শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির ও ফারুক হাসান কাহার : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ( ৯ মে) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে আয়োজিত ২ দিনের রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর । বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, সাবেক শিল্প উপ-মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বিশ্বজিৎ ঘোষ, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লিখনী দিয়ে বাংলা সাহিত্যকে নতুন জীবন দিয়েছেন। বাঙালীদের জীবনধারা কেমন হবে তা রবীন্দ্রনাথ লিখে গেছেন। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন রবীন্দ্র চর্চায় নতুন মাত্রা যোগ করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করে শিক্ষার্থীরা একদিন জাতির শ্রেষ্ঠ সন্তানে পরিণত হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের কাছে ছুঁটে যেতেন তাঁর চেতনা লালন ও ধারন করতেন। অনুষ্টানে সমাপনী ভাষন দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। এ সময় আরোও উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র (দাঃপ্রা) নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ প্রমুখ। সমাপনী অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ এবং নৃত্য পরিবেশন করেন নৃত্যলোকের শিল্পীবৃন্দ অন্যদিকে রবীন্দ্র জন্মবার্ষিকীকে ঘিরে রবীন্দ্র কাছারিবাড়িতে রবীন্দ্র ভক্ত ও অনুরাগীদের পদচারণায় মুখরিত ও প্রাঞ্জল হয়ে ওঠে। উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত জমিদারী তদারকিতে সাময়িকভাবে শাহজাদপুরে এসে বসবাস করেছেন। তিনি সাধারণত কুষ্টিয়ার শিলাইদহ হয়ে নৌকাযোগে শাহজাদপুর ও নওগাঁর পতিসর আসতেন । একদা নাটোরের রাণী ভবানী জমিদারী নিলামে উঠলে কবিগুরুর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের জমিদারী কিনে নেন। আর এই জমিদারী তদারকিতে কবিগুরু শাহজাদপুরে সাময়িক বসবাস করেছেন। শাহজাদপুরে বসে তিনি সোনার তরী, চিত্রা, চৈতালী, পঞ্চভূতের ডায়েরী, ছিন্নপত্র, সমাপ্তি, তত্ত্ব ও সৌন্দর্য্য, মানষী, অসময়, শেষ কথা উল্লেখযোগ্য দুর্লভ সাহিত্য রচনা করেছেন। যদিও বিশ্ব কবি শিলাইদহ ও পতিসরের চেয়ে শাহজাদপুরে কম সময় অবস্থান করেছেন তবুও শাহজাদপুরের যমুনা, বড়াল, হুরাসাগর, করতোয়া, ইছামতি নদী রবীন্দ্র সাহিত্যে অঙ্গণে বিশাল স্থান দখল করে আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খাট, পালকি, খরম জুতা, চশমা, তোষক, চেয়ার , পানির ট্যাপ, টেবিল , আলনা, ড্রেসিং টেবিল, থালা, বাসন, বদনাসহ নানা সামগ্রীসহ তাঁর অাকা চিত্রকর্ম নিয়ে কাছারিবাড়িতে রবীন্দ্র স্মৃতি যাদুঘরে রূপ দেয়া হয়েছে। ১৯৬৯ সালে জরাজীর্ণ অবস্থায় কাছারিবাড়িকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভূক্ত করে সংরক্ষণের উদ্দ্যোগ নেয়া হয়। ১৯৯৯ সালে কাছাড়িবাড়ি প্রাঙ্গণে বিশাল একটি অডিটরিয়াম নির্মাণ করা হয়। প্রতি বছর এখানে ২৫, ২৬, ২৭ বৈশাখ সরকারীভাবে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হলেও এবার ১ দিন কমিয়ে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা প্রশাসন। অন্যদিকে, স্থানীয় পাইলট মডেল হাইস্কুল মাঠে আয়োজিত ৫ দিনের রবীন্দ্র মেলায় ক্রেতাদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পড়াশোনা

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি পাঠদানের জন্য শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর...