শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : মাটি ও মানুষের কবি পল্লীকবি জসিম উদ্দীনের 'সবার সুখে হাঁসবো আমি কাঁদবো সবার দুখে; নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে' কবিতার পংক্তিদ্বয়ের মর্মবাণী ও ভূপেন হাজারিকার কালজয়ী 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' গানের মর্মার্থ বুকে ধারণ-লালন করে বাস্তবতায় এর বহিঃপ্রকাশ ঘটালেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মুজিবীয় আদর্শের ২ মূর্ত প্রতীক স্থানীয় আ.লীগ দলীয় ২ নেতা! নিজেদের জীবন বিপন্ন করে করোনা ভাইরাসের ক্রান্তিকালে গত ৪৮ দিনে তাদের যৌথ প্রচেষ্টা, অর্থায়ন ও উপস্থিতিতে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ ইউনিয়নের প্রায় ৬৪ স্থানে স্বেচ্ছাসেবী অর্ধশতাধিক দলীয় নেতাকর্মীরা নিত্যদিন গভীর রাতে হাজার হাজার অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়ে মানবতার জ্বাজ্বল্যমান এক অনুপম নজির স্থাপন করেছেন। কুড়িয়েছেন বিভিন্ন মহলের ভূয়সী প্রশংসা আর পেয়েছেন এলাকার চির অবহেলিত, চির পতিত, চির অপাংক্তেয়, যাদের বুক ফাঁটলেও মুখ ফোটেনা; যাদের বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে; এলাকার সেইসব হাজার হাজার অসহায় মানুষের দোয়া ভালোবাসা। মানবদরদী ওই দুই নেতা হলেন মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, শাহজাদপুর উপজেলা আ.লীগের আসন্ন ত্রি-বার্ষিক কাউন্সিলের সাম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী জননন্দিত নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু এবং শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জনদরদী নেতা মোঃ রাজীব শেখ। তথ্যানুসন্ধানে জানা গেছে, করোনা ভাইরাসের ক্রান্তিকালের শুরুতে গত ১৯ মার্চ থেকে ২৫ মার্চ সপ্তাহব্যপী সময়ে অর্ধশতাধিক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে করোনা'র বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শাহজাদপুর পৌর এলাকার ওয়ার্ড-ওয়ার্ডে, ১৩ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গিয়ে এলাকাবাসীর মাঝে লিফলেট বিলি ও হাজার হাজার মাস্ক এবং স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও রাজীব শেখ। পরবর্তীতে, এ ২ নেতা লক ডাউনজণিত কারণে এলাকায় কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজস্ব অর্থায়নে গত ৩১ মার্চ থেকে গতকাল ১৭ মে পর্যন্ত এ ৪৮ দিনে শাহজাদপুর পৌর এলাকার ওয়ার্ড-ওয়ার্ডে, ১৩ ইউনিয়নের গ্রাম-গ্রামান্তরে রাতের আঁধারে প্রায় ৬৪ স্থানে হাজার হাজার অসহায় জনমানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে তাদের হাতে খাদ্য সহায়তা, স্বাস্থ্য উপকরণ ও ঈদ সামগ্রী তুলে দিয়েছেন। দিনের বেলায় তারা নেতাকর্মীদের সাথে নিয়ে খাদ্য ও উপহার সামগ্রী প্যাকেটে ব্যতিব্যস্ত সময় অতিবাহিত করছেন। ইতিমধ্যেই জননেতা এ্যাড. লাবলু ও রাজীব শেখ উপজেলার পৌর এলাকার রূপপুর, চুনিয়াখালী পাড়া, মণিরামপুর, দ্বারিয়াপুর, পুকুরপাড়, কান্দাপাড়া, বাড়াবিল, নলুয়া, শক্তিপুর, খঞ্জনদিয়ার, ইসলামপুর (রামবাড়ী), শেরখালী, পাড়কোলা মহল্লাসহ পোরজনা, গালা, হাবিবুল্লাহনগর, রূপবাটি, পোতাজিয়া, নরিনা, গাড়াদহ, কায়েমপুর, খুকনী, জালালপুর, কৈজুরী, সোনাতুনী ইউনিয়নের অসহায় তাঁত শ্রমিক, কুলি শ্রমিক, মাটিকাটা শ্রমিক, রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক, ডেকোরেটর শ্রমিক, চা-বিক্রেতা, বেঁদে ও হিজড়া সম্প্রদায়, মধ্যবিত্তসহ উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার কর্মহীন ৬'সহস্রাধিক অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা, স্বাস্থ্য উপকরণ ও ঈদ সামগ্রী পোঁছাতে সক্ষম হয়েছেন। এরই ধারাবাহিতায় গতকাল (রোববার) তারা ১'শ তাঁত শ্রমিক ও হিজড়া সম্প্রদায়ের হাতে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন। এ বিষয়ে বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দীন মালিথা ও বিশিষ্ট শিক্ষাবিদ এএম আব্দুল আজীজ বলেন, "এই বিপদের দিনে অবশ্যই মানুষের পাশে মানুষের দাঁড়ানো উচিত। বিশেষ করে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়ালে তাদের বেঁচে থাকার পথও তো নাই! এ্যাড. এসএ হামিদ লাবলু ও রাজীব শেখ অসহায়দের পাশে দাঁড়িয়ে মহৎ কাজ করেছে, মানবিক কাজ করেছে। এটা ভালো। আমরা এ কাজের প্রসংশা করি। একইভাবে, করোনা ভাইরাসের ক্রান্তিকালে অন্যরাও সাধ্যমতো এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি।" এদিকে, এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু'র সদা শুভ কামনা ও সুস্বাস্থ্য কামনা করে ৮'ম জাতীয় কংগ্রেসের সাবেক আহবায়ক, সাবেক সংসদ সদস্য জননেতা চয়ন ইসলাম এ বিষয়ে এক ফেসবুক বার্তায় জানিয়েছেন, "আমাদের প্রিয় নেতা লাবলু ভাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নিজের জীবন বিপন্ন করে মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আপনার জন্য আমরা গর্বিত।" অপরদিকে, এ বিষয়ে জননন্দিত নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও তারুণ্যদীপ্ত বলিষ্ঠ কন্ঠস্বর রাজীব শেখ যৌথ বিবৃতিতে বলেন, " মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নিদের্শনা মোতাবেক করোনার প্রভাবে এলাকার কর্মহীন অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছি। এলাকার খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ক্ষুদ্র প্রচেষ্টা করোনা ভাইরাসের আপদকালীন সময়ে অব্যাহত থাকবে। এ মহাবিপদের দিনে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য ও উপহার সামগ্রী'র প্যাকেট প্রস্তুতসহ অসহায় মানুষের হাতে প্রদানের কাজে স্বেচ্ছাশ্রমে সদা সহযোগীতা করায় হাজী শিলিং, ৭ ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ, যুবলীগ নেতা ওয়াজেদ, বাবু, মনি, বরাত, সুজন, জহুরুল, রবিউল, ইব্রাহিম, শামীম, শাহিন, জিল্লু, নুহু, কাঞ্চন, আলামিন, ক‍্যাম্বেল ও রুবেলসহ সকল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।"

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!