বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
শাহজাদপুর সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শাহজাদপুর সরকারি কলেজের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সরকারি কলেজের কর্মচারীরা ২০ থেকে ২৫ বছর ধরে নাম মাত্র মজুরিতে কাজ করে আসছেন। নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার পরিজন নিয়ে এসব কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনতে জোর দাবি জানান তিনি। কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন বলেন, নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। শাহজাদপুর সরকারি কলেজে বিভিন্ন পদে বেসরকারিভাবে নিয়োগ পাওয়া ২৪ জন কর্মচারী নামমাত্র মজুরি নিয়ে কাজ করে আসছেন। সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন । মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, আমাদের যোগদানের তারিখ হতে চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করতে হবে, স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুবিধা প্রদান করতে হবে, বয়সের কোন উর্দ্ধসীমা থাকবে না। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান, মোঃ আশিকুরজ্জামান, ফিরোজা বেগম, নান্নু মিয়া, শামছুল হক, আনোয়ার হোসেন, জসিম, স্বপন আলী, আব্দুল রকিব, নিল কমল ঘোষ, মোবারক আলী প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

বিনোদন

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে

টেগর গ্যেটে পিস ইউনির্ভাসিটি থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়// প্রত্যাশা-প্রতিক্ষার দুই দশক পর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী

জাতীয়

টেগর গ্যেটে পিস ইউনির্ভাসিটি থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়// প্রত্যাশা-প্রতিক্ষার দুই দশক পর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী