চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত একমাত্র নারী মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান বেগম আশানুর বিশ্বাস। বিজয়ের মালা গলায় পড়তে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কর্মীদের সাথে নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। কখনও মোটরসাইকেল আবার কখনও পায়ে হেটে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নির্বাচিত হলে পৌরসভাকে আধুনিকভাবে গড়ে তোলার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শুধু তিনিই নন, আওয়ামীলীগের সকল নেতাকর্মী পাড়ায়-মহল্লায় নৌকা মার্কাকে বিজয়ী করতে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক হাজী জামাল উদ্দিন ভুইয়া গুটি কয়েকজন নেতাকে সাথে নিয়ে ঢিলেঢালাভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনিও দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। তবে পাড়ায়-পাড়ায় মহল্লায় নেতাকর্মীরা প্রকাশ্যে না নেমে গোপনে গোপনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি প্রার্থীর অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় প্রার্থীর লোকজন তার কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ভয়-ভীতি প্রদর্শন ও মারপিট করায় কেউ প্রকাশ্যে নামতে সাহস পাচ্ছে না। তবে ভোটাররা নিরব বিপ্লবের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয় করবে বলে তিনি মনে করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা রেজাউল করিম (হাতপাখা) পতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের প্রচার-প্রচারনায় মুখরিতে হয়ে ওঠেছে পুরো পৌরসভা।
জানা যায়, ২০০৪ সালে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি পৌরসভা। পৌরসভা গঠনের পর ৬ বছর প্রশাসক দিয়ে পৌরসভাটি পরিচালিত হয়। ২০১০ সালে প্রথম নির্বাচনে আওয়ামীলীগের আলহাজ্ব মফিজ উদ্দিন খান লাল মেয়র নির্বাচিত হন। তাঁত শিল্প এলাকা হওয়ায় প্রথম শ্রেনীর পৌরসভার চেয়ে বেশী রাজস্ব আদায় হলেও দ্বিতীয় শ্রেনীর এ পৌরসভায় নানাবিধ সমস্যা থাকলেও কোন উন্নয়নের ছোয়া লাগেনি। রাস্তাঘাটের তেমন কোন উন্নয়ন হয়নি। প্রানকেন্দ্র মুকুন্দগাঁতীতে জানযট নিরসনে নেয়া হয়নি কোন ব্যবস্থা। পয়ঃনিস্কাশনের কোন ব্যবস্থা নেই। এ নিয়ে পৌরবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। এবারের পৌর নির্বাচনে যিনি পৌরসভা উন্নয়নে কাজ করবেন তাকেই বেছে নিবেন বেলকুচি পৌরসভাবাসী। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের নৌকা নিয়ে মাঠে রয়েছেন বেগম আশানুর বিশ্বাস, বিএনপির ধানের শীষ নিয়ে মাঠে রয়েছে হাজী জামাল উদ্দিন ভুইয়া ও ইসলামি আন্দোলন বাংলাদেশের রেজাউল করিম। মুলত লড়াই হবে নৌকা-ধানের শীষে। এছাড়াও সাধারন কাউন্সিলর পদে ৪১জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ২৫টি ভোট কেন্দ্রে ৪৬৪১৪জন ভোটার। এর মধ্যে ২৪১২৬জন পুরুষ ও ২২২৮৮জন নারী ভোটার রয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী হাজী জামাল উদ্দিন ভুইয়া জানান, পৌরসভাটি বিএনপি অধ্যুষিত এলাকা। কিন্তু সরকার দলীয় লোকজন তার কর্মীদের ভয়ভীতি দেখানোয় কেউ প্রকাশ্যে মাঠে নামতে পারছে না। ইতেমাধ্যে কয়েকজন নেতাকর্মীকে লাঞ্চিতও করেছেন। পোষ্টারও ছিড়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেনি। এছাড়াও জামায়াত তাকে সমর্থন দেয়ার পাশাপাশি তাদের পক্ষে গোপনে কাজ করে যাচ্ছে। যদি ভোটাররা সুষ্ঠভাবে ভোট দিতে পারেন তবে ধানের শীষের নিরব বিপ্লব ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি মেয়র নির্বাচিত হলে ঘনবস্তি পৌরসভাকে ২য় শ্রেনী থেকে ১ম শ্রেনীতে উন্নীত, রাস্তাঘাট সংস্কার, পয়নিস্কাশনের ব্যবস্থা ও একমাত্র কাপড়ের সোহাগপুর হাটটি আধুনিকসহ পৌরবাসীর সকল নাগরিক সুবিধা প্রদানে কাজ করবেন বলে ঘোষনা দিয়েছেন।
অপরদিকে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেগম আশানুর বিশ্বাস বিএনপি প্রার্থীর সকল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি বেলকুচিকে আধুনিক পৌরসভা হিসেবে গঠন করতে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদথেকে পদত্যাগ করে পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন। মেয়র নির্বাচিত হলে বেলকুচিকে যানজট মুক্ত করা, বেলকুচির মুকুন্দগাতী বাজার সংলগ্ন খালটি ভরাট করে বিশাল হকার্স মার্কেট নির্মান, তাঁতশিল্প সমৃদ্ধ এলাকার প্রসেসমিলগুলো একজায়গা স্থাপন করে পরিবেশ বান্ধব পৌরসভা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করবেন। এছাড়াও পৌরসভার সকল প্রতিবন্ধীকে পুনর্বাসন করতে সকল ব্যবস্থা করবেন। তিনি বলেন, পৌরসভা উন্নয়নে শুধু আওয়ামীলীগ নেতাকর্মীই নয় বিএনপি নেতাকর্মীরাই তার পক্ষে কাজ করে যাচ্ছেন। তার মতে বিএনপির অনেকে নেতা বলেছেন, আপনি চেয়ারম্যান থাকাকালে দৌলতপুরে অনেক উন্নয়ন করেছেন। তাই ধানের শীষ বুঝি না উন্নয়নে জন্য দলমত নির্বিশেষে আপনাকে জয়ী করতে আমরা কাজ করে যাচ্ছি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...
অপরাধ
শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন
শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...
ধর্ম
মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু
নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...
জানা-অজানা
কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...
পড়াশোনা
শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি পাঠদানের জন্য শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর...