বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে এদেশের মানুষের স্মৃতিতে চির অম্লান রাখার লক্ষ্যে তাঁর স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে তাঁর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিধান করে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ আইন ২০১৬’ সংসদে পাস হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাশের প্রস্তাব করলে কণ্ঠ ভোটে বিলটি পাস হয়। সরকারি এ বিশ্ববিদ্যালয়টিতে রবীন্দ্রনাথের জীবন ও দর্শন, সাহিত্য ও সংগীত এবং বিশ্বসংস্কৃতি বিষয়ে শিক্ষা ও গবেষণা করা হবে। বিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, এর বিশেষত্ব, শিক্ষাদান পদ্ধতি, মঞ্জুরী কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনবল কাঠামো, চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর নিয়োগ, ট্রেজারার, রেজিস্টার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, ইনস্টিটিউট, কেন্দ্র, বিজনেস ইনকিউবিটর সেন্টার, বিভাগীয় কমিটি, অর্থ কমিটি, পরিকল্পনা উন্নয়ন কমিটি, বাছাই কমিটি, শৃঙ্খলা কমিটি, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি ও অন্যান্য কর্তৃপক্ষ নিয়োগ, গঠন, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিধান করা হয়েছে। বিলে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং তিনি একাডেমিক ডিগ্রি ও সম্মানসূচক ডিগ্রি প্রদানের বিধান করা হয়। এছাড়া বিলে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম ও তা প্রণয়ন, ভর্তি, শিক্ষার মাধ্যম, সম্মানসূচক ডিগ্রি, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাব, বিশ্ববিদ্যালয়ের তহবিল, আনুতোষিক, অবসর ভাতা, সাধারণ তহবিলসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়। এদিকে, গত রোববার রাত ৯:১৮ মিনিটে জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিল সর্বসম্মতভাবে পাশ হওয়ায় শাহজাদপুরের সর্বস্তরের জনতার মধ্যে এখন বইছে উত্তাল আনন্দ। এই বিলটি পাস হওয়ায় শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মিষ্টি বিতরণ, একে অপরের গায়ে রং মেখে বাধ ভাঙ্গা আনন্দে মেতে ওঠেছে। স্থানীয় রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলসহ ও অন্যান্য কিন্ডার গার্টেনগুলি শাহজাদপুরের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে রংধনু স্কুল চত্বরে এক আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, সাবেক অধ্যক্ষ এমএ আজিজ, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, শিক্ষক সন্তোষ বসাক, মঈন উদ্দিন,আশরাফুজ্জামান, শ্যামল দত্ত প্রমূখ।এর আগে গত রোববার বিলটি সংসদে পাস হওয়ার সঙ্গে সঙ্গে রাতে স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে এক মিছিল শাহজাদপুরের শহর প্রদক্ষিণ করে। শহরের সাধারণ পথচারী, দোকানদার, রিক্সাওয়ালা ও সকল শ্রেণির মানুষ একে অপরকে এই আনন্দের সংবাদটি দিয়ে তৃপ্ত হচ্ছে। মোবাইলে ক্ষুদেবার্তা ও ফেসবুকে শোভা পাচ্ছে আনন্দের এই সংবাদটি। অপর এক সংবাদে জানা গেছে, আগামী সেশনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, এর মাঝে ভিসি নিয়োগসহ প্রশাসনের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, গত কয়েক বছর ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে দেশে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোড়ালো দাবী জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠন। ধীরে ধীরে ওই দাবীটি গণদাবীতে পরিণত হয়। প্রেক্ষিতে গত বছর কবিগুরুর ১৫৪তম জন্মবার্ষিকীতে শাহজাদপুরে এসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নামফলক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মূল ক্যাম্পাস শাহজাদপুরে রেখে রবি কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ ও নওগাঁর পতিসরে এ বিশ্ববিদ্যালয়ের পৃথক পৃথক ক্যাম্পাস স্থাপন ও এ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়। গৃহিত সিদ্ধান্তের প্রেক্ষিতে কুষ্টিয়াবাসী ক্ষোভে ফেটে পড়লে তাদের ক্ষোভ থামাতে ইতিমধ্যেই সেখানে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান বলেন,‘শাহজাদপুরে প্রাথমিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ী ও স্থানীয় একটি সরকারি কলেজের চারতলা ভবনকে ব্যবহারের প্রস্তুতি রয়েছে। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন এ বিষয়ে সকল প্রকার সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন।’ প্রস্তাবিত আইনে বিশ্ববিদ্যালয়টি করার কারন হিসাবে বলা হয়েছে, উচ্চ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা, জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা এবং বাংলাদেশের জাতীয় সংগীতের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর স্মৃতিকে এদেশের মানুষের স্মৃতিতে চির অম্লান রাখতে তাঁর স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টি করা হচ্ছে। জানা গেছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষার মাধ্যম হবে বাংলা। তবে ক্ষেত্র বিশেষে ইংরেজির ব্যবহার করা যাবে।এটি সাধারণ বিশ্ববিদ্যালয় হলেও এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও দর্শন, সাহিত্য এবং সংগীত এবং বিশ্ব সংস্কৃতি বিষয়ে অধ্যায়ণ ও গবেষণা করা হবে। এছাড়া কলা, সংগীত ও নৃত্য, চারুকলা, নাট্যকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি ও সমবায়, ব্যবসায় প্রশাসন, আইন, বিজ্ঞান, জীব বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিসহ নতুন কিছু বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্যের কথা চিন্তা করা হচ্ছে।রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সম্পর্কে শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আফঁছারুল আমীন বলেন,‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিলটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় সংসদে উত্থাপনের পর সেটি যাচাই-বাছাই করার জন্য সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। দ্রুত সময়ের মধ্যে সংসদীয় কমিটি দু’টি সভা করে এ সংক্রান্ত প্রতিবেদন সংসদে দিয়েছে। পরে শিক্ষামন্ত্রী বিলটি উত্থাপন করলে কন্ঠভোটে তা পাশ হয়।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যা...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...

উল্লাপাড়া সংবাদ