রবিবার, ২০ এপ্রিল ২০২৫
04 শাহজাদপুর সংবাদ ডটকম : সিরাজগঞ্জের শাহজাদপুরে “সহিংসতা ও প্রতিবন্ধী প্রতিরোধ এবং গণতান্ত্রিক চর্চা বিষয়ে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘জেলা স্পন্দন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও উদয়ন উন্নয়ন সংস্থা’ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ।মানুষের মৌলিক অধিকার এর নিশ্চয়তা বিধানের জন্য জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী সনদ (ঈজচউ) বাস্তবায়ন এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যাক্তির নাগরিক ক্ষমতা বারানোসহ উচঙ গুলোর (উরংধনষবফ চবড়ঢ়ষবং ঙৎমধহরুধঃরড়হ) সক্ষমতা বৃদ্ধি করার জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। 03 (2) অনুষ্ঠানে স্বাগতিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন, প্রতিবন্ধী নেতা উজ্জল কুমার সরকার। তিনি বলেন, এমন একটি বিশ্ব হবে যেখানে সকল প্রতিবন্ধী মানুষ বৈষম্যমুক্ত সমাজে সকল সুযোগ-সুবিধাসহ একত্রে বসবাস করবে। এ ছাড়াও প্রতিবন্ধী মানুষের ইতিবাচক এবং স্থায়ী পরিবর্তন অর্জনের সহায়ক শক্তি হিসেবে রাষ্ট্র এবং রাষ্ট্রের মধ্যে যারা বিত্ত্ববান ব্যাক্তিরা এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা। বক্তব্য রাখতে গিয়ে প্রতিবন্ধী নেতা জানে আলম বলেন, প্রতিবন্ধী কোন সমস্যা নয়। সমস্যাটি নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গির ওপর। প্রতিবন্ধী নেত্রী রুমানা খাতুন বলেন, সকল স্তরের প্রতিবন্ধীরা এক কাথে কাজ করতে চাই। সহিংসতা বন্ধা না করা গেলে প্রবিন্ধীর সংখ্যা বাড়তে থাকবে। প্রতিন্ধীরা নানাভাবে মানষিক ও শাররীক নির্যাতনের শিকার হন। এগুলো বন্ধ করতে হবে। বিশ্ব সংস্থার জরীপ মতে বিশ্বের মোট জন সংখ্যার ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পুলিশের এস আই মাহফুজুর রহমান বলেন, প্রতিবন্ধীদের সকল অভিযোগের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে আইনী সহায়তা দেয়া হবে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু বলেন, জরিপ অনুযায়ী শাহজাদপুর উপজেলার মোট প্রতিবন্ধীর সংখ্য ৪৭২১টি। এদের প্রত্যেকে সমাজকল্যান অধিদপ্তর হতে সনদপত্র দেয়া হয়েছে। সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারনে সকল প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা সম্ভবপর হয়নি। তবে এদের মধ্যে ১১৯০ জনকে ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়াও ৩২১ জন দরিদ্র প্রতিবন্ধীকে ১৫ লাখ ২৭ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। অতিথি বক্তা হিসেবে প্রফেসর নাছিম উদ্দিন মালিথা বলেন, প্রতিবন্ধীদের রাষ্ট্র ব্যাবস্থার ওপর শুধু নির্ভর রাখলেই চলবে না এ ব্যাপারে সমাজের বিত্ত্ববানদের এগিয়ে আসতে হবে। প্রত্যেক ধনী পরিবারকে এক একটি দরিদ্র প্রতিবন্ধী পরিবারের দায়িত্ব নিতে হবে। এবিষয়ে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান বলেন, প্রতিবন্ধীদের জন্য সরকারী নির্দেশ অনুযায়ী তাদের শিক্ষার সকল সুযোগ সুবিধা স্কুলগুলোতে রাখা হয়েছে। প্রতিবন্ধীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে আমরা জনসম্পদে পরিনত করতে চাই। 03 (1) বিআরডিবি কর্মকর্তা শফিউদ্দিন মিয়া বলেন, প্র্রতিবন্ধীরা আমাদের জনগোষ্ঠির একাংশ তাদের পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারবোনা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ে জাকাত ফান্ডের মত প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি অর্থ তহবিল গড়ে তুলতে পারলে প্রতিবন্ধীদের জন্য অনেক সহায়তা হতে পারে। তিনি প্রতিবন্ধী সন্তানদের স্কুলে পাঠানোর জন্য আহবান জানান। