শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার পৌরসদরের রুপপুর মহল্লার এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে ধর্ষণ করার এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, মেয়েটিকে ধর্ষণে রাজী করানোর জন্য বিয়ের নাটকও সাজিয়েছে লম্পট ওই ধর্ষক। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। জানা গেছে, উপজেলার রুপপুর গ্রামের মৃত আইনুল হকের পুত্র রেজাউল ইসলাম রেজো (৫৬) একই গ্রামের অবসর প্রাপ্ত জনৈক প্রাথমিক শিক্ষকের ১৭ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কে ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। পৌর এলাকা ছেড়ে প্রথমে মেয়েটিকে পার্শ্ববর্তী হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি এলাকায় নিয়ে যায়। এ সময় লম্পট রেজো মেয়েটিকে বারবার অনৈতিক কাজের প্রস্তাব দিলেও মেয়েটি রাজি হয় নি। যে কারণে ওই লম্পট মেয়েটিকে সঙ্গে নিয়ে বাদলবাড়ির শাহ হাবিবুল্লাহ’র মাজারে যায় এবং সেখানকার কাউকে দিয়ে মোনাজাতের মাধ্যমে বিয়ের পড়ানোর নাটক করে। পরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বুঝানো হয় যে, তারা বিয়ে করেছে এবং এখন বাসর ঘর করতে হবে। বুদ্বি প্রতিবন্ধী যখন বাসর ঘর করতে রাজী হয়, তখন লম্পট রেজো একই ইউনিয়নের ডায়া গ্রামে তার নিকট কোন আত্মীয়ের বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটিকে রেখে লম্পট যখন একা বাড়ি ফিরতে চায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী তখন লম্পট রেজোকে বাঁধা দেয় এবং হাত ধরে টানাটানি করে। এমন পরিস্থিতিতে নগরডালা বাজার নামক স্থানে পৌাঁছালে স্থানীয় হাজী আব্দুল খালেকের নজরে পরে। তিনি এগিয়ে এলে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি তাকে জানায়, রেজো তাকে বিয়ে করেছে এবং বাসর ঘর করে তাকে ধর্ষণ করেছে। এক ফাঁকে রেজো হাজী সাহেবকে জানান, আমি ওর বাবা-মাকে পাঠিয়ে দিচ্ছি। এ বলেই রেজো সটকে পড়ে। মেয়ের বাবা অসুস্থ্য থাকার কারণে পড়ে মেয়ের মা ও শাহজাদপুর থানার ঘাট এলাকার জনৈক ঔষুধ ব্যবসায়ী তার চাচা লিখিত জমা দিয়ে হাজী আব্দুল খালেকের কাছ থেকে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে নিয়ে আসে। এদিকে, লম্পট রেজো পৌর আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হওয়া দলীয় প্রভাব খাটিয়ে ধর্ষণের পর থেকেই ধর্ষিতার অসহায় পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তাছাড়া, শাহজাদপুরে আওয়ামীলীগের যেকোন প্রোগ্রামে রেজাউল ইসলাম রেজো’র সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এ ব্যাপারে হাজী আব্দুল খালেকের মেয়েটির বরাত দিয়ে জানান, ‘ তাকে ধর্ষণ করা হয়েছে এমনভাবে না বলে মেয়েটি বলেছে, আমরা মেলামেশা করেছি’। ধর্ষণের পর বিভিন্ন সময় এবং বিভিন্ন দিন লম্পট রেজো তার বন্ধু মহলের কাছে যে লম্পটি গল্প করেছে এমন একজন শ্রোতা গোলাম হোসেন পাখি এবং মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, “রেজো নাকি যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে এমন গল্প আমাদের কাছে করেছে।” এ ব্যাপারে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, “মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অন্যায়ের বিরুদ্ধে সর্বদা অনড়। তাছাড়া, যেখানে তিনি দলের মধ্যেই অন্যাকারী এমপি বা মন্ত্রীদেরও বহিষ্কার তথা জেলে পাঠাতে দ্বিধা করছেন না, সেখানে আমার অবস্থানও একই। আমার ওয়ার্ডের সে যে নেতাই হোক, সে যদি অন্যায় করে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সর্বক্ষণ আছি এবং ওই রেজোর শাস্তির জন্য যেখানে যে পদক্ষেপ রাখা দরকার আমি তা রাখবো।” এ ব্যাপারে ধর্ষক রেজাউল ইসলাম রেজোর ০১৯১০-৯৭৯৬০৫ এবং ০১৭৯২-৯০৫৫৭৭ মোবাইল নম্বরে একাধিক বার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। এলাকাবাসী ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো

তথ্য-প্রযুক্তি

ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো

শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুরের ভেকা ও হাটপাচিল গ্রাম বিলীন হওয়ার উপক্রম

শাহজাদপুরের ভেকা ও হাটপাচিল গ্রাম বিলীন হওয়ার উপক্রম

স্টাফ রিপোর্টারঃ দ্রুত বন্যার পানি কমতে থাকায় শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে ভয়াবহ ভাঙ্গন...

শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক

আইন-আদালত

শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক

ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে

আন্তর্জাতিক

সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে

জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...