মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আবারও মানব দেহে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার পর্যন্ত এ রোগে আক্রান্ত ১৩ জনের সন্ধান পাওয়া গেছে। এরা হলেন উপজেলার মশিপুর উত্তরপাড়া গ্রামের মোছাঃ হেলেনা খাতুন (৩৫), সানোয়ার হোসেন (২৮), আবির হোসেন (৫), রবিউল ইসলাম (২৫), মেরাজ উদ্দীন (১৫), বেল্লাল হোসেন (১১) ও নাজমুল হক (১৫)। মামুন (১৮) ,রাজু (১০) হাসান(১২) ,নাজমিনা (৪), অর্ঘ (৮), নাছির (১২)। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই ওই এলাশায় অভিযান চালিয়ে ফ্রিজে রাখা মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলেন। মশিপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল্লাহ জানান, ওই গ্রামের জাহের আলী শেখের একটি অসুস্থ গাভী গত ৩ জুলাই মশিপুর ফুটবল মাঠ চত্বরে জবাই করে কম দামে মাংস বিক্রি করে। ওই দিন বিকেলে এ মাঠে ফুটবল খেলার সময় মেরাজ, বেল্লাল ও নাজমুল ওই রোগাক্রন্ত পশু জবাইয়ের স্থানে ছড়িয়ে থাকা রক্তের উপর পড়ে যায়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ওই রক্ত লেগে যায়। কয়েকদিন পর ওই স্থানে ক্ষতের সৃষ্টি হয়। এ ছাড়া মাংস রান্না ধোয়া ও কাটাবাছার কাজে জড়িতদেরও হাতে, বাহুতে, পেটে, বুকে একই ধরনের ক্ষত দেখা দেয়। খবর পেয়ে গতকাল সোমবার স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীরা এদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানের চিকিৎসকরা সবাইকে পরীক্ষা করে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মনোয়ার হোসেন জানান, এ পর্যন্ত ১৩ জন রোগীকে সনাক্ত করে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদীপশুর মাংস কাটা ছেড়া, রান্না, ধোয়ার সময় এই রক্ত বা রক্তমিশ্রিত পানি যে কোন উপায়ে মানুষের শরীরে স্পর্শ করলে শরীরে ক্ষত সৃষ্টি হতে পারে। তবে চিকিৎসায় এই রোগ ভাল হয়। আতংকের কোন কারণ নেই। শাহজাদপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই গাভীটি ভ্যাকসিনের আওতাভুক্ত ছিলো না। গাভীটি অল্প দিন হল বাইরে থেকে কিনে আনা হয়েছে। গাভীটি অসুস্থ হলে পড়ায় জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। ফলে এই বিপত্তি ঘটে। এদিকে দাম কম পেয়ে এলাকার বেশ কয়েকটি পরিবার এ মাংস কিনে ফ্রিজে রাখে।এ খবর পেয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই অভিযান চালিয়ে তা জব্দ করে মাটিতে পুতে ফেলেন। এদিকে আজ মঙ্গলবার বিকেলে অসুস্থ্য গরু জবাই ও মাংস বিক্রির দায়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জাহের আলি শেখ নামের গরুর মালিককে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য,এ নিয়ে গত ৩ মাসে শাহজাদপুর উপজেলায় ৭৮ জন অ্যাথ্রাক্স রোগে আক্রান্ত হলো।

সম্পর্কিত সংবাদ

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

রাজনীতি

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ বিষয়ে বলেন, ‘এখনো কোন পক্ষেরই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আই...

সিরাজগঞ্জের উল্লেখযোগ্য ৮ গন্তব্য

ইতিহাস ও ঐতিহ্য

সিরাজগঞ্জের উল্লেখযোগ্য ৮ গন্তব্য

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বগুড়া-নগরবাড়ি পাকা সড়ক থেকে দুই কিলোমিটার পূর্বে হুরাসাগর নদীর পশ্চিম তীরে হযরত মখদুম...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...