বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আবুল কাশেম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি এলাকার এশারত বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। বেলতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হওয়ায় দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলেও এলাকার কেহই প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। ইতোমধ্যেই এশারত বাহিনী একই ইউনিয়নের আইগবেড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে তার মধ্য হতে ২০ হাজার টাকা আদায় করেছে। বাকী ৮০ হাজার টাকা দাবি করে নিয়মিত ইসমাইল হোসেনকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে যাচ্ছে এশারত বাহিনী। সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং শাহজাদপুর থানায় ইসমাইল হোসেনের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন একজন দিন মজুর ও পান সুপারি বিক্রেতা। গত ০৪/০১/২০১৯ ইং তারিখে ইসমাইলের প্রতিবেশী বরাত আলীর মেয়ে সুমী খাতুন (১৫) তার ছেলে আশরাফ আলী (২০)’র সাথে প্রেমের দাবিতে বিয়ের জন্য তার বাড়িতে ওঠে। এ সময় সে মেয়ের বাবা সহ গ্রাম্য প্রধানদের শরণাপন্ন হয়। মেয়ের বাবা বরাত আলী এবং এলাকার প্রধান আব্দুল গফুর, পিতা- মৃত. জুলমত ও আঃ সামাদ, পিতা- মৃত. ইমান আলী সহ অন্যান্যরা ছেলে-মেয়ে অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় বিয়ের ব্যবস্থা না করে মেয়েকে তার বাব্ াআশরাফ আলীর সাথে পাঠিয়ে দেয়। তাছাড়াও আশরাফ আলী ছেলের বাবা ইসমাইলের গরীব সংসারে মেয়েকে বিয়ে দিতে অস্বীকার করেন। এ ঘটনা যেকোন ভাবে জানতে পেরে এলাকার সন্ত্রাসী ১. এশারত আলী (৬০), পিতা- মৃত. কছের প্রামানিক ও তার ৩ পুত্র আঃ লতিফ (৪৫), আনোয়ার হোসেন (৩৫), মোঃ বাবু মিয়া (৩০) কে সঙ্গে লইয়া ইসমাইলের বাড়িতে হাজির হয়। উভয়ের মুখে ঘটনা জানার পর এশারত ও তার বাহিনী উক্ত প্রধান আঃ গফুর এবং আঃ সামাদকে মারপিট করে। মারপিটের পাশাপাশি হতদরিদ্র ইসমাইল হোসেনের ১ লাখ টাকা জরিমানা করে। গত ১৩/০১/২০১৯ ইং তারিখে সকাল ১১ টায় ইসমাইল তার জীবন রক্ষার্থে স্ত্রী আয়শা খাতুন ও স্ত্রীর বড় ভাই মোঃ আঃ কুদ্দুসকে সঙ্গে নিয়ে চরবেতকান্দি এলাকায় গিয়ে ২০ হাজার নগদ টাকা এশারতের হাতে তুলে দেয়। বাকী ৮০ হাজার টাকা দেয়ার কোনই সামর্থ্য নেই বলেও এশারতের হাত-পা ধরে কান্নাকাটি করে। কিন্তু, সন্ত্রাসী এশারত তাতে রাজি না হয়ে বাকি ৮০ হাজার টাকার জন্য তাকে মারপিট ও হত্যা করে লাশ গুমের হুমকি দেয়। নিরুপায় হয়ে ইসমাইল হোসেন গত ২৪/০১/২০১৯ ইং তারিখে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর এবং একই তারিখে স্বাক্ষরিত অন্য একটি অভিযোগ গত ২৫/০১/২০১৯ ইং তারিখে শাহজাদপুর থানায় দায়ের করে। পাশাপাশি এশারত ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বরাবর গত ২৯/০১/২০১৯ ইং তারিখে ইসমাইল হোসেন এশারতের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেছে। এশারত ও তার বাহিনীর এ চাঁদাবাজি বন্ধ এবং ইসমাইলের দেয়া ২০ হাজার টাকা ফেরৎ পাওয়ার জন্য প্রশাসনের সকল স্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী দলীয় সকল নেতা-কর্মীর কাছে জোর দাবি জানিয়েছে অসহায় দিনমজুর ইসমাইল হোসেন। এ ব্যাপারে এশারত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কোন জরিমানা করতে হলে তো প্রধানদেরকে নিয়ে রায় কমিটি করে তবেই জরিমানা করতে হয়। এ রকম কোন রায় কমিটি করা হয় নাই। আবার ইসমাইলের ১ লাখ টাকা জরিমানাও করা হয় নাই। তাছাড়া আমি ২০ হাজার টাকা চাঁদা নিয়েছি তা সত্য নয়। কেউ শত্রæতা করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করছে।

সম্পর্কিত সংবাদ

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

শাহজাদপুর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

নবনির্বাচিত কাউন্সিলর হত্যা ঘটনায় গ্রেফতার ১

আইন-আদালত

নবনির্বাচিত কাউন্সিলর হত্যা ঘটনায় গ্রেফতার ১

  পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জ পৌরসভার  ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় স্বপন ব্যাপা...

বাংলাদেশি হ্যাকারদের ভয়ে ফ্রান্সে সতর্কতা জারি

আন্তর্জাতিক

বাংলাদেশি হ্যাকারদের ভয়ে ফ্রান্সে সতর্কতা জারি

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদে...

নারীসহ ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিল স্থানীয়রা

শাহজাদপুর

নারীসহ ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিল স্থানীয়রা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে নারীসহ ছাত্রলীগ নেতাকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস...

হিলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২

বাংলাদেশ

হিলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২

দিনাজপুরের হাকিমপুরে হিলিতে পৃথক ৩টি মাদক বিরোধী অভিযান চালিয়ে স্বামী স্ত্রী সহ ৫ মাদক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলি...