সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ডেস্ক নিউজঃ শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল আগনূকালী গ্রামে ‘বাংলাদেশের পাখি বাংলাদেশের প্রাণ, পাখি বাচান বাংলাদেশকে বাচান’ এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক এক আরোচনা সভা ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’ কর্তৃক আগনূকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোঃ হাসিবুর রহমান স্বপন। অনুষ্ঠানে পাখি সংরক্ষন ও পরিবেশ বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ‘দি বার্ড সেফটি হাউজের’ প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা মামুন বিশ্বাস।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (উপবৃত্তি) প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ, বিএমএ সিরাজগঞ্জ শাখার সভাপতি ও সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ডাঃ জহুরুল হক রাজা , বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মিল্কভিটার পরিচালক ড.সাজ্জাদ হায়দার লিটন, শাহজাদপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল হাসনাত, শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল হক প্রমুখ। 3সভায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্ব্বোচ্য পদক “চাম্পিয়ান অব দ্যা অার্থ” পুরস্কার গ্রহন করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক ভাবে একটি ‘প্রবন্ধ পুস্তিকা’ উৎসর্গ করা হয়। পরে প্রবন্ধ পুস্তিকার সারসংক্ষেপ বক্তব্য রাখেন, প্রবন্ধকার, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবুল বাশার। প্রবন্ধের বিষযবস্তু ওপর বক্তব্য রাখেন- আফজাল হোসন। বক্তরা বলেন, স্থানীয় সংগঠনের সদস্যরা একটি গ্রামে পাখিদের বাসস্থান তৈরি করতে গাছে কলস বেধে যে ভাবে বাসা তৈরি করেছে, বিষয়টি সত্যই প্রশংসনীয়। এভাবে যদি দেশের অনান্য ব্যাক্তি বা সংগঠন এগিয়ে আসে, তাহলে এই দেশে পাখিদের বংশ বিস্তার হবে, পাশাপাশি পরিবেশের উন্নতি হবে, দেশ বাচবে। পাখি সংরক্ষনের জন্য তাদের গৃহিত পদক্ষেপকে আমরা সাদুবাদ জানাই। 4উল্লেখ্য পাখি সংরক্ষন এবং প্রায় বিলুপ্ত প্রজাতি পাখিদের বাচিয়ে রাখার জন্য দি বার্ড সেফটি হাউজ এর পক্ষ থেকে আগনূকালী গ্রামে সকল গাছে মাটির কলস বেধে দেয়া হয়েছে। এপর্যন্ত ৪৩৫টি কলস গাছে বাধা হয়েছে। এই কলসের মধ্যে বিভিন্ন জাতের পাখি বসবাস শুরু করেছে। আলোচনা শেষে একটি বর্নাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। অনুষ্টান উপস্থাপনায় ছিলেন আবুল বাশার ও পালি খান।

সম্পর্কিত সংবাদ

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

রাজনীতি

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ বিষয়ে বলেন, ‘এখনো কোন পক্ষেরই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আই...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

প্রায় দেড়যুগ পর শাহজাদপুর ছাত্র দলের আহবায়ক কমিটি গঠন

রাজনীতি

প্রায় দেড়যুগ পর শাহজাদপুর ছাত্র দলের আহবায়ক কমিটি গঠন

প্রায় দেড়যুগ পরে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (২২আগষ্ট) সিরা...