শনিবার, ২০ এপ্রিল ২০২৪
10   শাহজাদপুর সংবাদ ডটকমঃ মহাজোট সরকারের সদ্যসাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব:) এ কে খন্দকার বীর উত্তমের লেখা ১৯৭১ : ভেতরে বাইরে বইটি নিয়ে বিপাকে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় সংসদ থেকে শুরু করে রাজনীতির টেবিল, সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রায় সবখানেই এখন আলোচনা-সমালোচনায় মুখর সদ্যপ্রকাশিত এ বইটি ঘিরে। আওয়ামী লীগ নীতিনির্ধারকদের কেউ কেউ বইটি অবিলম্বে নিষিদ্ধের দাবি তুললেও কোনো কোনো নীতিনির্ধারক তার বিপক্ষে। ইতিহাস বিকৃতি এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকারকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন। বুড়ো বয়সে একে খন্দকারের মতিভ্রম হয়েছে মন্তব্য করে দলের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের মানুষ জানেন কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। তাই কোথাকার কোন এ কে খন্দকার কী বলল তাতে কিছু আসে যায় না। অন্য দিকে বই নিষিদ্ধ করে তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ের ৩২ পৃষ্ঠায় এ কে খন্দকার লিখেছেন, ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় পাকিস্তান’। এ ছাড়া এ কে খন্দকার তার বন্ধু মঈদুল হাসানের বরাত দিয়ে বলেছেন, তাজউদ্দীন আহমদ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে স্বাধীনতার একটি ঘোষণাপত্র লিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তা পাঠ করতে বললেও তিনি রাজি হননি। উল্টো তিনি বলেন, ‘এটা আমার বিরুদ্ধে একটা দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের বিচার করতে পারবে।’ এ কথা শুনে তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর বাসা থেকে বেরিয়ে যান। এ ছাড়া ‘মুজিব বাহিনী ভারতীয়দের কাছ থেকে সম্মানী পেতো’, ‘মুজিব বাহিনী অস্থায়ী সরকার ও মুক্তিবাহিনীকে অবজ্ঞা করত’ মুক্তিযুদ্ধকালীন এমন আরো কিছু তথ্য তিনি তার বইয়ে উল্লেখ করেছেন। সরকারের একাধিক সূত্র জানায়, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে যখন আওয়ামী লীগ ও বিএনপি জোটে তর্কবিতর্ক চলছে ঠিক সেই মুহূর্তে বইটি প্রকাশ করে এ কে খন্দকার বিএনপির কোর্টেই বলটি তুলে দিলেন বলে মনে করছে ক্ষমতাসীনরা। সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে যেসব মন্তব্য করেছেন বইটিতে তারই মুদ্রণ প্রকাশ করা হয়েছে বলে মনে করছেন তারা। এর মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া হয়েছে বলে মত তাদের। আওয়ামী লীগের একাধিক নেতা আলাপকালে বলেন, লন্ডনে বসে তারেক রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদের বইয়ে বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে দেখানোর চেষ্টা এবং এ কে খন্দকারের সাম্প্রতিক বইয়ের মধ্যে যোগসাজশ থাকতে পারে। তাই এ বিষয়টি কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। এ নেতা আরো বলেন, আওয়ামী লীগ যখন তারেক রহমানের বিতর্কিত নানা মন্তব্যের জবাব দিতে গিয়ে কান্ত হয়ে পড়েছে ঠিক সেই সময় এমন একটি বই প্রকাশ করে একে খন্দকার অকৃতজ্ঞের মতো কাজ করেছেন। এখন বিএনপি বা তারেক রহমানের সমালোচনার জবাব না দিয়ে আমাদেরই সদ্যসাবেক মন্ত্রীকে সামাল দিতে হচ্ছে। এটি রীতিমতো বিব্রতকর। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সিনিয়র নেতারা যখন তীব্র ভাষায় সমালোচনা করছিলেন তখন সিনিয়ার নেতাদের বেশ চিন্তিত মনে হচ্ছিল।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/09/09/2014

সম্পর্কিত সংবাদ

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

আগস্টে দেশের তৈরি পোশাক রপ্তানি ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার। হয়েছে ৩২৩ কোটি ৮৭ লাখ ৫০ ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৪ শত...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

শাহজাদপুর কোরবানীর গরু যাচ্ছে ঢাকাসহ সারাদেশে

অর্থ-বাণিজ্য

শাহজাদপুর কোরবানীর গরু যাচ্ছে ঢাকাসহ সারাদেশে

শামছুর রহমান শিশির : পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রতি বছর কোরবানির ঈদের আগে গবাদীপশুর রাজধানী শাহজাদপুরসহ আশেপাশের গবাদী পশ...