শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার পৌর সদরের মণিরামপুর বাজার সড়কে ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাক্ষ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বাসদ নেতা এ্যাড. আনোয়ার হোসেন,পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ড, উপজেলা জাসদ সভাপতি শফিকুজ্জামান শফি,মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, হিন্দু নেতা শংকর ব্যানার্জী, রতন কুমার কর্মকার, বিপ্লব কুমার সরকার প্রমূখ। বক্তারা ব্রাক্ষ্মনবাড়িয়ায় বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসন, ‘আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতা ও অবহেলার কারণে উগ্র মৌলবাদীরা এই ন্যাক্কার জনক ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। বক্তারা এ সময় নাসিমনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘর ভাংচুর, হামলা, লুটপাটের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

সম্পর্কিত সংবাদ

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

অপরাধ

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

রায়গঞ্জে স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভ

রায়গঞ্জ

রায়গঞ্জে স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভ

রায়গঞ্জ প্রতিনিধিঃ রায়গঞ্জে সরকারী ভাবে ধান সংগ্রহ শুরু না করায় স্থানীয় কৃষকদের মাঝে ক্ষ...