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা

উপ-সম্পাদকীয়

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা

শাহজাদপুর-ঢাকা, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুর-ঢাকা, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

বিশেষ প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলা মটর মালিক সমিতির অাওতাভূক্ত ৪টি বাসের স্টার্টিং পয়েন্ট শাহজাদপুর করার দাবী শ...