রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চলছে নানা অনিয়ম ও দৃর্নীতি। বাংলাদেশ সরকার প্রত্যান্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কোটি কোটি টাকা ব্যায়ে দেশের উপজেলা, থানাসহ ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনার কেন্দ্র ও উপকেন্দ্র করলেও সরকারের পরিকল্পনা মোতাবেক সেবা পাচ্ছেনা গ্রামের সহজ সরল মানুষ। ঔষুধ ও টাকা যাচ্ছে প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারিদের পকেটে। জানা গেছে, উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তি এলাকাতেই প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে সরকার নির্মিত করেছে একটি ভবন। এই ভবনটি নরিনা ইউনয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে সেবা দানের লক্ষে মোট ৫ জনকে সরকাারি কোষাগার থেকে বেতন দেয়া হচ্ছে । ৫ জনের মধ্যে আছেন ডাঃ ছানোয়ার হোসেন, ফার্মাসিষ্ট রুহুল আমিন, ভিজিটর বীণা রাণী, পিয়ন ইউসুব আলী ও আয়া তাসলিমা খাতুন। এরা ৫ জনই প্রতিমাসে সরকারি কোষাগার থেকে বেতন তুলছেন। কেন্দ্রটিতে ডাক্তারের সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিউটি করার কথা থাকলেও তিনি আসেন সকাল ১০/১১ টায় এবং চলে যান ১২ টা সাড়ে বারোটায়। আবার কোন কোন দিন তিনি আসেননা। তিনি চলেন তার ইচ্ছে মতো। অথচ সরকার তাকে বেতন দেন মানুষের সেবা প্রদানের জন্য। এখানে কর্মরত আরেকজন ফার্মাসিষ্ট রুহুল আমিন তিনি প্রতিমাসে সরকারি কোষাগার থেকে মোটা অংকের টাকা বেতন তুললেও তিনি কেন্দ্রে ঠিকমতো ডিউটি করেন না। তিনিও চলেন তার ইচ্ছে মতো। ভিজিটর পদে কর্মরত তার দায়িত্ব সপ্তাহে দুইদন বাইরে ভিজিট করা ও ৪ দিন কেন্দ্রের ডিউটি করার কথা থাকলেও তিনি অফিসে ঠিম মতো থাকেন না। অথচ নিয়ম অনুযায়ি তার ভবনটির ২য় তলায় কোয়াটারে স্থায়ী ভাবে বসবাস করার কথা। তিনি সেখানেও থাকেন না। অত্র এলাকার মানুষ সেখানে সেবা নিতে গেলে এবং ঔষধ চাইতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। অথচ সরকার এসব প্রতিষ্ঠানে ঔষুধ দেয় মানুষকে দেয়ার জন্য। অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা চারদিন গেলেও সাড়ে বারোটার পর পরই অত্র কেন্দ্রে তালা ঝুলতে দেখা যায়। এলাকাবাসী জানায়, ওনারা ১০/১১ টায় এসে কেন্দ্রে বসেন এবং ১২ টার পর পরই চলে যান। এলাকাবাসী আরো জানায় সেবা কেন্দ্রটিতে সেবা নিতে গেলে তাদের ঠিম মতো ঔষুধ দেয়া হয়না এবং সাধারন মানুষের সাথে খারাপ আচরন করা হয়। সাংবাদিকরা সেখানে গিয়ে ডাক্তারকে ফোন দিলে তিনি জানান, ছুটিতে আছি। ফার্মাসিষ্ট জানান, ডাক্তার না থাকায় আমিও সাড়ে বারোটার দিকে কেন্দ্র থেকে চলে এসেছি। ওনার কাছে জিজ্ঞেস করা হয় ভিজিটর, আয়া এবং পিয়ন ৩ জনই প্রতিষ্ঠানে উপস্থিত নেই তাহলে তারা কোথায়? এর কোন উত্তরও তিনি দিতে পারেননি। সর্বশেষ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় সাংবাদিকরা কেন্দ্রটিতে গেলে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলতে দেখা যায়। এসময় প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার এবং ফার্মাসিষ্টকে ফোন দিলে তারা জানায় আমরা বেতন তুলতে এসেছি। বেতন তুলতে পুরো প্রতিষ্ঠান বন্ধ করে যাওয়ার কোন নিয়ম আছে কিনা? জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। একজন ভিটির, ডাক্তার ও ফার্মাসিষ্টকে সরকার ১৫ হাজার থেকে ২৫হাজার টাকা পর্যন্ত বেতন দিলেও তারা ঠিক মতো ডিউটি করছেন না। বেলা দেড়টাার সময় নরিনা কেন্দ্রের ডাক্তারকে পাওয়া গেছে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে। ডাক্তারের সাথে সাংবাদিকদের দেখা হলে তিনি সাংবাদিকদের প্রতি ক্ষুব্দ হয়ে বলেন, আপনারা বার বার কেন্দ্রে যান কেন? সাংবাদিকরা বলেন আমাদের কাছে অভিযোগ ছিলো আপনি ঠিক মতো ডিউটি করেন না । তার সত্যতা যাচাইয়ের জন্য আমরা বার বার সেখাসে যাই, কিন্তু আমাদের কপাল খারাপ তাই আপনার সাথে একদিনও দেখা হয়না। তখন তিনি সাংবদিকদের বলেন, ঠিক আছে আপনারা আমাদের অফিসারের সাথে কথা বলে দেখেন । তার কথা শুনে সংবাদকর্মীরা হতবাক হয়ে যান। এব্যাপারে সাংবাদিকরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেবেকা সুলতানার কাছে গেলে তিনি তাৎক্ষনিক নরিনা কেন্দের ফার্মাসিষ্ট রুহুল আমিনকে ফোন দিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় রেবেকা সুলতানা বলেন, আমাদের নিয়ম মোতাবেক অনিয়মকারী ডাক্তার ও ফার্মাসষ্ট এর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তার সাথে কথা কলার ৫ মিনিট পর একই অফিসে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রউফের সাথে কথা বলতে গেলে তিনি দুর্নীতিবাজদের পক্ষে সাফাই গেয়ে বলেন, কেন্দ্র বন্ধ থাকে না। সাংবাদিকরা তখন বলেন, এখন দেড়টা বাজে আপনি খোজ নিয়ে দেখেন কেন্দ্রটি বন্ধ রয়েছে। তখন তিনি বলেন, বন্ধ থাকলে আপনারা আপনাদের ভাষায় পত্রিকায় লিখে দিন। সাংবাদিকরা তখন সেখান থেকে বের হয়ে আসেন। বের হওয়ার সময় সেখানে বসে থাকা নরিনা কেন্দ্রের ডাক্তার মোঃ ছানোয়ার হোসেনকে আর পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...