রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের পর সৌম্য সরকারের ব্যাট ও তাসকিন আহমেদের হ্যাটট্রিক করা বলের নিলামও হয়ে গেছে। নিউজেল্যান্ডের বিপক্ষে গত বছর ফেব্রুয়ারিতে হ্যামিল্টন টেস্টে বাঁহাতি সৌম্য সরকারের করা দ্রুততম শতকের ব্যাটের মূল্য উঠেছে সাড়ে চার লাখ টাকা। আর ২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার সঙ্গে করা তাসকিন আহমেদের হ্যাটট্রিক বল বিক্রি হয়েছে চার লাখ টাকায়। এখন সবার কৌতূহল মুশফিকুর রহীমের ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলাম কবে? তা নিয়ে করোনার ভেতরেও ক্রিকেট অনুরাগিদের রাজ্যের কৌতূহল। তবে ভেতরের খবর আজ (সোমবার) দুপুর পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত হয়নি নিলাম হবে কবে? তবে মুশফিকের খুব কাছের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে মুশফিকের ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ডাবল সেঞ্চুরির ইতিহাসগড়া ব্যাট নিলামে ওঠানোর প্রক্রিয়া চলছে জোরেসোরেই। তাদের আশা এ সপ্তাহের ভেতরই মুশফিকের ব্যাটের নিলামে ওঠার সম্ভাবনা খুব বেশি। কিন্তু মুশফিকের বন্ধু ও ম্যানেজার বর্ষণ কবির ঠিক পরিষ্কার বলতে পারেননি কবে হবে নিলাম? আজ দুপুরে এ বিষয়ে জাগো নিউজের সঙ্গে আলাপে বর্ষণ জানান, ‘আসলে যাদের এই নিলাম কার্যক্রম পরিচালনা করার কথা সেই প্রতিষ্ঠান এখনও সবকিছু গুছিয়ে উঠতে পারেনি। তাই একটু দেরি হচ্ছে।’ তবে বর্ষণের আশা, আজ-কালের ভেতরই ঐ প্রতিষ্ঠান হয়তো সব কিছু চূড়ান্ত করে ফেলবে। আর যদি না পারে, তাহলে তারা বিকল্প পথে হাঁটবেন। হঠাৎ নিলাম পরিচালনার দায়িত্ব থাকা প্রতিষ্ঠান বদলের চিন্তা কেন? বর্ষণ কবির অবশ্য সেটাকে বদলের চিন্তা মানতে নারাজ। তার কথা, ‘আমরা একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, বলছি এবং তারা যথেষ্ঠ নামী ও বড় প্রতিষ্ঠান। তবে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে একটু দেরি হচ্ছে। আর যদি দেরিটা বেশি হয়, তখনই বিকল্প পথে হাঁটার প্রশ্ন আসবে। অন্যথায় নয়।’ খুব প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠছে ঐ প্রতিষ্ঠানের নাম কী? কেউ কেউ হয়ত ভেবে বসেছেন যে, সাকিব আল হাসান, সৌম্য সরকারের ব্যাট আর তাসকিন আহমেদের হ্যাটট্রিক বলের নিলাম পরিচালনা করেছে, সেই ‘অকশন ফর অ্যাকশন’ এর সঙ্গে বুঝি কথা হচ্ছে মুশফিকের । আসলে তা নয়। মুশফিকের ঘনিষ্ঠ মহলের কেউ বিশেষ করে ম্যানেজার বর্ষণ কবির এখনই সেই প্রতিষ্ঠানের নাম বলতে নারাজ। তবে অপর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঐ প্রতিষ্ঠানটি হলো ‘পিকাবু’। বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন কেনাবেচার মাধ্যম পিকাবু। সেখানে নিলামটি হলে এটি পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষদের কাছেও পৌঁছবে সহজেই। তবে জানা গেছে, আজ-কালের ভেতর যদি পিকাবুর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত না হয়, তখন মুশফিকের ব্যাটের নিলামের দায়িত্ব চলে যেতে পারে অকশন ফর অ্যাকশনের কাছে। কারণ, মুশফিক চাচ্ছেন খুব তাড়াতাড়ি নিলাম সেরে ফেলতে এবং সেটা আগামী বৃহস্পতিবারের (৭ মে) মধ্যে করতে। এখন পিকাবু যদি এর ভেতর সবকিছু চূড়ান্ত করে ফেলতে পারে, তাহলে তো কথাই নেই। কিন্তু তারা গুছিয়ে উঠতে না পারলে মুশফিকুর রহীমের ব্যাটের নিলামও হয়তো অকশন ফর অ্যাকশনই পরিচালনা করবে। তবে আরও একটি খবর আছে। তা হলো যারাই পরিচালনা বা সমন্বয় করুন না কেন, মুশফিকুর রহীমের ব্যাটের নিলামে পরোক্ষভাবে ‘ব্র্যাকও’ থাকবে। মুশফিক যে করোনা আক্রান্তদের সাহায্য-সহযোগিতার জন্য এই নিলামের আয়োজন করছেন, তার কিছু কার্যক্রম ব্র্যাকের মাধ্যমেই পরিচালিত হবে, বলে সূত্র জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

নগ্ননৃত্য ও দেহ ব্যবসার সাথে জড়িত ১১ নারী ও ৫ ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নগ্ননৃত্য ও দেহ ব্যবসার সাথে জড়িত ১১ নারী ও ৫ ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে বিভিন্ন নদী-বিলে নৌকায় পিকনিক ও বিনোদনের...

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের হরিনাথপুর(পাঠার মোর) গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও পোরজনা উচ্চ...

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

অপরাধ

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে দুটি টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৫ বাড়ির পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণলংক...