শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
মোঃ মুমীদুজ্জামান জাহান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রামকান্তপুর মৌজার গোহালা নদীর ভয়াবহ ভাঙ্গণ রোধে ক্ষতিগ্রস্তরা সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রোববার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা ও সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষক, গো-খামারি ও মৎস্যজীবিরা জানান, গত ১০/১২ বছর ধরে চরাচিথুলিয়া গ্রামের কতিপয় অসাধু বালু ব্যবসায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে নামকে অস্তে ইজারা নিয়ে সরকারি নিয়ম সম্পূর্ণ অমান্য করে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে অতিমাত্রায় বালু উত্তোলনের ফলে গোহালা নদীতে ব্যাপক ভাঙ্গণ শুরু হয়েছে। এ ভাঙ্গণের তান্ডবে ইতিমধ্যেই এ এলাকার শত শত বিঘা ফসলি জমি ও গো-চারণ ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া রবীন্দ্র বিশ^বিদ্যালয় নির্মাণের নির্ধারিত স্থান ও ২৫টি গরুর বাথান হুমকির মুখে পড়েছে । নদীরপাড় ভেঙ্গে যাওয়ায় বাথান এলাকার শত শত গরু নদীতে নেমে পানি খেতে পারছেনা। পানি খেতে গিয়ে অনেক গরুর পা ও কোমর ভেঙ্গে যাচ্ছে। অনেক গরু পানিতে পড়ে মারাও যাচ্ছে। ভাঙ্গণের তান্ডবে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় শতাধিক মৎস্যজীবি এ নদী থেকে মাছ ধরতে না পারায় তারা পরিবার পরিজন নিয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে। ফলে এ সব ক্ষতিগ্রস্তরা গোহালা নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধের জন্য আগমী ১৪ মার্চের বালু মহল ইজারার টেন্ডর স্থগিতের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক ও গো-বাথান মালিক আলহাজ¦ আব্দুস সালাম ব্যাপারী, আলহাজ¦ কালাম চৌধুরী,নূরুল ইসলাম,শামছুল ইসলাম,হাজী আজাদ,নওশাদ আলী,উজ্জল প্রাং,জমারত আলী ও মাহমুদ আলী জানান, সরকারি নিয়ম অনুযায়ী ১০ ফুটের অধিক গভীর করে, নদীর পাড় ও ফসলী জমি কিংবা বাড়িঘর বা কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এমন ভাবে বালু উত্তোলন করা যাবে না। অথচ ওই প্রভাবশালী ইজারাদারগণ সরকারের এ নিয়ম অমান্য করে কমপক্ষে ১২০ ফুট গভির করে বালু উত্তোলন করা হয়েছে। ফলে ওই নদীর দু‘পাড়ে ভয়াবহ ভাঙ্গণের তান্ডব শুরু হয়েছে। ইতিমধ্যেই তাদের ফসলী জমি,গো-চারণ ভূমি,বাথান ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারা আরো জানান,রামকান্তপুর এলাকা দেশের সর্ববৃহৎ গো-চারণ ভূমি। এখানকার উৎপাদিত গরুর দুধ মিল্কভিটা সহ প্রায় ২০টি বেসরকারি প্রতিষ্ঠান বাজারজাতের মাধ্যমে দেশের ৭০ ভাগ শিশুর পুষ্টি চাহিদা পূরণ করে। অথচ একটি স্বার্থান্বেষী প্রভাবশালী মহল দেশের এই গুরুত্বপূর্ণ বাথান এলাকা ধ্বংসের হীন চক্রান্তে লিপ্ত হয়ে গোহালা নদী থেকে অতিমাত্রায় বালু উত্তোলনের ফলে এই ভাঙ্গণ তীব্র আকার ধারণ করেছে। ফলে এখানকার গোহালা নদীর পাড় ২৫/৩০ ফুট খাড়া হয়ে ভেঙ্গে গেছে। এতে বাথানের গরু পানি খেতে গিয়ে নিচে পড়ে মারা যায় অথবা পা-কোমর ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। অপর দিকে আবাদী জমি এ ভাঙ্গণের কবলে পড়ে বিলীন হয়ে যাওয়ায় কৃষকেরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ভাঙ্গণ দ্রুত রোধ করা না গেলে শত শত বিঘা ফসলী জমি,রবীন্দ্র বিশ^বিদ্যালয় স্থাপনের নির্ধারিত স্থান ও ২৫টি বাথান নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই ক্ষতির হাত থেকে কৃষকদের রক্ষার জন্যই তারা বালুমহলের ইজারা বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে। অপর দিকে রাউতারা বড়পাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিম শেখ ও সাবেক সভাপতি আমীর আলী শেখ জানান,নিয়ম অমান্য করে ১০ ফুটের স্থলে ১২০ ফুট গভীর করে গোহালা নদী থেকে বালু উত্তোলন করায় তাদের সমিতি ভুক্ত শতাধিক মৎস্যজীবি মাছ আহরণ করতে না পাড়ায় অর্ধাহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা আরো জানান,তাদের মাছ ধরার জালের ব্যাস সরকারি নিয়ম অনুযায়ী ৭/৮ ফুটের বেশি নয়। মাত্রাতিরিক্ত বালু উত্তোলনের ফলে এ নদীর গভীরতা ১০/১২ গুণ বৃদ্ধি পাওয়ায় তারা এ নদী থেকে মাছ আহরণ করতে না পারায় তাদের এ অবস্থার সৃষ্টি হয়েছে। তারা বরেন অথচ তারা তাদের সমিতির নামে বৈধ উপায়ে সারা বছর মৎস্য আহরণের জন্য ইজারা নিয়েছেন। তার পরেও ওই একই যায়গায় বালু উত্তোলনের জন্য অপর পক্ষকে ইজারা দেয়া হয়েছে। তারা দাবী করেন,একই স্থানের দুইবার ইজারা দেয়ার কোন নিয়ম না থাকলেও সিরাগগঞ্জের ডিসি অফিসের অসাধু কর্মকর্তারা উৎকোচের বিনিময়ে ম্যানেজ হয়ে এ নদীর একই জায়গার দু‘টি ইজারা প্রদান করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। তারা আরো বলেন, এ বছর শত নিষেধ করা শত্বেও ওই অসাধু কর্মকর্তারা নতুন করে বালুমহলের টেন্ডার আহব্বান করেছে। এ বছর এই ইজারা প্রদান করা হলে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। এ পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে। তাই এ ভয়াবহ পরিস্থিতি থেকে এলাকাবাসির যান-মাল রক্ষার্থে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহলী লায়লা ও সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার বলেন,তাদের এ আবেদনের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হবে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

শাহজাদপুর

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

আওয়ামী লীগ–সমর্থিত সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, না হ...

সভাপতি বিমল কুন্ডু সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ

শাহজাদপুর

সভাপতি বিমল কুন্ডু সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ

সোমবার (৯মে) দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিমল কুন্ডুর সভাপতিত্বে ও শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত।

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী

বগুড়াসহ এ অঞ্চলের মানুষদের বহুল প্রতিক্ষিত বগুড়া- সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের সম...