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ফজলুর রহমান বলেন, প্রতিবন্ধীরা দায়িত্বশীল বলেই মনে হয়, প্রতিবন্ধীরা দায়িত্বশীল, প্রতিবন্ধীদের মধ্যে এ যাবৎ যত ঋণ বিতরণ করা হয়েছে, তারা সঠিক সময়ে ঋণের কিস্তি পরিশোধ করেছেন। এবিষয়ে বক্তব্য দানকালে আবুল বাশার বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি জনগনের মৌলিক বিষয়গুলোর অধিকারগুলো পর্যায়ক্রমে হরন হতে থাকে তাহলে গণতন্ত্র কখনই তার নিজস্ব রূপ ধরে রাখতে পারে না। জনস্বচেনতা রাজনৈতিক কর্মসূচীর একটি অংশ। এটি নানা কর্মসূচির মধ্যদিয়ে এটিকে অর্জন করতে হয়। মানুষের অধিকার মানুষকেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন রতে হয়। প্রতিবন্ধীরা নানা আন্দোলনের মধ্যদিয়েই আজ তারা পৃথিবীব্যাপী স্বীকৃতি অর্জন করতে পেড়েছে। তারা এই সমাজের অঙ্গ হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিবন্ধীদের উন্নয়নের দায়িত্ব সকলের। এ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথি তার বক্তব্য দিতে গিয়ে বলেন, প্রতিবন্ধীতা ও প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের স্বচ্ছতার প্রয়োজন। এ বিষয়ে প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ইউনিয়ন পর্যায়ে সকল বরাদ্দের সাথে প্রতিবন্ধীদের বরাদ্দের কোটা চালু করার উদ্যোগ গ্রহন করা হবে। উন্নয়ন শীল জাতীতে রুপান্তর হতে হলে আমাদের গণতন্ত্র চর্চায় আরো বেশী স্বচেতন হতে হবে। ১০ কেজি রিলিফের চালের জন্য শেষ রাত থেকে সন্ধ্যাবধি কাজ কামাই করে ইউনিয়ন পরিষদের সামনে অপেক্ষা করার সংস্কৃতি আমাদের পরিহার করতে হবে। আমরা যে ভাবে আবেগ প্রবন অর্থলিপ্সুতায় লিপ্ত হচ্ছি তাতে সংকট বাড়বে। শুধু অর্থ ও ভোগই মানুষের জন্য কাম্য নয়। সারা দেশে যেভাবে নেশার বিস্তার ঘটছে এবং যুবসমাজসহ সকল শ্রেনী পেশার মানুষ যেভাবে নেশার সাথে জড়িয়ে পড়ছে এটি এক সময় ভয়াবহ রুপ ধারন করবে। এটি যদি প্রতিরোধ করা না যায় পুরো সমাজটাই একসময়ে প্রতিবন্ধী হয়ে পড়বে। এ কারনে আমাদের সবাইকে স্বচেতন হতে হবে। সভাপতির বক্তব্যদানকালে, প্রতিবন্ধী নেতা আলামিন শেখ বলেন, তথ্য যদি থাকে গোপন, ঠকবে দশের জনগন। প্রতিষ্ঠিত হবেনা সুশাসন। প্রতিবন্ধীদের আর দেয়ালের মাঝে বন্দী করে রাখা নয়। তারাও মানুষ তাদেরকে দক্ষ মানব গোষ্ঠিতে রুপান্তর করতে সবাইকে স্বচেতন ভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখ লাখ মানুষের প্রানের বিনিময়ে দেশ স্বাধীন হলেও দীর্ঘদিন পর ২০১৩ সালে প্রতিবন্ধীদের জন্য ‘প্রতিবন্ধী সুরক্ষা আইন’ পাশ হয়েছে। পুরো অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন দৃষ্টি প্রতিবন্ধী এ্যাকশন অন ডিজ্যাবিলিটি এ্যান্ড ডেভেলপমেন্ট-্(এডিডি) ইন্টারন্যাশনার এর হিউম্যান রাইটস্ ফ্যাসিলিটেশন সদস্য মঞ্জুরুল ইসলাম। সবশেষে উপস্থিত অতিথীবৃন্দ ও প্রতিবন্ধীদের মাঝে শাহজাদপুর সংবাদ ডটকমের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা স্বরুপ ঈদ কার্ড বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

শাহজাদপুর

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাঙ্গন

কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর উপজেলায় ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদ...

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

তৃতীয় প্রজন্মের ভাবনা

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই...

শাহজাদপুর-ঢাকা, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুর-ঢাকা, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

বিশেষ প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলা মটর মালিক সমিতির অাওতাভূক্ত ৪টি বাসের স্টার্টিং পয়েন্ট শাহজাদপুর করার দাবী শ...