

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল সোমবার রাতে পৌর নির্বাচনের ধোকাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহব্বান জানিয়ে, ‘শহিদ বিপ্লবী ও দেশ প্রেমিক স্মৃতি সংসদের’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা সংগঠনের পক্ষ থেকে শাহজাদপুরে ২টি পোষ্টার লাগানো হয়েছে। লাল রঙের পোষ্টারের উপরে কমরেড সিরাজ সিগদারের বিশাল আকার ছবি সংবলিত এ পোষ্টার ২টি উপজেলার পুকুরপাড় মুক্তিযোদ্ধা আদর্শ বালিকা বিদ্যালয় ও আজিজের মোড়ের টিনের বেড়ার সাথে লাগানো হয়েছে। পোষ্টারের শুরুতে মহান মাওবাদী নেতা শহিদ কমরেড সিরাজ সিকদার এর ৪১ তম মৃত্যু বার্ষিকী, কমরেড মনিরুজ্জামান তারা, মোফাখখার চৌধুরী, মিজানুর রহমান টুটু, এরাদ আলী সহ সকল শহিদ বিপ্লবী স্মরণে ২’রা জানুয়ারী জাতীয় শহিদ দিবস উদযাপন করার আহব্বান জানানো হয়েছে। এছাড়া, আওয়ামী দুঃশাসন দীর্ঘস্থানী নীল নকশা, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, জাতীয় সম্পদ লুন্ঠন, গুম, হত্যা, ক্রস ফায়ার, আওয়ামী ফ্যাসিবাদী, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাড়ানোরও আহব্বান জানানো হয়েছে। এছাড়াও সাম্রাজ্যবাদ, সম্প্রসারণ ও দালাল শাসক শ্রেণিকে উচ্ছেদ করে সমাজতন্ত্র- কমিউনিজমের লক্ষে নয়া গণতান্ত্রীক বিপ্লবকে বেগবান করে মধ্যপ্রাচ্য সহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতেও আহব্বান জানানো হয়েছে। পোষ্টারের নিচের দিকে ২ জানুয়ারী ২০১৬ জাতীয় শহীদ দিবসের কর্মসূচিতে লেখা আছে প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণ সকাল ৮টায়, পুরনো শ্যামলী সিনেমা হলের সামনে, ঢাকা। আলোচনা সভা, বিকেল তিনটায় সাহাবাগ, ঢাকা। এতে সভাপতিত্ব করবেন হাসান ফকরী, সভাপতি শহীদ বিপ্লবী ও দেশ প্রেমিক স্মৃতি সংসদ লেখা রয়েছে। সর্বনিচে সভাপতি কর্তৃক ১৬ আদাবর প্লট নং- ১৯২০, ঢাকা থেকে প্রকাশিত ও প্রচারিত এবং যোগাযোগ- ০১৬২৪৭৭৮১৯৮, ০১৯১৫২২১৯৮০, ০১৭১২৬৭০১০৯, ২০ ডিসেম্বর ২০১৫ লেখা রয়েছে। আজ বুধবার শাহজাদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুকুরপাড় মুক্তিযোদ্ধা আদর্শ বালিকা বিদ্যালয়ে এ নির্বাচনের একটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই বিদ্যালয়ের টিনের বেড়ার সাথে এ ধরণের নিষিদ্ধ সংগঠনের পোষ্টার লাগানোর ফলে নির্বাচন চলাকালীন সময়ে হামলা সংঘর্ষের আসংখায় এলাকার ভোটারদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ভোটারদের আতংকিত হওয়ার কোন কারণ নেই। নিরাপদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠানের লক্ষে এ কেন্দ্রে ব্যাপক নিরাপত্ত ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ মোতায়নের পাশাপাশি বিজিবি, মোবাইল ম্যাজিস্ট্রেট টিম এ কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

তথ্য-প্রযুক্তি
ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো
শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

আইন-আদালত
শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক
ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

আন্তর্জাতিক
সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে
জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...

অপরাধ
শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা
শাহজাদপুর প্রতিনিধি :- শাহজাদপুরে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক বেলা...