রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

Golden-GPA-5-pic-BELKUCHI-copyবেলকুচি প্রতিনিধিঃ ২০১৫ সালের এস, এস,সি পরীক্ষায় বেলকুচি উপজেলার/ পৌরসভায় মা-বাবার তিন সন্তান শত দারিদ্রতা ও সর্বোচ্চ মেধা তালিকায় গোল্ডেন জিপিএ পেয়ে তা লাগিয়ে দিয়েছে সমাজ ও সমাজপতিদের। শুধু ছেলে মেয়ের পেছনে অঢেল অর্থ ঢেলেই সন্তানকে মানুষ করা যায় না। লাগে বুদ্ধিমত্তা ও আগ্রহীতা ও মা-বাবার প্রচেষ্টা। দারিদ্রতাকে উপেক্ষা করে ছাত্র-ছাত্রীদের এই প্রচেষ্টায় সফলতা আসে বার বার। করি গুরু রবীন্দ্রনাথের সেই কথাই মনে করিয়ে দেয় “একবার না পারিলে দেখ শতবার” তিন সন্তান কে শতবার চেষ্টা করতে হয়নি একবারই তাদের মেধা তালিকায় সর্বোচ্চ চেষ্টা করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বেলকুচি পৌরসভার চন্দনগাঁতী গ্রামের বিদেশ প্রামাণিক ও মাতা কৃষ্ণা রানী প্রামাণিকের একমাত্র সন্তান ইমন সাহা। ইমন সাহার বাবা বিদেশ প্রামাণিক সামান্য কামড়ের ব্যবসার করে সন্তানকে মানুষের মতো মানুষ করা জন্য সর্বাত্ত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টাও সফল হয়েছে। অপর দিকে একই গ্রামের শাহাদৎ হোসেন ও লুৎফন নাহার এর সন্তান লুৎফুল নাছিফ পেয়েছে গোন্ডেল জিপি-৫, এরা দুই জনই শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী সোহাগপুর এস,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সোহাগপুর এস,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস,এম শহীদুর রেজার কাছে ইমন সাহা ও লুৎফুল রহমান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এদের দু’জনই শত ভাগ ক্লাসে উপস্থিত থাকত এবং কোন কিছুর জানার জন্য শিক্ষকদের কাছে অজানা বিষয় গুলো জেনে নিত। তাদের প্রচেষ্টা ছিল সর্বাত্ত্বক তাদের আমরা সব সময় পড়া লেখার সহায়তা দান করেছি। সেই জন্যই আজ আমাদের গর্ব অর্থের বিনিময়ে শুধু সন্তানকে মানুষ করা যায় না, লাগে বাবা-মা এবং ছাত্র-ছাত্রীদের প্রচেষ্টা। অপর দিকে বেলকুচি উপজেলার তামাই বালিকা উচচ বিদ্যালয়ে থেকে জহুরুল ইসলাম ও মমতাজ বেগমের কন্যা তমনা ইসলাম চার ভাই বোনের মধ্যে বোনদের মধ্যে বড়। তমনা ইসলামের বাবা জহুরুল ইসলাম পুর্বে ব্যবসা করত। এখন দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। সামান্য রোজি রোজগারে চলেছে তার লেখাপড়া। ইমন সাহা, লুৎফর নাছিফ, তমনা ইসলাম এর পিতা মাতা প্রতিবেদকে বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় এমন ভালো ফল করতে পেরে জীবনের অনেক কষ্টই যেন ভুলে যাচ্ছি। দু চোখের টল মল আনন্দের অশ্রু ফেলে তারা বলেন, আমরা কারো সহযোগিতা পেলে আমার এ সাফল্য ধরে রেখে বুয়েট ইঞ্জিনিয়ার বা সরকারী মেডিকেলে ভর্তি ইচ্ছা আমাদের সবচাইতে বেশী। বেলকুচি উপজেলার তামাই গ্রামের তমানা ইসলাম এবার এসএসসি পরীক্ষায় তামাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তির্ন হয়েছে। তামাই বালিকা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, এবার মোট পরীক্ষার্থী ছিল ৯০ জন তার মধ্যে কৃতকার্য হয়েছে ৮৮জন। জিপিএ ৫ পেয়েছে ২৫জন, গোলেন্ড জিপিএ পেয়েছে ১২জন। এর মধ্যে তমনা ইসলাম সর্বোচ্চ মেধা তালিকায়, তার ক্লাসে উপস্থিতি ছিল শতভাগ। সোহাগপুর এস,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস,এম শহীদুর রেজা ও তামাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান বলেন, দারিদ্রতাকে হারমানিয়ে ইমন সাহা, লুৎফল নাছিফ যে সাফল্য অর্জন করেছে তারা যদি সমাজের কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা পায় তা হলে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করতে পারবে। দারিদ্রতাকে পিছে ফেলে তিন সন্তানের এ সাফল্যের জন্য এলাকাবাসী গর্ভবোধ করছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

নগ্ননৃত্য ও দেহ ব্যবসার সাথে জড়িত ১১ নারী ও ৫ ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নগ্ননৃত্য ও দেহ ব্যবসার সাথে জড়িত ১১ নারী ও ৫ ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে বিভিন্ন নদী-বিলে নৌকায় পিকনিক ও বিনোদনের...

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের হরিনাথপুর(পাঠার মোর) গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও পোরজনা উচ্চ...

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

অপরাধ

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে দুটি টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৫ বাড়ির পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণলংক...